লিফট
গাজীপুরে হাসপাতালের লিফটে আটকে রোগীর মৃত্যু
গাজীপুরে হাসপাতালের লিফটে আটকা পড়ে মমতাজ বেগম নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
রবিবার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে এ দুর্ঘটনা ঘটে।
মমতাজ বেগম গাজীপুরের কাপাসিয়া উপজেলা রানীগঞ্জ বাড়িগাও গ্রামের শারফুদ্দিনের স্ত্রী।
আরও পড়ুন: আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ৫০, নিখোঁজ অনেক
জানা যায়, দুদিন ধরে বুকে ব্যথা অনুভব করলে রবিবার সকালে মমতাজকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বেলা ১১টার দিকে হাসপাতালের ১১ তলা থেকে চতুর্থ তলায় ডাক্তার দেখাতে লিফটে করে নামার সময় ৯ তলার মাঝামাঝি গিয়ে হঠাৎ লিফট বন্ধ হয়ে যায়। পরে হাসপাতালের লোকজন ৯৯৯ কল করলে ৪৫ মিনিট পর ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে। কিন্তু এরমধ্যই মমতাজ বেগম মারা যান।
এ বিষয়ে গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, সকালে মমতাজ বেগমকে বুকে ব্যথা অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে মেডিসিন বিভাগ থেকে ৪ তলায় নেওয়ার জন্য লিফটে তোলা হয়। এ সময় লিফটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে দীর্ঘ সময় লিফট আটকে থাকেন। পরে লিফটম্যান ও ফায়ার সার্ভিসের লোক এসে উদ্ধার করেন। লিফটে আটকা সবাই সুস্থ ছিলেন, কিন্তু উনি অসুস্থ থাকায় মারা গেছেন। বিষয়টি তদন্ত করা হবে।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার রুবিনা ইয়াসমিনকে প্রধান করে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন।
এই তদন্ত কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: অন্য গাড়ির পেছনে ধাক্কা দিয়ে ট্রাকচালক নিহত
ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
৭ মাস আগে
বান্দরবানে আটকে থাকা লিফট থেকে কিশোরীর লাশ উদ্ধার
বান্দরবান বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ফ্ল্যাট বাড়ির লিফট থেকে সাবেকুর নাহার (১৩) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।
এছাড়া একই সময় লিফটে আটকে থাকা নুরুল ইসলাম নামে বিশ্ববিদ্যালয়ের একজন দারোয়ানকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩ টায় এ উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।
বান্দরবান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মির্জা এরশাদ বলেন, নিহত সাবেকুর নাহার বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ফ্ল্যাট বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতো। বুধবার থেকে সে নিখোঁজ ছিল বলে গৃহকর্ত্রী সাথী জানায়।
আরও পড়ুন: নেত্রকোণায় ঠিকানা বিহীন গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার!
এদিকে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ওমর ফারুক রুবেল জানান, লিফটটি ফ্ল্যাট বাড়ির বাসিন্দারা ব্যবহার করতেন। বৃহস্পতিবার দুপুরে দারোয়ান লিফট চালু করলে ওপর থেকে এক কিশোরী লিফটের ওপরে পড়ে এবং তৃতীয় তলায় গিয়ে লিফটি আটকে যায়। পরে দারোয়ানের ফোন পেয়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ জানান, দুপুরে লিফটে মানুষ আটকে আছে এমন সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিক ভাবে ফায়ারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে নুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করে। এরপর প্রায় ৪ ঘন্টা চেষ্টার পর দেয়াল কেটে লিফটের ওপর থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়। এসময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযানে যোগ দেয়।
পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. লুৎফুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুন: সিলেটে শয়ন কক্ষ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
নাটোরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
২ বছর আগে
গুজরাটে সাততলা ভবন থেকে লিফট ছিঁড়ে পড়ে নিহত ৮
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে একটি নির্মাণাধীন সাততলা ভবন থেকে লিফট ছিঁড়ে পড়ে ৮ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার রাজ্যের আহমেদাবাদ শহরের মর্যাদাপূর্ণ গুজরাট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
ডেপুটি পুলিশ কমিশনার লাভিনা সিনহা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, প্রাথমিকভাবে জানা যায় যে শ্রমিকদের বহনকারী লিফটটি সাততলা থেকে মাটিতে পড়ে যায় এবং এতে করে আটজন নিহত হয়।
এছাড়া দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
কর্মকর্তা বলেছেন, ভবন নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃক চুক্তিবদ্ধ বেসরকারি সংস্থার পরিচালকদের অবহেলার জন্য মামলা করা হতে পারে।
সারাদেশে নির্মাণ সাইটে কাজ সংক্রান্ত দুর্ঘটনায় প্রতি বছর শত শত শ্রমিক মারা যায়, যেখানে নিরাপত্তা বিধি খুব কমই মানা হয়।
আরও পড়ুন:শেখ হাসিনার নেতৃত্বে ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে যাবে: দোরাইস্বামী
সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ভারতের বিপক্ষে প্রথম জয়, সেমিফাইনালে বাংলাদেশ
২ বছর আগে
মায়ের চিকিৎসায় গিয়েছিলেন হাসপাতালে, লিফটের নিচে মিলল লাশ
মায়ের চিকিৎসা করাতে যশোর শহরের মুজিব সড়ক রেলগেট এলাকার পঙ্গু হাসপাতালে গিয়ে নিখোঁজ ছিলেন মফিজুর রহমান (৬৫)। তিনদিন পর শনিবার হাসপাতালের লিফটের নিচের গ্রাউন্ডফ্লোর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হাসপাতালের ম্যানেজারসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে।
নিহতের গলার নিচে ও বুকের উপরের দিকে উপুর্যপরি কোপানো হয়েছে বলে পুলিশ ও পরিবার সূত্র নিশ্চিত করেছেন।
নিহত মফিজুর রহমান ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ মফিজুর রহমানের মা আছিয়া বেগম পড়ে গেলে তার পা ভেঙে যায়। তাকে চিকিৎসার জন্য যশোর পঙ্গু হাসাপতালে ভর্তি করা হয়। ওই দিন দুপুরে মফিজুর নিখোঁজ হন। এরপর থেকে তাকে আর পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজ মফিজুরের ছেলে সোয়েব উদ্দিন (১৮) ওইদিন (৩১ মার্চ) বৃহস্পতিবার কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এই জিডির সূত্র ধরে মফিজুরের সন্ধানে শনিবার (০২ এপ্রিল) দুপুরে হাসপাতালে তল্লাশিকালে লিফটের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: নিখোঁজ দর্জির লাশ বাবার কবরের পাশে ধানখেত থেকে উদ্ধার, চোখে ক্ষত চিহ্ন
ধারণা করা হচ্ছে, মফিজুরকে হত্যার পর লাশ লিফটের তালা খুলে নিচে ফেলে দেয়া হয়।
যশোর চাঁচড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ আকিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এই ঘটনায় হাসপাতালের ম্যানেজার আতিয়ার রহমান এবং দুই লিফটম্যান জাহিদ গাজী ও আব্দুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এদিকে লাশ উদ্ধারের পর নিহত মফিজুর রহমানের শ্যালকের ছেলে শেখ সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, নিখোঁজের পর থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। ফুপার সন্ধানে কোনো ধরনের সহযোগিতা করেনি। উল্টো বলেছে, নিখোঁজের একদিন আগে থেকে তাদের হাসপাতালের সিসিটিভির হার্ডডিস্ক নষ্ট হয়ে গেছে। হত্যাকাণ্ডের পেছনে হাসপাতাল সংশ্লিষ্টরা জড়িত।
এ বিষয়ে পঙ্গু হাসপাতালের সত্ত্বাধিকারী ডা. আব্দুর রউফ সাংবাদিকদের বলেছেন, ওই ব্যক্তি কীভাবে মারা গেছেন তা ময়নাতদন্তের পর জানা যাবে। পুরো ঘটনাটি প্রশাসনের তদন্তাধীন। তদন্ত শেষ হলে সব কিছু জানা যাবে।
আরও পড়ুন: মাতারবাড়ি চ্যানেলে টাগশীপ ডুবি, চীনা নাগরিকের লাশ উদ্ধার
নিখোঁজের তিনদিন পর নদী থেকে কৃষকের লাশ উদ্ধার
২ বছর আগে
তার ছিঁড়ে লিফটসহ নিচে পড়লেন খসরুসহ বিএনপি নেতারা
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের লিফটের তার ছিঁড়ে সোমবার নিচে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলটির নেতারা।
৫ বছর আগে