কুড়িগ্রামের চিলমারীর রমনা থেকে পার্বতীপুর রুটে চলাচল করা ‘রমনা লোকাল’ ট্রেনটি চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা শহরের নতুন রেল স্টেশন চত্বরে এই বিক্ষোভ-সমাবেশ করে কুড়িগ্রাম এক্সপ্রেস, রেল নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি ও কুড়িগ্রাম জেলাবাসী।
আরও পড়ুন: ঢাকা-জামালপুর রুটে নতুন ট্রেন চালু হচ্ছে রবিবার
বিক্ষোভ-সমাবেশে এ সময় বক্তব্য দেন-সুপারি ব্যবসায়ী আব্দুল জলিল, রমনা লোকাল বাস্তবায়ন কমিটির পক্ষে আতিকুর রহমান আতিক, মনোয়ার হোসেন রনি, পারভেজ এলাহী, স্টেশন দোকানদারদের পক্ষে আবুল আউয়াল, রেল নৌ যোগাযোগ পরিবেশ উন্নয়ন গণ কমিটির সাবেক সভাপতি তাজুল ইসলাম, সহ-সভাপতি ও আয়োজক কমিটির আহ্বায়ক সহকারি অধ্যাপক আব্দুল কাদের, যুগ্ম আহ্বায়ক শামসুছুজ্জামান সুজা, প্রভাষক আয়নাল কবির, বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল বাতেন ও স্থানীয় ইউপি সদস্য আলমগীর কবির প্রমুখ।
আরও পড়ুন:আরও ১৩ জোড়া ট্রেন চালু
এসময় বক্তারা বলেন, গত ১৯ আগস্ট থেকে করোনার কারণে দেশের বন্ধ হওয়া সকল ট্রেন চালু হয়। কিন্তু কুড়িগ্রামের খেটে খাওয়া মানুষের একমাত্র বাহন পার্বতীপুর-রংপুর-রমনা রুটে চলাচল করা ‘রমনা লোকাল’ ট্রেনটি এখনো চালু হয়নি।আগামী এক সপ্তাহের মধ্যে রমনা লোকাল ট্রেনটি চালু করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।