সিরাজগঞ্জ শহরে নানিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা মামলায় তার নাতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়।
মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত সিয়াম শেখ (২৩) সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া উত্তরপাড়ার রফিকুল ইসলাম সেখের ছেলে।
আরও পড়ুন: ময়মনসিংহে প্রতিবেশীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড
মামলার বরাতে আদালতের এপিপি ওয়াছ করনী লকেট জানান, ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় সিয়াম শেখ সদর উপজেলার ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে নানির বাড়ি যায়। এ সময় নানি ওয়াজেদা খাতুনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে বৃদ্ধা নানিকে কুড়াল দিয়ে এলোপাতারি আঘাত করে পালিয়ে যায় সিয়াম। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই ওই বৃদ্ধার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে ইউসুফ আলী বাদী হয়ে থানায় মামলা করেন। তদন্ত চলাকালে সিয়াম আদালতে জবানবন্দিও দেন।
এ মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে এবং তদন্ত চলাকালে সিয়াম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
শুনানি ও স্বাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় দেন।
আরও পড়ুন: ৯৯৯-এ কল: হত্যা মামলার ২৬ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে ৮ রোহিঙ্গার যাবজ্জীবন কারাদণ্ড