রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ চার অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গ্রেপ্তাররা হলেন- মো. হোসেন, লাল তন পাংখোয়া, মো. আলী আকবর ও মো. আদিলুর রহমান সুজন।
সোমবার (০১ নভেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেল ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও সিটিটিসি প্রধান মোঃ আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার ৩৩/১ জনপথ মোড়, সায়েদাবাদ বাসস্ট্যান্ড শ্যামলী ০৬ নং বাস কাউন্টারের সামনে অবৈধ অস্ত্র-গুলি কেনা-বেচার উদ্দেশে অবস্থান করার সময় রবিবার সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ৩০১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তার হোসেন ও লাল তন পাংখোয়া ঢাকার অস্ত্র ব্যবসায়ী স্বপনসহ অন্যান্যদের থেকে অস্ত্র-গুলি কিনে আকবর ও আদিলুরের মাধ্যমে কক্সবাজার এলাকার বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে সরবরাহ করতো।
গ্রেপ্তার লাল তন পাংখোয়া রাঙামাটি বরকল সীমান্ত দিয়ে ভারতের মিজোরাম থেকে চোরাচালানের মাধ্যমে অস্ত্র-গুলি নিয়ে এসে বাংলাদেশের পার্বত্য অঞ্চলসহ ঢাকা ও কক্সবাজার এলাকায় সেগুলো বিক্রি করতো। বিভিন্ন সময় অবৈধ অস্ত্র-গুলি কেনা-বেচা করার উদ্দেশে হোসেনের সঙ্গে দেশের বিভিন্ন স্থানে তার যাতায়াত ছিল।
তিনি বলেন, এছাড়া গ্রেপ্তার আকবর ও আদিলুর রহমান সুজন হোসেনের ঘনিষ্ঠ সহযোগী। তারা দীর্ঘদিন যাবৎ হোসেনের কাছে থেকে অবৈধ অস্ত্র-গুলি কিনে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠি ও ব্যক্তির কাছে বিক্রি করতো।
গ্রেপ্তারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
আরও পড়ুন: কক্সবাজারে দেশিয় বন্দুকসহ ৩ ‘অস্ত্র ব্যবসায়ী’ আটক