নাতি
শেরপুর আগুনে পুড়ে দাদি-নাতির মৃত্যু
শেরপুর সদর উপজেলায় আগুনে পুড়ে দাদি ও নাতির মৃত্যু হয়েছে। এসময় ওই বাড়ির চারটি গরুও পুড়ে মারা যায়।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে সদরের কামারেরচর ইউনিয়নের পয়স্তিরচর গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে।
নিহতরা হলেন- কামারেরচর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ফিরোজা বেগম এবং তার নাতি শরিফ হোসেন।
আরও পড়ুন: ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণ: চমেকে আরও এক রোহিঙ্গা শিশুর মৃত্যু
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, পয়াস্তিরচর গ্রামে কৃষক আমান উল্লাহর গোয়াল থেকে আগুনের সূত্রপাত হয়ে আগুন পাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত শিশু শরিফ আগুনে পুড়ে মারা যায়। আর ফিরোজা বেগম গরুগুলোকে আগুন থেকে রক্ষার জন্য গোয়ালঘরে গেলে মারাত্মকভাবে দগ্ধ হন।
শেরপুর ফায়ার সাভিসের পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, শেরপুর সদর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে শরিফের লাশ উদ্ধার করে। আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়। পরে সেখানে সকাল ৮টার দিকে তিনি মারা যান। এছাড়া আগুনে গোয়ালঘরে থাকা চারটি গরু মারা যায়। আগুনে প্রায় ৮ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, যুবকের মৃত্যু
ঝিনাইদহে কারাগারে কয়েদির মৃত্যু
৯ মাস আগে
কক্সবাজারে দাদিকে বাঁচাতে গিয়ে নাতি খুন
কক্সবাজার শহরের সমিতি পাড়ায় দাদিকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের ছুরির আঘাতে নাতি আলাউদ্দিন (১৭) নিহত হয়েছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত কিশোর কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়া এলাকার বাসিন্দা ইমরানের পুত্র।
আরও পড়ুন: শিবগঞ্জে বাবার হাতে ছেলে খুনের অভিযোগ
কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল জানান, নিহত কিশোরের দাদি ছোট্ট একটি চায়ের দোকান করেন। সেখানে স্থানীয় যুবক ফজল করিম, মুমিন চা খান।
চায়ের বিল চাওয়ায় দোকানিকে মারধর করে ছুরির আঘাত করে তারা। এ সময় দাদিকে বাঁচাতে এলে দুর্বৃত্তদের ছুরির আঘাতে নিহত হয় নাতি আলাউদ্দিন। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
আরও পড়ুন: চট্টগ্রামে ৩৩ বছর পর খুনের মামলায় দুজনের ফাঁসির আদেশ
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, দুর্বৃত্তদের ছুরির আঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
আরও পড়ুন: সিলেটে প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক খুনের অভিযোগ, গ্রেপ্তার ২
১০ মাস আগে
দিনাজপুরে নানির লাশ আনার পথে প্রাণ গেল নাতির
ঢাকা থেকে নানির লাশ দিনাজপুরে নেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নাতির। এ সময় গুরুতর আহত হয়েছেন লাশবাহী অ্যাম্বুলেন্সেচালক।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে দিনাজপুরের ঘোড়াঘাটের নুরজাহানপুর মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় মাহিন আলভী (২১) দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ী এলাকার মোকতাদুর রহমানের ছেলে।
আরও পড়ুন: ঝালকাঠিতে অটোবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চালকের
আহত অ্যাম্বুলেন্সেচালক মিঠুন বরিশাল জেলার গৌরনদী উপজেলার শরিকল গ্রামের আব্দুল মালেকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন বার্ধক্যজনিত কারণে মারা যায় আলভীর নানি মালেকা বেগম। মালেকা বেগমের লাশ ঢাকা থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সে দিনাজপুরে আনছিলেন নাতি হৃদয় মাহিন আলভী।
শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সটি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নুরজাহানপুর মসজিদের কাছে এলে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়।
এতে লাশবাহী অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অ্যাম্বুলেন্সের সামনে বসে থাকা নাতি হৃদয় মাহিন আলভী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন চালক মিঠুন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, আহত অ্যাম্বুলেন্সচালক মিঠুকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সম্ভবত চালক ঘুমের ঘোরে অ্যাম্বুলেন্স চালানোয় দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ প্রাণ গেল ৩ জনের
কুড়িগ্রামে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর
১ বছর আগে
সিরাজগঞ্জে নানিকে হত্যার দায়ে নাতির যাবজ্জীবন
সিরাজগঞ্জ শহরে নানিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা মামলায় তার নাতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়।
মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত সিয়াম শেখ (২৩) সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া উত্তরপাড়ার রফিকুল ইসলাম সেখের ছেলে।
আরও পড়ুন: ময়মনসিংহে প্রতিবেশীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড
মামলার বরাতে আদালতের এপিপি ওয়াছ করনী লকেট জানান, ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় সিয়াম শেখ সদর উপজেলার ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে নানির বাড়ি যায়। এ সময় নানি ওয়াজেদা খাতুনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে বৃদ্ধা নানিকে কুড়াল দিয়ে এলোপাতারি আঘাত করে পালিয়ে যায় সিয়াম। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই ওই বৃদ্ধার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে ইউসুফ আলী বাদী হয়ে থানায় মামলা করেন। তদন্ত চলাকালে সিয়াম আদালতে জবানবন্দিও দেন।
এ মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে এবং তদন্ত চলাকালে সিয়াম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
শুনানি ও স্বাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় দেন।
আরও পড়ুন: ৯৯৯-এ কল: হত্যা মামলার ২৬ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে ৮ রোহিঙ্গার যাবজ্জীবন কারাদণ্ড
১ বছর আগে
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে দাদা-নাতির মৃত্যু
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা ও নাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) উপজেলার কামরাবাদ ইউনিয়নের কান্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন কান্দারপাড়া গ্রামের মজিবর রহমান (৬০) ও তার নাতি আলামিন কাউসার (৪)।
আরও পড়ুন: যশোরে ট্রান্সমিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার কান্দারপাড়া গ্রামের মৃত আলী আকন্দের ছেলে মজিবর রহমান (৬০) মঙ্গলবার তার বাড়ির পশ্চিম পাশে বিদ্যুৎ চালিত সেচ পাম্প চালাতে যান।
সেচ পাম্প চালিয়ে সঙ্গে থাকা রাজু মিয়ার চার বছর বয়সী শিশুপুত্র কাউছারকে বাড়ি ফেরার জন্য কাধে তুলে নেন।
হঠাৎ লিকেজ তারে স্পর্শ লেগে দাদা-নাতি উভয়েই বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়ে।
এ ঘটনা স্থানীয় লোকজন দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদেরকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কামরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম দাদা-নাতির বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. দেবাশীষ রাজবংশী বলেন, দুপুরে দু’জনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত কবীর জানান, বিদ্যুৎপৃষ্টে মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ না পাওয়ায় লাশের দাফন করার অনুমতি দেয়া হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে বৈদ্যুতিক ট্রান্সর্ফমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক আহত!
ময়মনসিংহে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
২ বছর আগে
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে দাদা-নাতির মৃত্যু
সিরাজগঞ্জের কামারখন্দের ঢাকা-ঈশ্বরদী রেলপথের জামতৈল রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে দাদা-নাতির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার কাজিপুরা গ্রামের মৃত আয়নাল হকের ছেলে আব্দুল মান্নান (৭২) ও তার নাতি জুনায়েত হোসেন (৭)।
সিরাজগঞ্জ রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ মৃধা এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে দাদা আব্দুল মান্নান তার শিশু নাতিকে নিয়ে কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশ এলাকা দিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই পরিবারের লোকজন লাশ নিয়ে গেছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাথমিক শিক্ষক নিয়োগের দুই পরীক্ষার্থী নিহত, আহত ২
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী নিহত
২ বছর আগে
খরচ না দেয়ায় ছেলের ওপর রাগ করে নাতিকে অপহরণ!
কুমিল্লার মুরাদনগরে ছেলে ভরণ-পোষণের খরচ না দেয়ায় রাগে নাতিকে অপহরণ করানোর অভিযোগ উঠেছে দাদির বিরুদ্ধে।
৫ বছর আগে