শিশু আদালত
লকডউনে ৮ কার্যদিবসে ১৬৭ কারাবন্দি শিশুর জামিন
করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে চলমান লকডাউনে ভার্চুয়ালি শুনানি নিয়ে গত আট কার্যদিবসে সারাদেশের শিশু আদালত থেকে ১৬৭ জন কারাবন্দি শিশু জামিন পেয়েছেন।
শুক্রবার সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মুহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ১৮ থেকে ২২ এপ্রিল পর্যন্ত শিশু আদালতসমূহ থেকে ৩২টি শুনানি এবং ১৭ জন শিশু মুক্ত হওয়ার তথ্য আমরা পরে পেয়েছিলাম। যা মোট তথ্যের সঙ্গে যোগ করা হয়েছে এবং তাতে জামিন পাওয়া শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৭ জন।
আরও পড়ুন: সব মামলায় জামিনের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়াল সুপ্রিম কোর্ট
তিনি আরও বলেন, এছাড়া গত আট কার্যদিবসে সারা দেশের অধস্তন আদালতগুলো ২৬ হাজার ৮৪৮টি আবেদনের শুনানি নিয়ে ১৫ হাজার ২১৭ কারাবন্দির জামিন মঞ্জুর করেন।
এর মধ্যে, গত বৃহস্পতিবার ২২ এপ্রিল সারাদেশের অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৩ হাজার ৩২টি জামিন আবেদন নিষ্পত্তি হয় এবং তার মধ্যে ১ হাজার ৫৯২ জন হাজতি জামিন পান।
১৭২১ দিন আগে
কিশোরগঞ্জে কৃষককে দলবেঁধে হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড
কিশোরগঞ্জের কটিয়াদীতে কৃষক তাজুল ইসলাম হত্যা মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
১৭৬০ দিন আগে
ফেনীতে বিদ্যালয়ের নৈশপ্রহরী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. সফি উল্যাহ (৬০) হত্যা মামলায় সোহেল হাওলাদার নামে এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
১৮১৭ দিন আগে
স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের ৪৪ বছরের কারাদণ্ড
শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা গ্রামে অষ্টম শ্রেণিপড়ুয়া স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের দায়ে এক যুবককে ৪৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
১৯৩৩ দিন আগে