শিরোপা
বিপিএল ফুটবল: ঢাকা আবাহনীকে হারিয়ে পঞ্চম শিরোপার কাছাকাছি বসুন্ধরা কিংস
বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফুটবলে ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেডকে ২-১ গোলে হারিয়ে পঞ্চম শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
শনিবার (৪ মে) সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস তাদের নিজের মাঠে এই সাফল্য পায়।
প্রথমার্ধে ২-০ গোলের ব্যবধানে আধিপত্য বিস্তার করে তারা।
২০১৮-১৯ আসর থেকে ২০২২-২৩ আসর পর্যন্ত টানা চতুর্থবারের মতো বিপিএল শিরোপা জেতা কিংস (কোভিড-১৯ মহামারির কারণে ২০১৯-১০ আসরে (বিপিএল পরিত্যক্ত) ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে পঞ্চম বিপিএল শিরোপা জয়ের জন্য প্রস্তুত। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহামেডান এসসির চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে এবং তৃতীয় স্থান অর্জনকারী ঢাকা আবাহনী লিমিটেডের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে।
আরও পড়ুন: ফিফা বিশ্ব র্যাঙ্কিং: বাংলাদেশের অবস্থান ১৮৪তম
দিনের খেলা শেষে ঢাকা আবাহনী লিমিটেড ১৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের দৌড় থেকে ছিটকে পড়েছে এবং ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান এসসি ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তাদের সামান্য আশা বাঁচিয়ে রেখেছে। এছাড়া সব দলেরই চারটি করে ম্যাচ বাকি রয়েছে।
দিনের গুরুত্বপূর্ণ ম্যাচে স্থানীয় ফরোয়ার্ড রাকিব হোসেন ম্যাচের পঞ্চম মিনিটে কিংসের হয়ে প্রথম গোল করেন (১-০) এবং ৩৫ মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরা জয়সূচক ব্যবধান দ্বিগুণ করেন (২-০)।
৫০তম মিনিটে সেন্ট ভিনসেন্ট ফরোয়ার্ডে কর্নেলিয়াস স্টুয়ার্ট একমাত্র গোল করে ব্যবধান কমিয়ে আবাহনীকে এগিয়ে দেন (২-১)।
আরও পড়ুন: বিপিএল ফুটবল: শেখ রাসেল কেসিকে ১-০ গোলে হারাল ঢাকা আবাহনী
৭ মাস আগে
বঙ্গবন্ধু টি২০ কাপের শিরোপা খুলনার ঘরে
বঙ্গবন্ধু টি২০ কাপের ফাইনালে শুক্রবার রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৫ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলে নিয়েছে জেমকন খুলনা।
৪ বছর আগে
বঙ্গবন্ধু টি২০ কাপ: শিরোপার দিকে নজর খুলনা ও চট্টগ্রামের
বঙ্গবন্ধু টি২০ কাপের ফাইনালে মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম।
৪ বছর আগে
বিসিবি প্রেসিডেন্ট’স কাপ মাহমুদুল্লার ঘরে
বিসিবি প্রেসিডেন্ট’স কাপের ফাইনালে রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নাজমুল একাদশকে সহজেই হারিয়ে শিরোপা জয় করে নিয়েছে মাহমুদুল্লাহ একাদশ।
৪ বছর আগে