করোনা ভ্যাকসিন
জনসনের করোনা ভ্যাকসিন ব্যবহার সীমিত করলো এফডিএ
গুরুতর রক্ত জমাট বাঁধার সম্ভাব্য ঝুঁকির কারণে বৃহস্পতিবার মার্কিন নিয়ন্ত্রকরা কঠোরভাবে জনসন অ্যান্ড জনসনের করোনা ভ্যাকসিন গ্রহণ সীমিত করেছেন।
ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলেছে (এফডিএ) ভ্যাকসিনটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের দেয়া উচিত যারা অন্য ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন না বা বিশেষভাবে যাদের জনসন ভ্যাকসিনের জন্য অনুরোধ করা হয়েছে।
মার্কিন কর্তৃপক্ষ কয়েক মাস ধরে সুপারিশ করেছে যে আমেরিকানদের যেনো জনসন ভ্যাকসিনের পরিবর্তে মর্ডানা বা ফাই্জার দেয়া হয়।
এফডিএ-এর ভ্যাকসিন প্রধান ড. পিটার মার্কস বলেছেন রক্ত জমাট বাঁধার ঝুঁকির তথ্য বিশ্লেষণ এবং ভ্যাকসিনের কিছু সীমাবদ্ধতার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মার্কস বলেছেন, ‘করোনার গুরুতর পরিণতি প্রতিরোধে সমানভাবে কার্যকর বলে মনে হয় এমন কোনো বিকল্প থাকলে, আমরা বরং লোকেদের এটি বেছে নিতে বলব। তবে আমরা এটা বলতে সতর্ক হয়েছি যে অন্য ভ্যাকসিনের তুলনায় এটি এখনও একটি ভাল বিকল্প।’
আরও পড়ুন: তেল আবিবের কাছে ছুরিকাঘাতে ৩ ইসরাইলি নিহত
বাংলাদেশে মহামারিতে মৃতের সংখ্যা সরকারি পরিসংখ্যানের প্রায় ৫ গুণ বেশি: ডব্লিউএইচও
২ বছর আগে
এক কোটি টিকা দেয়ার লক্ষ্যে বিশেষ কর্মসূচি শুরু
দেশে একদিনে এক কোটি টিকা দেয়ার লক্ষ্যে নিবন্ধন ছাড়াই টিকাদানের বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সারাদেশে একযোগে এই কার্যক্রম শুরু হয়।
এই টিকা নিতে কোনো ধরনের নিবন্ধন করতে হবে না। এমনকি যারা নিবন্ধন করেও টিকা পাননি তারও এ কর্মসূচির মধ্যমে টিকা নিতে পারবেন।
স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: করোনা টিকার প্রথম ডোজ দেয়া অব্যাহত থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
তিনি জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ৯টার থেকে টিকাদানের কার্যক্রম চলমান থাকবে। সাধারণত টিকাদান ৩টা পর্যন্ত চললেও আজ এই কর্মসূচি লক্ষ্যপূরণ না হওয়া পর্যন্ত চলবে।
২ বছর আগে
করোনা ভ্যাকসিন ক্রয়, যৌথ উৎপাদনের লক্ষ্যে ফলপ্রসূ আলোচনা চলছে: চীনা রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, চীনের কাছ থেকে বাংলাদেশের ভ্যাকসিন সংগ্রহ এবং যৌথভাবে করোনার টিকা উৎপাদনের ব্যাপারে দুই দেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা চলছে।
বুধবার ইকোনিমক রিপোর্টার্স ফোরাম এবং বাংলাদেশ চীন চেম্বার অব কমার্সে এন্ড ইন্ডাসিট্রির (বিসিসিসিআই) যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন চীনা রাষ্ট্রদূত। অনুষ্ঠানে তিনি জানান, যৌথভাবে টিকা উৎপাদনের ব্যাপারে আলোচনা বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আরও পড়ুন: টিকা ইস্যুতে চীনের সাথে কোনো জটিলতা নেই: পররাষ্ট্রমন্ত্রী
আলোচনায় চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, ‘চীনের দুঃসময়ে বাংলাদেশের পক্ষ থেকে মেডিকেল সামগ্রী সহায়তার কথা ভুলবে না চীন। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশের প্রয়োজনের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে চীন।’
তিনি জানান, চীন সরকার খুব দ্রুতই দ্বিতীয় দফায় উপহার স্বরূপ আরও টিকা পাঠাবে। আগামী ১৩ জুনের মধ্যে টিকা বাংলাদেশে এসে পৌঁছাবে বলে আশাব্যক্ত করেন রাষ্ট্রদূত লি।
এর আগে গত ১২ মে চীন সরকারের পক্ষ থেকে ৫ লাখ ডোজ করোনার টিকা উপহার হিসেবে বাংলাদেশে আসার ৯ দিনের মাথায় চীন সরকার দ্বিতীয় দফায় উপহার স্বরূপ টিকা পাঠানোর ঘোষণা দেয়।
চীন এই কার্যক্রমকে দুই দেশের মধ্যকার চলমান বন্ধুত্বের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছে।
এছাড়া, গত ২৭ মে মন্ত্রিপরিষদ চীনের সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা ক্রয়ের অনুমোদন দিয়েছে। চলমান জুন ও আগামী জুলাই, আগস্ট মাসের মধ্যে চীন থেকে ৫০ লাখ ডোজ টিকা আনার চেষ্টা করছে বাংলাদেশ।
আরও পড়ুন: চীনের ‘করোনাভ্যাক’ ব্যবহারের অনুমোদন দিল বাংলাদেশ
উল্লেখ্য, উক্ত আলোচনা সভায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) প্রধান মো. সিরাজুল ইসলাম, চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব-উজ-জামান, বিসিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল এবং যুগ্ম মহাসচিব আল মামুন মৃধা, ইকোনিমক রিপোর্টার্স ফোরাম সভাপতি শারমিন রিনভি এবং অন্যান্যরা বক্তব্য রাখেন।
৩ বছর আগে
করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ বৃহস্পতিবার থেকে শুরু: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার পুনরায় নিশ্চিত করেছেন যে পরিকল্পনা অনুযায়ী আগামী বৃহস্পতিবার থেকে কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হবে।
তিনি তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার সময় এই আশ্বাস দিয়েছেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের প্রয়োগ সময়সূচি অনুযায়ী যথারীতি ৮ এপ্রিল শুরু হবে।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না কারণ নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ ভারত থেকে ভ্যাকসিন পাবে।
তিনি বলেন, চলমান ৭ দিনের কোভিড-১৯ লকডাউন বাড়ানো উচিত কি না তা সরকার আগামী বৃহস্পতিবার পর্যালোচনা করে জানাবে।
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ হাজার ৭৫ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছয় লাখ ৪৪ হাজার ৪৩৯ জনে পৌঁছেছে।
এছাড়া ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ৩১৮ জনে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: করোনা মোকাবিলায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে যথাযথভাবে দায়িত্ব পালন করুন: প্রধানমন্ত্রী
এর আগে রবিবার অধিদপ্তর জানায়, আগের ২৪ ঘণ্টায় একদিনে রেকর্ড ৭ হাজার ৮৭ জনের শরীরে করোনা শনাক্ত এবং ৫৩ জনের মৃত্যু হয়েছে।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২২৭টি পরীক্ষাগারে ৩১ হাজার ৯৭৯টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ৩০ হাজার ২৩৯টি নমুনা।
আরও পড়ুন: করোনা: বিশ্বে মৃত্যু ২৮ লাখ ৪৫ হাজার ছাড়াল
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩.৪০ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৩২ জন। এ নিয়ে দেশে মোটসুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৪১৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমকি ১৯ শতাংশ।
গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
দেশব্যাপী লকডাউন
করোনাভাইরাসের সংক্রমণ রোধ এবং বর্তমান পরিস্থিতি উন্নতির লক্ষ্যে সরকার সোমবার থেকে সাত দিনের জন্য জনগণের চলাচল ও অন্যান্য কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
আরও পড়ুন: লকডাউনের খবরে বাজারে ক্রেতাদের ভিড়
মন্ত্রিপরিষদ বিভাগ রবিবার এই প্রজ্ঞাপন জারি করে যা ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।
৩ বছর আগে
বাংলাদেশকে এক লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেয়ার প্রস্তাব চীনের
জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য সোমবার এক লাখ ডোজ চীনা ভ্যাকসিন বাংলাদেশে সরবরাহের প্রস্তাব দিয়েছে চীন।
৩ বছর আগে
বাংলাদেশিদের জন্য ‘প্রথম শ্রেণি’র সেবা নিয়ে আসছে এমিরেটস
এমিরেটস আগামী ১ মার্চ থেকে ঢাকা-দুবাই রুটে ‘প্রথম শ্রেণি স্যুইট’ সেবা চালু করছে। বর্তমানে এমিরেটসই একমাত্র আন্তর্জাতিক এয়ারলাইন্স যারা এই সেবা প্রদান করতে যাচ্ছে। এর ফলে বাংলাদেশি ভ্রমণকারীরা আকাশে এবং মাটিতে অত্যন্ত বিলাসবহুল পণ্য, সেবা ও আরামপ্রদতা উপভোগ করার সুযোগ পাবেন।
৩ বছর আগে
বিশ্বব্যাপী করোনা ভ্যাকসিন বিতরণে ইউনিসেফের সাথে কাজ করবে এমিরেটস
করোনা মহামারি মোকাবিলায় ভ্যাকসিন, অত্যাবশ্যকীয় ওষুধপত্র, মেডিকেল যন্ত্রপাতিসহ জরুরি সামগ্রী সর্বাধিক অগ্রাধিকার দিয়ে পরিবহন করবে এমিরেটসের কার্গো পরিবহন বিভাগ- এমিরেটস স্কাইকার্গো।
৩ বছর আগে
কোভিড ভ্যাকসিন সহায়তা নিয়ে আলোচনা করছে বাংলাদেশ, চীন: রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং শুক্রবার বলেছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন সহায়তা নিয়ে তারা বাংলাদেশের সাথে এখন ঘনিষ্ঠ আলোচনা করছেন।
৩ বছর আগে
অনেকের চেয়ে ভালোভাবে ভ্যাকসিন সংগ্রহ করেছি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বলেছেন, বাংলাদেশ প্রয়োজন অনুযায়ী করোনাভাইরাসের ভ্যাকসিন আনতে সক্ষম হয়েছে যা অনেক উন্নত দেশ এখনো করতে পারেনি।
৩ বছর আগে
টিকা নিতে এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৭৪ হাজার মানুষ: স্বাস্থ্য অধিদপ্তর
বুধবার সকাল পর্যন্ত ৭৪ হাজার মানুষ টিকা নিতে নিবন্ধিত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম।
৩ বছর আগে