প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়া স্বচ্ছ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে এ বিষয়ে বিদেশ যেতে ইচ্ছুক শ্রমিকদের মাঝে সচেতনতা বাড়াতে ব্যাপক প্রচারের নির্দেশ দেন তিনি।
এছাড়া বিদেশে যাওয়ার জন্য জমি বিক্রি না করে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেয়ার জন্য বিদেশ যেতে ইচ্ছুক শ্রমিকদের উৎসাহিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।
সোমবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে মন্ত্রিসভার এক ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্বকালে এসব নির্দেশনা দেন। সভায় সংশ্লিষ্ট অন্যরা সচিবালয় থেকে যুক্ত ছিলেন।
সভাশেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য প্রক্রিয়া ভেরি প্রিসাইজ ও ট্রান্সপারেন্ট করে দিতে বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নামে সড়ক হবে চট্টগ্রামে
তিনি বলেন, ‘যারা বিদেশ যেতে ইচ্ছুক তাদেরকে প্রকৃত কর্তৃপক্ষ, কত টাকা খরচ হবে, টাকার প্রয়োজন হলে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেয়া যাবে- এসব বিষয়ে অবহিত করতে গণমাধ্যমে ব্যাপক প্রচার চালানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। চাকরির নিশ্চয়তা পত্র ছাড়া ব্যাংক ঋণ দেয় না। তাই তারা নিরাপদ থাকবেন...। প্রতারিত হবেন না।’
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে ১০০টি শিল্প পার্ক নির্মিত হচ্ছে। এসব জায়গায় কয়েক হাজার শ্রমিকের প্রয়োজন হবে। এ বিষয়টিও যেন প্রচার করা হয় সে ব্যাপারেও সভায় কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশে ভালো বেতনে চাকরি পেতে চাকরিপ্রার্থীদের তাদের সক্ষমতা বাড়াতে এবং শিল্প পার্কের চাহিদা জেনে প্রশিক্ষণ নেয়ার জন্য বলা যেতে পারে।
আরও পড়ুন: লবিস্ট নিয়োগে খরচ করা প্রতি পয়সার হিসাব দিতে হবে বিএনপিকে: প্রধানমন্ত্রী
২ বছর আগে
মরিশাসে কাজে গিয়ে ধর্ষণের শিকার, ন্যায়বিচার চান নারী
পূর্ব আফ্রিকার দেশ মরিশাসে কাজের জন্য গিয়ে মালিকের ধর্ষণের শিকার হয়েছেন এক বাংলাদেশি নারী। এই ঘটনায় শনিবার বিকালে তিনি রামপুরা থানায় মানবপাচার এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক ধারায় একটা মামলা করেছেন।
এর আগে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে সাহায্য চেয়েছে। মন্ত্রণালয় তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে। তবে ওই নারীর অভিযোগ, আসামিরা তাকে নানাভাবে চাপ দিচ্ছে। তিনি ন্যায়বিচার চান।
মামলা সূত্রে এবং ওই নারীর অভিযোগ থেকে জানা গেছে, ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি মরিশাস পৌঁছানোর পর কোম্পানির গাড়িতে করে বিমানবন্দর থেকে তাকে ফায়ার মাউন্ট কোম্পানিতে নিয়ে যাওয়া হয়। এরপর ফায়ার মাউন্ট টেক্সটাইল কোম্পানিতে হেলপার হিসেবে কাজ শুরু করেন তিনি। তবে ঠিকমত বেতন দেয়া হতো না।
আরও পড়ুন: পান দিতে গিয়ে ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী
মরিশাসে অবস্থানরত ওই ফায়ার মাউন্ট টেক্সটাইলের কর্মীদের ক্যান্টিন পরিচালনা করেন বাংলাদেশি মোহাম্মদ শাহ আলম (৪৩) যার বাড়ি ফেনী। এই শাহ আলম এবং তার সহযোগী ফুরকান, সিদ্দিক ও আসলাম একদিন তাকে বলেন, কোম্পানির মালিক তোমাকে পছন্দ করে। তুমি যদি তার সাথে থাকতে পারো তাহলে তোমার অনেক ভালো হবে। আসলামের এমন প্রস্তাবে তিনি রাজি হন নি। এরপর শাহ আলম বিভিন্ন সময় তাকে আবার ভয়ভীতিও দেখায়। একদিন শাহ আলম বলেন, কোম্পানির মালিক তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে তাই তোমাকে মালিকের কাছে যেতে হবে। এই বলে তাকে ফায়ার মাউন্ট টেক্সটাইলের মালিক অনিল কলির বাসায় নিয়ে যায়। এরপর মালিকের রুমে তাকে রেখে বাইরে চলে যান। আর সেইদিনই ফায়ার মাউন্ট টেক্সটাইলের মালিক অনিল কলি তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।
ভুক্তভোগী নারীর অভিযোগ, এরপর ভিডিও ধারণ করা আছে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিখিয়ে শাহ আলম ও কোম্পানির মালিক অনিল কলি প্রতিনিয়ত ধর্ষণ করতেন তাকে। একদিন শাহ আলম প্রস্তাব দেন মালিকের বন্ধুর সাথে রাত কাটাতে। এই প্রস্তাবে রাজি না হলে আবার নির্যাতন করেন।
তার অভিযোগ, এক পর্যায়ে তিনি অন্তঃসত্বা হয়ে পড়লে মরিশাসের একটি হাসপাতালে নিয়ে গিয়ে বাচ্চা নষ্ট করে ফেলেন। এরপর তাকে দেশে ফেরত পাঠানোর শর্ত দিয়ে বলেন, মেয়েটির বাবাকে মরিশাসে আনা হবে।
আরও পড়ুন: ডাকাতির সময় নারীকে ধর্ষণ, শিশু হত্যার অভিযোগ
এই নারী জানান, এর আগে তার বাবাই বিদেশে কাজের জন্য রিক্রুটিং এজেন্সি মেসার্স গোলাম রাব্বি ইন্টারন্যাশনালে (আর.এল-১০৭৮) গেলে ওই রিক্রুটিং এজেন্সির লোকজন বলে বয়স বেশির কারণে আপনি বিদেশ যেতে পারবেন না। সেক্ষেত্রে আপনার মেয়েকে মরিশাস পাঠান। এরপর বেতন ২৮ হাজার টাকার কথা বলে আরেকটি রিক্রুটিং এজেন্সি মেসার্স এম আক্তার এন্ড সন্স এর মাধ্যমে তাকে মরিশাসে আনা হয়। এখন তিনি কোন অভিযোগ করবেন না এমন শর্তে ফের গতবছরের নভেম্বরে তার বাবাকে ওই কোম্পানিতে আনা হয় এবং তাকে দেশে পাঠানোর কথা বলা হয়। তার বাবা সেখানে পৌঁছানোর পর বাবাকে তাদের হেফাজতে নিয়ে মোহাম্মদ শাহ আলম তাকে বিমানবন্দরে নিয়ে গিয়ে গত ২৮ ডিসেম্বর ২০২০ সালে অসুস্থ অবস্থায় দেশে ফেরত পাঠিয়ে দেন। এখন দেশে অভিযোগ করার পর তার বাবাকেও নজরদারি করাসহ ও মানসিকভাবে নানান নির্যাতন করা হচ্ছে।
ওই নারী জানান, দেশে ফেরার ঠিক তিন দিনের মাথার রাতের আধারে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু তার বোন দেখে সেটি ঠেকান। এরপর বড় বোনকে সব বিস্তারিত জানান। এরপর তারা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সঙ্গে যোগাযোগ করলে ব্র্যাকের পক্ষ থেকে তাকে চিকিৎসাসহ কাউসেলিং সহায়তা করা হয়।
ওই নারীর দাবি, ওই কোম্পানিতে ৬০০ এরও বেশি বাংলাদেশি নারী কাজ করেন। এদের মধ্যে পছন্দের নারীদের টার্গেট করে পতিতাবৃত্তিতে বাধ্য করেন মোহাম্মদ শাহ আলম, ফুরকান, সিদ্দিক ও আসলাম। ফায়ার মাউন্ট টেক্সটাইলের মালিক অনিল কোহলি প্রায়ই নারীদের নিপীড়ন করেন।
বাংলাদেশের বেসরকারি একটি টেলিভিশনে এই খবর প্রকাশের পর মরিশাসের কয়কেটি গণমাধ্যমও সংবাদটি প্রকাশ করে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি উঠে। এরপর অভিযুক্তরা নানাভাবে সমঝোতার প্রস্তাব দিচ্ছে ভুক্তভগী নারীকে।
আরও পড়ুন: ৯৯৯ এ কল : শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা আটক
ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান বলেন, ভুক্তভোগী এই নারী যে বর্ণনা দিয়েছেন সেটি ভয়াবহ। বিদেশে কাজের কথা বলে কাউকে যৌন নিপীড়ন করা বা পতিতাবৃত্তিতে বাধ্য করোনো মানবপাচারের মধ্যে পড়ে। মরিশাস এবং বাংলাদেশ সরকারের উচিত যৌথভাবে এই ঘটনার তদন্ত করা। আরও কোন বাংলদেশি নারী এমন নিপীড়নের শিকার কি না সেটিও খুঁজে বের করে বিচার করা উচিত। আশা করছি মন্ত্রণালয় ও দূতাবাস এ ব্যাপারে উদ্যোগী হবে। আর বাংলাদেশেও যেহেতু মানবপাচার আইনে মামলা হয়েছে সেটিরও যথাযথ তদন্ত ও বিচার হবে বলে আশা করি।
৩ বছর আগে
সৌদিগামী প্রবাসীরা কোয়ারেন্টাইনের খরচ পাবেন ব্যাংকে
সৌদিগামী প্রবাসী কর্মীদের হোটেল কোয়ারেন্টাইন খরচের সরকারি ভর্তুকির ২৫ হাজার টাকা প্রবাসী কর্মী বা মনোনীত প্রতিনিধির ব্যাংক একাউন্টে প্রেরণ করা হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে নিখোঁজ প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার, ‘প্রেমিক’ আটক
এতে বলা হয়, মহামারি কোভিড-১৯ বিস্তার রোধে সৌদি আরব সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনা অনুযায়ী ২০ মে থেকে ৩০ জুন পর্যন্ত যেসব সৌদি আরব প্রবাসী বাংলাদেশি কর্মী ছুটিতে নিজে খরচে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালন করেছে বা করবেন, তাদেরকে কর্মী প্রতি ২৫ হাজার টাকা করে ভর্তুকি প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুন: ওমানে সড়ক দুর্ঘটনা: চট্টগ্রামের ৩ প্রবাসী নিহত
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড হতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই ভর্তুকি সংশ্লিষ্ট কর্মী বা তার মনোনীত প্রতিনিধির ব্যাংক একাউন্টে পাঠানো হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট কর্মীরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.probashi.gov.bd অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট www.wewb.gov.bd অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র ওয়েবসাইট www.bmet.gov.bd হতে আবেদনপত্র ডাউনলোড করে কিংবা দেশের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত প্রবাসী কল্যাণ ডেস্ক হতে সংগ্রহ করে তা পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ৭ জুন হতে ফ্লাইটের দিন বহির্গমনের পূর্বে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কে জমা প্রদান করার জন্য বলা হয়েছে।
আবেদনপত্রের সাথে যেসকল কাগজপত্র জমা দিতে হবে সেগুলো হলো: জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কর্তৃক প্রদত্ত স্মার্টকার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডের ফটোকপি, পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার ফটোকপি, পাসপোর্টের সাথে সংযুক্ত ভিসার ফটোকপি, টিকেটের ফটোকপি ও হোটেল বুকিংয়ের ডকুমেন্ট এর ফটোকপি।
আরও পড়ুন: ইউরোপীয় দেশগুলো থেকে আসা যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক: বেবিচক
উল্লেখ্য, সৌদি আরব প্রবাসী যেসব কর্মী ইতোমধ্যে সৌদি আরব চলে গেছেন এবং নিজ খরচে কোয়ারেন্টাইন সম্পন্ন করেছে বা করছে তাদেরকে একই নিয়মে সংশ্লিষ্ট আবেদনপত্র পূরণ করে ৩০ জুনের মধ্যে সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস, রিয়াদ অথবা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দায় ডাকযোগে জমা দিতে হবে।
৩ বছর আগে
করোনায় ক্ষতিগ্রস্ত অভিবাসীদের পুনর্বাসনে ২০০কোটি টাকার ‘সমঝোতা’
করোনায় ক্ষতিগ্রস্ত অভিবাসী কর্মীদের পুনর্বাসনে ২০০ কোটি টাকা ঋণ প্রদান বিষয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।
৪ বছর আগে
বিদেশফেরত শ্রমিকদের মানবিক সহায়তা প্রদানে জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা
বিদেশফেরত অসহায়, ক্ষতিগ্রস্ত, দরিদ্র কর্মী ও বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীর পরিবারের সদস্যদেরকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ দেশে চলমান সহায়তা কার্যক্রমের আওতায় মানবিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
৪ বছর আগে
সৌদি আরব থেকে ফিরলেন আরও ১০৯ বাংলাদেশি
সৌদি আরব থেকে আরও ১০৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
৪ বছর আগে
বিনা খরচে অভিবাসন সংক্রান্ত হটলাইন সেবা চালু
অভিবাসন সংক্রান্ত যেকোন ধরনের তথ্যসেবা দিতে একটি হটলাইন সেবা চালু করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং ব্র্যাক।
৪ বছর আগে
সৌদিতে নিহত সুমনের লাশ দেশে আনতে সহযোগিতা চায় পরিবার
সৌদি আরবে নিহত চাঁদপুরের সুমন মোল্লার লাশ দেশে আনতে দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে তার পরিবার।
৫ বছর আগে
সৌদি কর্তৃপক্ষ নারী শ্রমিকদের সুরক্ষায় ব্যবস্থা নেবে: সচিব
সৌদি আরব কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে তাদের দেশে কর্মরত বাংলাদেশি নারী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
৫ বছর আগে