রাতারগুল
রাতারগুলে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
সিলেটের রাতারগুল পর্যটনকেন্দ্রে বেড়াতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ কিশোর শামীম আহমদের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে সোয়াম ফরেস্টের মোটরঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
এর আগে, শুক্রবার (২৮ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে চেঙ্গেরখাল নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সিলেট নগরীর বাগবাড়ী এলাকার শাহজাহান আলীর ছেলে শামীম আহমদ (১৭)।
স্থানীয়রা জানান, মোটরঘাট খেয়াঘাটের সিঁড়ি দিয়ে চার পর্যটক চেঙ্গেরখাল নদীর পানিতে গোসল করতে নামেন। এসময় শামীম নামে এক কিশোর সাঁতার না জানার কারণে পানির নিচে তলিয়ে যান। অপর তিনজন সাঁতার কেটে ফিরে আসতে সক্ষম হন।
সিলেট বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই তারা লাশ নিতে চান বলে জানিয়েছেন। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: রাতারগুলে গোসলে নেমে কিশোর নিখোঁজ
৪ মাস আগে
রাতারগুলে গোসলে নেমে কিশোর নিখোঁজ
সিলেটের গোয়াইনঘাটে চেঙ্গেরখাল নদীর মটরঘাট এলাকায় গোসল করতে নেমে শামিম আহমদ (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।
শুক্রবার (২৮ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধারে কাজ করছে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
আরও পড়ুন: মেহেরপুরে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
নিখোঁজ কিশোর শামীম আহমদ (১৭) সিলেট এয়ারপোর্ট থানাধীন হালদারপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে।
রাতারগুল সোয়াম ফরেস্টের ভেতরে প্রবেশের ইজারাকৃত মটরঘাট খেয়াঘাটে চার পর্যটক ঘুরতে যায়। মটরঘাট খেয়াঘাটের সিঁড়ি দিয়ে ওই চার পর্যটক চেঙ্গেরখাল নদীর পানিতে নামেন। এসময় একজন পর্যটক সাঁতার না জানার কারণে পানির নিচে তলিয়ে যান। অপর তিন পর্যটক সাঁতার কেটে ফিরে আসতে সক্ষম হন।
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। নিখোঁজ পর্যটককে উদ্ধারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: পদ্মায় গোসল করতে নেমে ২ ভাইসহ ৩ শিশুর মৃত্যু
মেঘনায় গোসলে নেমে স্ত্রীর সামনে ডুবে গেলেন স্বামী
৪ মাস আগে
সিলেট শহরের দর্শনীয় স্থান: অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ ঐতিহাসিক নগরী
বাংলা সাল্তানাত, বার ভূইয়া ও মুঘল সাম্রাজ্যের কিংবদন্তি নিয়ে রাজকীয় ভাবে নিজের অবিস্থিতির জানান দিচ্ছে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের নগরী সিলেট। সুরমা নদীর উত্তর তীর ঘেষে পাহাড়ী মাটিতে পরিণত এই উচ্চভূমির ভূখন্ডটিকে এক অপার সৌন্দর্য্য দান করেছেন এর বিলগুলো। উপ-ক্রান্তীয় জলবায়ুর যত্নে ছেয়ে যাওয়া চা-বাগানগুলো সিলেট শহরের মুল আকর্ষণ। এছাড়া প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য থাকায় ঢাকা থেকে স্থলপথে ২৪০ কিলোমিটার দূরত্বের এই শহরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেশের অর্থনীতিতে। আজকের নিবন্ধটিতে প্রকৃতি ও ইতিহাসের অমৃত সুধায় ভরা সিলেট শহরের কিছু সেরা দর্শনীয় স্থানকে তুলে ধরা হবে।
সিলেট শহরের দশটি দর্শনীয় স্থান
জাফলং
এক সময়ের খাসিয়া জৈন্তা রাজার বিশাল সাম্রাজ্য কালের বিবর্তনে পরিণত হয়েছে ছোট্ট জাফলং-এ। ১৯৫৪ সালে শেষবারের মত জমিদারী প্রথা বিদায় হলেও পিয়াইন নদীর স্বচ্ছ বুক সযত্নে ধরে রেখেছিলো এর সম্পদতূল্য পাথরগুলো। আর এই পাথরের জন্যই অবারিত বনভূমি হারিয়ে যাওয়ার পরেও এখানে গড়ে উঠেছিলো নতুন জনবসতি।
সেই জনবসতিই এখন পর্যন্ত সমুজ্জ্বল রেখেছে সিলেট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে তামাবিল সীমান্তের পার্শ্ববর্তী এই জায়গাটিকে। মেঘালয়ের মেঘের পর্দা ভেদ করে ধূসর পাহাড়ের পদরেখা আর নদীর তীর ধরে অনন্তের মাঝে বাধা হয়ে দাড়ায় ঝুলন্ত ব্রিজ। লোকাল বাস, অটো রিকশা বা মাইক্রোবাস নিয়ে আড়াই ঘন্টায় পৌছে যাওয়া যেতে পারে এই অপার সৌন্দর্য্যের লীলাভূমিতে।
পড়ুন: গরমকালে কম খরচে বাংলাদেশের কোথায় কোথায় ঘুরতে যাবেন?
রাতারগুল
সিলেট মহানগর থেকে ২১ কিলোমিটার দূরত্বে অবস্থিত রাতা নামক গাছে আচ্ছাদিত এই জলাভূমিটি। রাতারগুলের মধ্যে দিয়ে গোয়াইন নদী যেয়ে মিশেছে চেঙ্গীর খাল-এ। শুধু এই রাতারগুল-ই নয়, গোটা সিলেটটাই ভ্রমণের জন্য সেরা সময় হলো বর্ষাকাল। বুনো প্রকৃতিকে এত কাছ থেকে দেখার সুযোগ বাংলাদেশে খুব কমই পাওয়া যাবে। বনের গহীনে পাওয়া যাবে বন্য কাঠ গোলাপ।
২ বছর আগে
রাতারগুলের ওয়াচ টাওয়ারে ওঠায় নিষেধাজ্ঞা
সিলেটের গোয়ানাইঘাট উপজেলার জলারবন রাতারগুলের ওয়াচ টাওয়ারে ওঠায় নিষেধাজ্ঞা জারি করেছে বনবিভাগ।
৪ বছর আগে
রাতারগুলের মতো জলাভূমি সংরক্ষণ করা খুবই জরুরি: মিলার
সিলেট, ২৩ অক্টোবর (ইউএনবি)- রাতারগুলের মতো জলাভূমিগুলো সংরক্ষণ করা খুবই জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার।
৫ বছর আগে
রাতারগুল ঘুরে দেখলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিলার
সিলেট, ২১ অক্টোবর (ইউএনবি)- বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার সোমবার রাতারগুল ঘুরে দেখেছেন।
৫ বছর আগে