কুড়িগ্রাম এক্সপ্রেস
দিনাজপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত
দিনাজপুরের বিরামপুরের ঘোড়াঘাট রেলগেটে আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছে। বুধবার সকাল ৬টা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুরের রেল ঘুমটিতে (রেল ক্রসিং) ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাসের চালকসহ তিন আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে। ট্রেন ছুটে চলার সময় প্রাইভেটকারটি রেললাইন অতিক্রমের সময় সকাল ৬টা ৫০ মিনিটের দিকে ওই দুর্ঘটনা ঘটে।
ওসি জানান, লাশ উদ্ধার করা হয়েছে। নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি গাইবান্ধা জেলার বদগরগঞ্জ শহরের মোহাম্মদ ইসলামের ছেলে মাসুম (৩৮)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নারী নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
ঢাকায় ট্রেনের ধাক্কায় নিহত ১
২ বছর আগে
৫ ঘণ্টা বন্ধের পর নাটোরের সঙ্গে ট্রেন যোগাযোগ শুরু
নাটোরের তেবাড়িয়া রেলগেট এলাকায় ট্রাক ও ট্রেনের সংঘর্ষের ঘটনায় এ জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে।
নাটোর রেল স্টেশনের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, রাত সাড়ে ৩টার দিকে নাটোর শহরের তেবাড়িয়া রেলগেট দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস অতিক্রমকালে রেলগেট ভেঙে একটি মিনি ট্রাক লাইনে ঢুকে পড়ে। এতে ট্রেনটির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়।
তিনি বলেন, এ ঘটনার পর নাটোর স্টেশনসহ বিভিন্ন স্টেশনে অন্তত পাঁচটি আন্তনগর ট্রেন আটকা পড়ে।
অশোক চক্রবর্তী বলেন, সকাল ৯টার দিকে রেললাইন থেকে ট্রাক সরানোর পর এ জেলার সঙ্গে আবার ট্রেন যোগাযোগ শুরু হয়েছে।
তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: চট্টগ্রামে ট্রেন-বাস-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ৩
চাঁদপুর-সিলেট আন্তনগর ট্রেন এখনও স্বপ্ন!
৩ বছর আগে
ট্রেন চালুর দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
কুড়িগ্রামের চিলমারীর রমনা থেকে পার্বতীপুর রুটে চলাচল করা ‘রমনা লোকাল’ ট্রেনটি চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা শহরের নতুন রেল স্টেশন চত্বরে এই বিক্ষোভ-সমাবেশ করে কুড়িগ্রাম এক্সপ্রেস, রেল নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি ও কুড়িগ্রাম জেলাবাসী।
আরও পড়ুন: ঢাকা-জামালপুর রুটে নতুন ট্রেন চালু হচ্ছে রবিবার
বিক্ষোভ-সমাবেশে এ সময় বক্তব্য দেন-সুপারি ব্যবসায়ী আব্দুল জলিল, রমনা লোকাল বাস্তবায়ন কমিটির পক্ষে আতিকুর রহমান আতিক, মনোয়ার হোসেন রনি, পারভেজ এলাহী, স্টেশন দোকানদারদের পক্ষে আবুল আউয়াল, রেল নৌ যোগাযোগ পরিবেশ উন্নয়ন গণ কমিটির সাবেক সভাপতি তাজুল ইসলাম, সহ-সভাপতি ও আয়োজক কমিটির আহ্বায়ক সহকারি অধ্যাপক আব্দুল কাদের, যুগ্ম আহ্বায়ক শামসুছুজ্জামান সুজা, প্রভাষক আয়নাল কবির, বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল বাতেন ও স্থানীয় ইউপি সদস্য আলমগীর কবির প্রমুখ।
আরও পড়ুন:আরও ১৩ জোড়া ট্রেন চালু
এসময় বক্তারা বলেন, গত ১৯ আগস্ট থেকে করোনার কারণে দেশের বন্ধ হওয়া সকল ট্রেন চালু হয়। কিন্তু কুড়িগ্রামের খেটে খাওয়া মানুষের একমাত্র বাহন পার্বতীপুর-রংপুর-রমনা রুটে চলাচল করা ‘রমনা লোকাল’ ট্রেনটি এখনো চালু হয়নি।আগামী এক সপ্তাহের মধ্যে রমনা লোকাল ট্রেনটি চালু করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
৩ বছর আগে
কুড়িগ্রাম এক্সপ্রেসের নিরাপত্তাসহ আসন বৃদ্ধির দাবি
কুড়িগ্রাম, ২১ অক্টোবর (ইউএনবি)- স্বাধীনতার পর প্রথম আন্তনগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেস পেয়ে খুশি কুড়িগ্রামবাসী। তবে নিজেদের নামে ট্রেন পেলেও তাদের জন্য বরাদ্দ টিকিট চাহিদার তুলনায় অপ্রতুল।
৫ বছর আগে