জামালপুরের সরিষাবাড়ী রেলস্টেশনের কাছে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে।
জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন থেকে তারাকান্দিগামী আন্তঃনগর ট্রেনটি ছেড়ে যাওয়ার পর শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১টা ১২ মিনিটের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ট্রেনের ৩টি বগিতে (ক, খ ও গ) আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন: পুরান ঢাকায় ককটেল নিক্ষেপে সিএনজিচালিত অটোরিকশায় আগুন
এ সময় বগি থেকে নামতে গিয়ে কমপক্ষে ৪-৫ জন যাত্রী আহত হন।
এদের মধ্যে এক নারীসহ অন্তত ২ জন বর্তমানে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
আজ সকাল ৭টার দিকে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার আব্দুস সালাম বাদী হয়ে জামালপুর রেলওয়ে থানায় মামলাটি করেন।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলজার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: নাটোরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন
বিএনপি-জামায়াতের হরতাল: সারা দেশে র্যাবের ৪৬০ টহল দল মোতায়েন