আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
চলতি টুর্নামেন্টের লিগ পর্যায়ে সর্বোচ্চ পয়েন্ট ও রান রেট নিয়ে ফাইনালে আসে চট্টগ্রাম ও খুলনা। আট ম্যাচে চট্টগ্রাম সাত জয় নিয়ে পায় ১৪ পয়েন্ট এবং খুলনার চার জয়ে আসে আট পয়েন্ট।
চট্টগ্রাম প্রথম কোয়ালিফায়ারে খুলনার কাছে হেরে গেলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে বেক্সিমকো ঢাকাকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায়।
আরও পড়ুন: ফাইনালে সাকিবকে পাচ্ছে না জেমকন খুলনা
ফাইনালে মাঠে নামার আগে উভয় দল শিরোপা জয়ের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে।
চট্টগ্রামের কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, খুলনার বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন যা দলের জন্য এক বড় সুবিধা এনে দেবে। সেই সাথে তিনি জানান তার দলের তরুণদেরও খেলার মোড় ঘুরিয়ে দেয়ার যোগ্যতা রয়েছে বলে তিনি বিশ্বাস করেন।
বৃহস্পতিবার মিরপুরে অনুশীলনের সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের অনেক তরুণের সাথে বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন। আমি বিশ্বাস করি ফাইনালে প্রত্যাশিত কিছু দেয়ার সক্ষমতা তাদের রয়েছে। আমাদের দলের বেশির ভাগ খেলোয়াড় তাদের জীবনে খুব বেশি ফাইনাল খেলেননি। সেই সাথে গ্যালারিতে দর্শক থাকছেন না। যা তাদের জন্য স্বস্তির হবে। কারণ তারা বেশি চাপ নিতে অভ্যস্ত নয়।’
আরও পড়ুন: সেই মাশরাফির ক্যারিয়ার সেরা বোলিং
‘গত ১০ খেলায় আমরা কী করেছি তা গুরুত্বপূর্ণ নয়। এটা ফাইনালে আমাদের সাহায্য করবে না। এটা (সফলতা) নির্ভর করবে ফাইনালে আমরা কেমন নৈপুণ্য দেখাতে ও সিদ্ধান্ত নিতে পারি তার ওপর,’ বলেন তিনি।
চট্টগ্রাম বহুলাংশে লিটন দাশ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের ওপর নির্ভরশীল। লিটন নয় ম্যাচে করেছেন ৩৭০ রান। তিনি এখন পর্যন্ত প্রতিযোগিতায় সর্বোচ্চ রান সংগ্রহকারী। সৌম্যও ব্যাট হাতে ভালো করেছেন। তিনি ১০ ম্যাচে পেয়েছেন ২৮০ রান।
বাঁ-হাতি পেসার মোস্তাফিজ নয় ম্যাচে ২১ এবং শরিফুল ১৪ উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: আচরণবিধি ভঙ্গের দায়ে মুশফিককে জরিমানা করল বিসিবি
খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। তার দলে রয়েছে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়ের ভালো মিশ্রণ।
মাহমুদুল্লাহ বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, ‘টুর্নামেন্টে এখন পর্যন্ত আমরা ভালো করেছি। আমরা ভালো ধরনের ক্রিকেট খেলেছি। বিশেষ করে বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের সদস্য খেলোয়াড়দের নৈপুণ্যে আমি মুগ্ধ।’
আরও পড়ুন: ক্ষমা চেয়ে মুশফিক বললেন, ভবিষ্যতে পুনরাবৃত্তি হবে না
মাহমুদুল্লাহ জানান যে দলে মাশরাফি বিন মুর্তজার যুক্ত হওয়া তাদের অভিজ্ঞতা বাড়িয়ে দিয়েছে।
‘তিনি অনেক ফাইনাল খেলেছেন এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চারবার শিরোপা জয়ী হয়েছেন। তাই, তাকে দলে পাওয়া এক বড় বিষয়। আমরা ভাগ্যবান যে তিনি ফাইনালে আমাদের জন্য থাকছেন,’ বলেন মাহমুদুল্লাহ।
তবে, খুলনা তাদের আরেক অভিজ্ঞ খেলোয়াড় সাকিব আল হাসানকে পাচ্ছে না। তিনি পারিবারিক কারণে দল ছেড়ে যুক্তরাষ্ট্র গিয়েছেন।
আরও পড়ুন: মুহূর্তগুলো হয়ত ভুলেই যেতে চাইবেন মুশফিক
ফাইনালে জয়ী দলের সদস্যরা প্রত্যেকে দেড় লাখ এবং রানার্স-আপ দলের সদস্যরা ৭৫ হাজার টাকা করে পাবেন। সেই সাথে প্রতিযোগিতার সেরা ব্যাটসম্যান ও বোলার দুই লাখ করে, সেরা খেলোয়াড় তিন লাখ এবং ফাইনালের সেরা খেলোয়াড় এক লাখ টাকা পুরস্কার পাবেন। সেই সাথে বিশেষ নৈপুণ্য দেখানো চার খেলোয়াড় পাবেন এক লাখ টাকা করে।