বগি
ফেনীতে ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত
ফেনীর রেলস্টেশনে ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ফেনীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বিঘ্ন ঘটে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে ফেনী রেল স্টেশনের ৩ নম্বর লাইনে এ ঘটনা ঘটে। তবে, বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ফেনীর রেলস্টেশন মাস্টার হারুন উর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: গাজীপুরে ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত, নিহত ১
রেলওয়ে পুলিশের ফেনী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানায়, ঢাকা চট্টগ্রাম রেল লাইনের চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখি সাগরিকা এক্সপ্রেস এর একটি ‘গ’ বগি লাইনচ্যুত হয়েছে।
ফেনী স্টেশন মাস্টার মো. হারুন মজুমদার জানান, চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখি সাগরিকা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল কিছুটা বিঘ্ন ঘটলেও এখন স্বাভাবিক হয়েছে।
এছাড়া ওই রেলের ক্ষতিগ্রস্ত বগি রেখে বাকি সাতটি বগি নিয়ে চট্টগ্রাম রওনা হয়েছে, বাকি দুইটি বগি মেরামত হলে পাঠানো হবে বলেও জানান স্টেশন মাস্টার।
আরও পড়ুন: সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
হবিগঞ্জে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
১০ মাস আগে
গাজীপুরে ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত, নিহত ১
গাজীপুরের বনখড়িয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে একজন যাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছেন। বন্ধ রয়েছে ট্রেন চলাচল।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘দুর্ঘটনায় কবলিত ট্রেনটির ৭টি বগি লাইনচ্যুত হয়। এতে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। লাইনচ্যুত হওয়া বগিগুলো উদ্ধারে তৎপরতা চলছে।’
আরও পড়ুন: রংপুরে ট্রেন লাইনচ্যুত, ১১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
১ বছর আগে
হবিগঞ্জে তেলবাহী ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত
হবিগঞ্জে তেলবাহী ট্রেনের দু’টি বগির লাইনচ্যুতির ঘটনা ঘটেছে।
বুধবার (২২ নভেম্বর) রাত প্রায় ৮টার দিকে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রাউতগাঁও এলাকায় সিলেটগামী তেলবাহী ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের মাস্টার আবুল খায়ের চৌধুরী ও পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মীর সাব্বির আলী এ তথ্য নিশ্চিত করে জানান, লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য রিলিফ ট্রেন আখাউড়া থেকে আনা হচ্ছে। ঘটনাস্থলে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে ট্রেন লাইনচ্যুতির খবরে যাত্রীদের মাঝে অস্বস্তি দেখা দিয়েছে। বিভিন্ন স্টেশনে ট্রেনের অপেক্ষামান যাত্রীরা নানাভাবে ট্রেনের খবর সংগ্রহ করছেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত: তদন্ত কমিটি গঠন
নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের ট্রেন লাইনচ্যুতির চেষ্টা নস্যাৎ করল পুলিশ
১ বছর আগে
জামালপুরে ট্রেনের বগি পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা
জামালপুরের সরিষাবাড়ী রেলস্টেশনের কাছে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে।
জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন থেকে তারাকান্দিগামী আন্তঃনগর ট্রেনটি ছেড়ে যাওয়ার পর শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১টা ১২ মিনিটের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ট্রেনের ৩টি বগিতে (ক, খ ও গ) আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন: পুরান ঢাকায় ককটেল নিক্ষেপে সিএনজিচালিত অটোরিকশায় আগুন
এ সময় বগি থেকে নামতে গিয়ে কমপক্ষে ৪-৫ জন যাত্রী আহত হন।
এদের মধ্যে এক নারীসহ অন্তত ২ জন বর্তমানে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
আজ সকাল ৭টার দিকে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার আব্দুস সালাম বাদী হয়ে জামালপুর রেলওয়ে থানায় মামলাটি করেন।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলজার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: নাটোরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন
বিএনপি-জামায়াতের হরতাল: সারা দেশে র্যাবের ৪৬০ টহল দল মোতায়েন
১ বছর আগে
ভৈরবে ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় বগি লাইনচ্যুত
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেন চলাচল বন্ধে বিপাকে পড়েছে হাজারো যাত্রী।
রবিবার (২৭ আগস্ট) ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারো সিন্ধুর (প্রভাতী) ট্রেন ভৈরব রেলজংশনে পৌঁছালে সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে খুলনার যোগাযোগ বিচ্ছিন্ন
রেলজংশন ও স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব জংশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনটি সকাল ৯টার দিকে ভৈরব রেল জংশনে এসে পৌঁছায়। পরে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য ইঞ্জিন ঘোরানোর সময় হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়।
ভৈরব রেলস্টেশন মাস্টার মো. ইউসুফ মিয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় একটি বগি লাইনচ্যুত হয়।
ইঞ্জিনটি উদ্ধারে কাজ চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের ৭ বগি লাইনচ্যুত, আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ
ভৈরবে এগারোসিন্ধুর ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় বগি লাইনচ্যুত, আহত ১৫
১ বছর আগে
ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের ৭ বগি লাইনচ্যুত, আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী আসা মালবাহী কন্টেইনার ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকাগামী সিলেট ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরতলীর দাড়িয়াপুর রেলগেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি ঢাকা যাওয়ার পথে শহরতলীর দাড়িয়াপুর নামক স্থানে ট্রেনটির ৭টি বগি লাইনচ্যুত হয়।
তিনি বলেন, অত্যধিক গরমে লাইন বেঁকে যাওয়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার কারণে রেললাইন ও স্লিপারেরও ব্যাপক ক্ষতি হয়।
তিনি আরও বলেন, বর্তমানেএতে করে চট্টগ্রাম ও সিলেটের সাথে ঢাকা অভিমুখী (আপ লাইনে) ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেট অভিমুখী (ডাউন লাইনে) ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে ঘটনাস্থলে পৌঁছেছে। এখনো উদ্ধার কাজ শুরু হয়নি।
আরও পড়ুন: চট্টগ্রামে রেলের বগি লাইনচ্যুত: ২৩ ঘন্টায়ও উদ্ধার হয়নি, তেল ছড়িয়ে পড়েছে আশেপাশের কৃষিজমিতে
ভৈরবে এগারোসিন্ধুর ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় বগি লাইনচ্যুত, আহত ১৫
খুলনায় বগী লাইনচ্যুত, ২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
১ বছর আগে
গাজীপুরে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
গাজীপুরের টঙ্গী রেলস্টেশন এলাকায় আউটার সিগন্যালে তেলবাহী ট্রেনের দুটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে। তবে বিকল্প রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রবিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
টঙ্গী রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আব্দুর রাকিব জানান, আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তেলবাহী ট্রেনটি রবিবার দুপুর আড়াইটার দিকে টঙ্গী স্টেশনে প্রবেশ করে। ট্রেনটি ৪ নম্বর লাইন থেকে ৫ নম্বর লাইনে প্রবেশের সময় এর মাঝখানের দুটি বগির চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে সিলেট-চট্টগ্রাম রুটের ট্রেন চলাচল ব্যাহত হলেও অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করলে ক্ষতিগ্রস্ত বগি উদ্ধার করা সম্ভব হবে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: ট্রেন লাইনচ্যুত: ঢাকা ও উত্তরাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ বন্ধ
লাইনচ্যুত: ৭ ঘন্টা পর ঢাকা-সিলেট ট্রেন চলাচল শুরু
২ বছর আগে
চট্টগ্রামে উল্টে গেলে মালবাহী ট্রেনের বগি
চট্টগ্রাম বন্দর থেকে যাওয়ার পথে পণ্যবাহী কন্টেইনারসহ একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও মালবাহী ওই ট্রেনের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার বিকাল ৪টা ২৫ মিনিটে নগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পূর্বাঞ্চলের কন্ট্রোল অফিস জানায়, চট্টগ্রাম বন্দর থেকে মালামাল ভর্তি করে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডের (সিজিপিওয়াই) দিকে যাচ্ছিল ওই মালবাহী ট্রেনটি। ১৫ বগির ওই ট্রেন সল্টগোলা ক্রসিং এলাকায় আসলে ১১ নম্বর বগিটি উল্টে যায়। ট্রেনটি সিজিপিওয়াই থেকে রাত ৮টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনসার আলী বলেন, কন্টেইনারবাহী বগি উল্টে যাওয়ার খবর পেয়ে ‘উদ্ধার ট্রেনকে কল করা হয়েছে। তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় বাবা-মেয়ে-নাতি নিহত
২ বছর আগে
ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল ‘লালমনি এক্সপ্রেস’
‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনের সহস্রাধিক যাত্রী রবিবার ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে।
৪ বছর আগে
ময়মনসিংহের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক
ভৈরব উপজেলায় একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে তিন ঘণ্টা পর বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
৫ বছর আগে