দেশে একদিনে এক কোটি টিকা দেয়ার লক্ষ্যে নিবন্ধন ছাড়াই টিকাদানের বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সারাদেশে একযোগে এই কার্যক্রম শুরু হয়।
এই টিকা নিতে কোনো ধরনের নিবন্ধন করতে হবে না। এমনকি যারা নিবন্ধন করেও টিকা পাননি তারও এ কর্মসূচির মধ্যমে টিকা নিতে পারবেন।
স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: করোনা টিকার প্রথম ডোজ দেয়া অব্যাহত থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
তিনি জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ৯টার থেকে টিকাদানের কার্যক্রম চলমান থাকবে। সাধারণত টিকাদান ৩টা পর্যন্ত চললেও আজ এই কর্মসূচি লক্ষ্যপূরণ না হওয়া পর্যন্ত চলবে।