ভোট গ্রহণ শেষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান সোমবার ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন।
ঘোষিত ফলে, ‘নৌকা’ প্রতীক নিয়ে শিব শংকর দাস ৬ হাজার ৭২৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌরসভার বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মাঈন উদ্দিন মোবাইল ফোন প্রতীক নিয়ে ৪ হাজার ২২০ ভোট পেয়েছেন।
অপর স্বতন্ত্র প্রার্থী বশীর আহাম্মেদ সরকার পলাশ ‘কম্পিউটার’ প্রতীকে নিয়ে ৩ হাজার ৭৫২ ভোট ও বিএনপি মনোনীত প্রার্থী মো. শাহাবুদ্দিন পান ২ হাজার ১৭৮ ভোট।
এছাড়া, পৌসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন- ১ নং ওয়ার্ডে মো. আবু হানিফ, ২ নং ওয়ার্ডে আবু তাহের, ৩ নং ওয়ার্ডে গঁণি চাঁন মোকসুদ, ৪ নং ওয়ার্ডে আবু সাঈেদ, ৫ নং ওয়ার্ডে মো. নূরুজ্জামান, ৬ নং ওয়ার্ডে মামুন মিয়া, ৭ নং ওয়ার্ডে শ্যামল মিয়া, ৮ নং ওয়ার্ডে যদু নাথ ঋষি, এবং ৯ নং ওয়ার্ডে জসিম উদ্দিন।
প্রসঙ্গত, পৌরসভাটিতে এবারই প্রথম সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট গ্রহণ করা হয়। তবে ইভিএমে ভোট দেয়া নিয়ে অনেক ভোটারই তাদের বিড়ম্বনার কথা জানিয়েছেন।