খুলনায় শিশু শুভ হাওলাদারকে হত্যা মামলার প্রধান আসামিকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ সদরের মধুপুর গুচ্ছগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে র্যাব।
গ্রেপ্তার মো. সজল ব্যাপারী সোনাডাঙ্গার ময়লাপোতা এলাকার আমিরুনের ছেলে।
এর আগে রবিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজের একটি মাঠে এই হত্যাকাণ্ড ঘটে।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রাকচাপায় ৫ জন নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার
নিহত শুভ হাওলাদার বয়রা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় (সিএন্ডবি কলোনি) দ্বিতীয় শ্রেণির ছাত্র।
এ ঘটনায় ওদিন রাতে নিহত শুভর মা তিন জন আসামির নাম উল্লেখসহ অজ্ঞাত সাত জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ হত্যা মামলায় এর আগে জাহিদ নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ি থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, হত্যাকাণ্ডের রহস্য এখনও উদঘাটন হয়নি। মামলার এজাহারনামীয় তিন নম্বর আসামি জাহিদকে রবিবার রাতে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে আটক করে র্যাব। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে থানায় হস্তান্তর করে তারা।