এফডিসি
হাতিরঝিলে প্রাইভেটকারে আগুন
নগরীর হাতিরঝিল এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর সূত্র জানায়, সন্ধ্যা সোয়া ৬টার দিকে এফডিসি ক্রসিং সংলগ্ন হাতিরঝিল সড়কে প্রাইভেটকারের ইঞ্জিন থেকে এই আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান সিকদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৭টা ১৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে বলে জানান তিনি।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: খুলনায় আগুনে পুড়ল ১৫ ঘর
গাজীপুরে স্পিনিং মিলের গোডাউনে আগুন
১১৫৭ দিন আগে
জায়েদ খানই সাধারণ সম্পাদক: হাইকোর্ট
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল এবং নায়িকা নিপুণ আক্তারকে বিজয়ী ঘোষণা করে নির্বাচনী আপিল বোর্ডের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এর ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে থাকছেন জায়েদ খানই।
বুধবার এ সংক্রান্ত রুলের শুনানি শেষে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
আদালতে জায়েদ খানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথি। আর নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান।
আরও পড়ুন: চলচ্চিত্র শিল্পী সমিতি: নিপুণ-জায়েদের দ্বন্দ্ব হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ
গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ শেষে পরদিন ভোরে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহিদুল হারুন এফডিসিতে ফলাফল ঘোষণা করেন। তাতে গত দুই মেয়াদে শিল্পী সমিতির সভাপতি থাকা মিশা সওদাগরকে ৪৩ ভোটে হারিয়ে সভাপতি হন ইলিয়াস কাঞ্চন। আর সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হারেন ইলিয়াস কাঞ্চনের প্যানেলের প্রার্থী নিপুণ আক্তার।
তবে অর্থ দিয়ে ভোট কেনার অভিযোগ এনে নির্বাচনী আপিল বোর্ডে জায়েদ খান ও কার্যকরী পরিষদের সদস্য চুন্নুর পদ বাতিলের আবেদন করেন নিপুণ। সে আবেদনে বিষয়ে নির্বাচনী আপিল বোর্ডকে সিদ্ধান্ত নিতে সমাজসেবা অধিদপ্তর চিঠি দেয়। এরপর জায়েদ খান ও চুন্নুর বিষয়ে বৈঠকে বসে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী আপিল বোর্ড। বৈঠকে শেষে বোর্ডের প্রধান ও চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান জায়েদের প্রার্থিতা বাতিল বলে সাধারণ সম্পাদক পদে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন। এই ঘোষণার পরদিন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ পরিষদের বিজয়ীরা শপথ নেন।
তবে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা এবং নিজের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন চিত্রনায়ক জায়েদ খান। সে রিটের শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী আপিল বোর্ড কর্তৃক জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে। একই সঙ্গে জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুণকে বিজয়ী ঘোষণার আপিল বোর্ডের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে রুল জারি করা হয়। এছাড়া নিপুণের অভিযোগের বিষয়ে নির্বাচনী আপিল বোর্ডকে সিদ্ধান্ত নিতে সমাজসেবা অধিদপ্তরের চিঠির কার্যকারিতাও স্থগিত করা হয়।
তবে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে নিপুণ। সে আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ এ বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্টকেই তাদের জারি করা রুলটি নিষ্পত্তির নির্দেশ দেন। তবে হাইকোর্টে রুল নিস্পত্তির আগ পর্যন্ত চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেন দেশের সর্বোচ্চ আদালত।
আরও পড়ুন: চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি ইলিয়াস কাঞ্চন, সম্পাদক জায়েদ খান
১১৫৮ দিন আগে
এফডিসিতে এমডির কুশপুত্তলিকা দাহ করল চলচ্চিত্রের ১৭ সংগঠন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এফডিসিতে চলচ্চিত্রের ১৭ সংগঠনের সদস্যদের প্রবেশ করতে না দেয়ার অভিযোগে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমিনের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। রবিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার পর এই কর্মসূচি পালন করেন ১৭ সংগঠনের নেতা-কর্মীরা।
এর আগে সকাল ৯টা থেকে আন্দোলন শুরু করে ১৭ সংগঠন। সেখানে পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘বর্তমান এমডিকে নিয়ে আমরা কাজ করতে চাই না। সরকার চাইলেও তিনি থাকতে পারবেন না। প্রয়োজন আমরা রাস্তায় শুয়ে থাকব’।
শিল্পী সমিতির নির্বাচন প্রসঙ্গ টেনে এই পরিচালক আরও বলেন, ‘এবারের নির্বাচনে এমডি একটি প্যানেলের সাপোর্টে কাজ করেছেন। যার কারণে তিনি চাননি আমরা ভেতরে থাকি। যেটি সবার জন্য অপমানজনক। তাই এফডিসিতে এমডি থাকতে পারবেন না। আর তিনি থাকলে আমরা কেউ থাকব না।’
আরও পড়ুন: আমি কোনো অন্যায় করিনি: এফডিসির এমডি
সংগঠনগুলোর পক্ষ থেকে আরও দুই দফা দাবি জানানো হয়েছে। প্রথমত, এবারের নির্বাচনের প্রধান কমিশনার পীরজাদা শহীদুল হারুণকে অবাঞ্চিত ঘোষণা। দ্বিতীয়ত, শিল্পী সমিতির নির্বাচন আর এফডিসিতে হতে পারবে না।
আন্দোলনে পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আদেশ অমান্য করে এমডি আমাদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন। তিনি আমাদের অপমান করেছেন। এই এমডি চলচ্চিত্রবান্ধব নয়। আমরা তার অপসারণ চাই। তার কাছে আমরা যখন কোনো বিষয় নিয়ে আলোচনায় গিয়েছি তিনি ফিরিয়ে দিয়েছেন। তাকে এবার গেটের বাইরে পাঠাব।’
পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘এফডিসির গুরুত্বপূর্ণ সংগঠনগুলোর মধ্যে পরিচালক ও প্রযোজক সমিতি। প্রযোজকরা টাকা লগ্নি করে বলে আমরা সিনেমা বানাই। আর এতে এফডিসি চলে। সেই আমাদেরই প্রবেশ করতে না দিয়ে অপমান করা হলো। বর্তমান এমডির সব কাজ চলচ্চিত্র বিরোধী। এবারের নির্বাচনে সবার প্রবেশ নিয়ে তার সঙ্গে আমরা বসতে চেয়েছিলাম। কিন্তু তিনি আমাদের কোনো কথাই শোনেননি।’
প্রযোজক ইকবাল বলেন, ‘বর্তমান এমডি প্রায় ৭ বছর ধরে দায়িত্ব নিয়েছেন। এ সময়ে শুটিং স্পটের ভাড়া বেড়েছে। যন্ত্রপাতির ভাড়া বেড়েছে। এত টাকায় আমরা কিছুই নিতে পারি না। শুটিংয়ের জন্য একটি সূতা লাগলে সেটাও বাইরে থেকে আনতে হয়। আপনি আমাদের জন্য এই কয়েক বছরে কিছুই করেননি। শুধু অপমান করেছেন।’
আরও পড়ুন: এফডিসির এমডির পদত্যাগের দাবি পরিচালক সমিতিসহ ১৭ সংগঠনের
১১৮৯ দিন আগে
আমি কোনো অন্যায় করিনি: এফডিসির এমডি
নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এফডিসির ব্যবস্থাপনার পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমিন।
তিনি বলেন, ‘আমার তরফ থেকে কোনো অন্যায় করিনি। যারা আমার বিরুদ্ধে অভিযোগ করছেন তারা যদি কথা বলতে চায়, আমি রাজি আছি। কিন্তু তারা যেই অভিযোগ করছেন সেগুলো আমার বিরুদ্ধে আসে না।’
রবিবার এফডিসিতে এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: এফডিসির এমডির পদত্যাগের দাবি পরিচালক সমিতিসহ ১৭ সংগঠনের
শনিবার ১৭ সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন। সম্মেলনে বলা হয়েছে, এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনকে এফডিসিতে ঢুকতে দেয়া হবে না।
১৭ সংগঠনের সদস্যরা এ সকল উদ্দেশ্যে রবিবার এফডিসির মূল ফটকে অবস্থান করেন। তবে তাদের আন্দোলন শুরুর আগেই এফডিসিতে প্রবেশ করেন এমডি নুজহাত ইয়াসমিন।
এ বছর নির্বাচনে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মতায়ন নিয়েও অনেক অভিযোগ রয়েছে। এবারের নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুণ গণমাধ্যমে জানিয়েছিলেন এমডির অনুমতিতেই সব হচ্ছে। কিন্তু বিষয়টি সংবাদ সম্মেলনে অস্বীকার করে তিনি বলেন, ‘প্রশাসন কীভাবে কাজ করবে সেটি তাদের দাযিত্ব ছিল। আর কর্তৃপক্ষ থেকে যেই অনুমতি দেয়া হয়েছে তারও একটা লিখিত কপি তার কাছে রয়েছে।’
উল্লেখ্য, এবারের চলচ্চিত্র সমিতির নির্বাচনে এফডিসিতে প্রবেশ করতে দেয়া হয়নি ১৭ সংগঠনের সদস্যদের। এ নিয়ে এফডিসি প্রাঙ্গণে উত্তাল পরিবেশ তৈরি হয়েছে।
আরও পড়ুন: চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি ইলিয়াস কাঞ্চন, সম্পাদক জায়েদ খান
১১৮৯ দিন আগে
এফডিসির এমডির পদত্যাগের দাবি পরিচালক সমিতিসহ ১৭ সংগঠনের
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের দ্বি-বার্ষিকী নির্বাচন চলাকালীন পরিচালক সমিতিসহ এফডিসির ১৭ সংগঠনের সদস্যদের প্রবেশে বাধা দেয়ায় শনিবার এফডিসি প্রাঙ্গণে সকল সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করেছে চলচ্চিত্র পরিচালক সমিতি।
সংবাদ সম্মেলনে সবার পক্ষ থেকে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান এফডিসির এমডির পদত্যাগ দাবি করেন।
সোহানুর রহমান সোহান বলেন, ‘গতকাল শিল্পী সমিতির নির্বাচনের সময় পরিচালকদের বাইরে থাকতে হয়েছে। আমাদের লাঞ্ছিত করা হয়েছে। এর প্রতিবাদস্বরূপ পরিচালক সমিতির সিদ্ধান্ত শিল্পী সমিতিকে পরবর্তীতে এফডিসিতে নির্বাচন করতে আমরা দেব না।’
আরও পড়ুন: চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি ইলিয়াস কাঞ্চন, সম্পাদক জায়েদ খান
গতকালের ঘটনায় এফডিসি কর্তৃপক্ষ ও নির্বাচন কমিশনে অভিযোগ জানায় পরিচালক সমিতি। কিন্তু কোনো ধরনের পদক্ষেপ নেয়া হয়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তাই এফডিসির বর্তমান এমডির পদত্যাগ চায় পরিচালক সমিতি। তাদের দাবি, এমডিকে অপসারণ না করা হলে, কোনো কার্যক্রম হতে দেবে না তারা।
সোহানুর রহমান সোহান বলেন, ‘আগামীকাল এফডিসিতে শুটিং রয়েছে। এরপরই সকল কার্যক্রম বন্ধ হয়ে যাবে। আমরা যতগুলো সংগঠন পারি এফডিসির গেটের সামনে শুয়ে থেকে এমডির প্রবেশ ঠেকাব। তাকে যদি প্রবেশ করতেই হয়, আমাদের লাশের ওপর দিয়ে করতে হবে।’
সংবাদ সম্মেলনে এবারের শিল্পী সমিতির নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনের বিরুদ্ধেও অভিযোগ করেন সোহানুর রহমান সোহান। তাকেও এফডিসি থেকে অবঞ্চিত ঘোষণা দেয়া হয়। সোহান বলেন,‘ পরীজাদা শহীদুল হারুণ প্রশাসনকে বুঝিয়েছেন আমরা থাকলে তিনি ভালোভাবে নির্বাচন করতে পারবেন না। আমরা সকল সংগঠন সিদ্ধান্ত নিয়েছি, পরীজাদা আমাদের সিনেমায় আর অভিনয় করতে পারবেন না।’
আরও পড়ুন: অভিনয় শিল্পী সংঘের সভাপতি নাসিম, সম্পাদক রওনক
১১৯০ দিন আগে
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে জমে উঠেছে এফডিসি প্রাঙ্গণ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিকী নির্বাচন নিয়ে এখন এফডিসিতে উৎসবমুখর পরিবেশ। এবারের নির্বাচনে অংশ নিয়েছে ইলিয়াস কাঞ্চন—নিপুণ ও মিশা—জায়েদ প্যানেল। এবার দুই প্যানেলে যোগ দিয়েছেন অনেক নতুন তারকা। যাদের উপস্থিতিতে এবারের আসন্ন নির্বাচন নিয়ে সবার মধ্যে আরও জমে উঠেছে।
সভাপতি পদে প্রার্থী হয়েছেন ইলিয়াস কাঞ্চন। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে লড়ছেন নিপুণ। এই প্যানেলের সহসভাপতি চিত্রনায়ক রিয়াজ আহমেদ ও ডি.এ তায়েব, সহ সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক অভিনেত্রী শাহনূর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক নিরব হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক অভিনেতা আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন করবেন অভিনেতা আজাদ খান।
কার্যকরী পরিষদের সদস্য পদে প্রার্থীরা হলেন-অমিত হাসান, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়ক শাকিল খান, অভিনেতা নানা শাহ, কমেডিয়ান আফজাল শরীফ, খল অভিনেতা সাংকো পাঞ্জা, অভিনেত্রী জেসমীন, চিত্রনায়িকা কেয়া, পরীমনি, খল অভিনেতা গাঙ্গুয়া ও সীমান্ত।
আরও পড়ুন: চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২৮ জানুয়ারি
অন্যদিকে মিশা সওদাগর আবারও সভাপতি পদে নির্বাচন করবেন। জায়েদ খান বিগত বারের মতো রয়েছে সাধারণ সম্পাদক পদে। প্যানেলের সহ সভাপতি মনোয়ার হোসেন ডিপজল ও রুবেল, সহ—সাধারণ সম্পাদক সুব্রত, সাংগঠনিক সম্পাদক আলেকজান্ডার বো, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক জেকে আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ পদে নির্বাচন করবেন ফরহাদ।
কার্যকরী পরিষদের সদস্য পদে প্রার্থী হচ্ছেন রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুনা বিশ্বাস, মৌসুমী, আসিফ ইকবাল, বাপ্পারাজ, আলীরাজ, নাদের খান ও হাসান জাহাঙ্গীর।
উল্লেখ্য, এফডিসি প্রাঙ্গণে আগামী ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ইন্ডাস্ট্রিকে কর্মমুখর করে গড়ে তুলতে চাই: ইলিয়াস কাঞ্চন
১২০২ দিন আগে
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২৮ জানুয়ারি
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে এফডিসি প্রাঙ্গণ। শিল্পী সমিতির বর্তমান কমিটি সূত্রে জানা যায়, ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন।
নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। তার সঙ্গে আরও থাকবেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী।
সোহানুর রহমান সোহান থাকবেন আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে। তার সঙ্গে সদস্য হিসেবে থাকবেন মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।
আরও পড়ুন: গুঞ্জন সত্যি করে বিয়ে করলেন বিদ্যা সিনহা মিম
এবারের নির্বাচনে সভাপতি পদে লড়বেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে রয়েছেন অভিনেত্রী নিপুণ। গত বছর নতুন এই প্যানেল ঘোষণার পর থেকে বেশ আলোচনায় রয়েছেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘চলচ্চিত্রের জন্য সবসময় কিছু করতে চাই। যখন আমার কাছে নির্বাচনের প্রস্তাব এলো, তাদের চিন্তা আমার পছন্দ হয়েছে। আমি বিশ্বাস করি সবাই এক হয়ে কাজ করলে ভালো কিছু করা সম্ভব।’
এবারও সভাপতি পদে নির্বাচন করবেন মিশা সওদাগর। তার প্যানেলে সাধারণ সম্পাদক জায়েদ খান।
আরও পড়ুন: মুক্তি পাচ্ছে মনোজ প্রামাণিকের ‘একজন তেলাপোকা’
মিশা সওদাগর বলেন, ‘৭ জানুয়ারি তফসিল ঘোষণা হবে। এরপরই নির্বাচন বিষয়ে বিস্তারিত জানাব। সবার অংশগ্রহণে আমরা সুন্দর একটি নির্বাচন করতে পারব সেই আশা রাখি।’
বাংলাদেশ শিল্পী সমিতির দ্বিবার্ষিকী মেয়াদ শেষ হয়েছে ২০২১ সালের ৩০ অক্টোবর। সমিতির গঠনতন্ত্র ৮ অনুচ্ছেদের (চ) অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচনের বিষয় উল্লেখ রয়েছে। সেই অনুযায়ী তফসিল ঘোষণা করা হবে।
১২১৪ দিন আগে
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে রাজধানীতে শনিবার উনবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (ডিআইএফএফ) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
১৫৬৮ দিন আগে
ঈদের ধামাকা হাতছাড়া হতে যাচ্ছে চলচ্চিত্র শিল্পের
কোভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট বৈশ্বিক সংকট ইতোমধ্যে বিনোদন শিল্পসহ বিশ্বের প্রায় সব কর্মসংস্থান খাতের ওপর প্রভাব ফেলেছে। যেকোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে প্রায় সব শিল্পের জন্য ঈদকে ঘিরে সবচেয়ে বেশি মুনাফা করার পরিকল্পনা থাকে। আর বিনোদন বিশেষত চলচ্চিত্র জগতে এ ধারা আরও বেশি স্পষ্ট হয়ে থাকে।
১৮২০ দিন আগে
বাংলা চলচ্চিত্র দিয়ে বিশ্ববাজার দখলে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলা চলচ্চিত্র দিয়ে বিশ্ববাজার দখল করতে কাজ করে যাচ্ছে সরকার।
১৯৯১ দিন আগে