বাজারে কৃত্রিম সংকট ও রমজানকে সামনে রেখে অধিক মুনাফা অর্জনের লক্ষ্যে সয়াবিন তেল মজুদ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাজী নজরুল ইসলাম সড়কে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মো. লায়েকুজ্জামান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক উপ-সহকারী কর্মকর্তা।
শনিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মনির হোসেন একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৫১২ লিটার তীর ও বসুন্ধরা ব্র্যান্ডের সয়াবিন তেল জব্দ করেন।
আরও পড়ুন: আবারও বাড়ল সয়াবিন তেলের দাম
তিনি আরও জানান, লায়েকুজ্জামান গত ৬ মার্চ কৃষি মার্কেটের সূর্য এন্টারপ্রাইজ থেকে ছয় হাজার ৩৬০ টাকায় দুটি কার্টনে ৪০ লিটার সয়াবিন তেল কিনেন এবং টাকার রশিদও সংগ্রহ করেন। পরে তিনি বিভিন্ন দোকান থেকে সয়াবিন তেল সংগ্রহ করে নিজের হাতে রশিদে টাকা লিখে দেন, যা ফৌজদারি অপরাধ।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
আরও পড়ুন: দ্রুত সময়ের মধ্যে ভোজ্যতেলের দাম কমে আসবে: আইনমন্ত্রী