সুমন মোল্লার মা মমেনা বেগম ইউএনবিকে বলেন, ‘সৌদি আরবের রাবেক থেকে ছেলের লাশ দেশে আনতে অনেক হয়রানি, কাগজপত্র ও অর্থের প্রয়োজন। আমাদের পক্ষে সবকিছু যোগাড় করা সম্ভব নয় বিধায় আমরা দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা চাচ্ছি।’
এরই মধ্যে পরিবারের পক্ষ থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আবেদন ও কিছু কাগজপত্র জমা দেয়া হয়েছে বলে তিনি জানান।
সহদেবপুর ইউপি চেয়ারম্যান আ. সামাদ জানান, সুমন মোল্লা প্রায় ৩ বছর আগে সৌদি আরব যান। তাদের পরিবারের আর্থিক অবস্থাও খুব ভালো নয়। ‘এ অবস্থায় তার লাশ দেশে আনতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর আবেদন জানাচ্ছি,’ বলেন তিনি।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর সৌদি আরবে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত হন কচুয়া উপজেলার সহদেবপুর ইউনিয়নের দক্ষিণ সেঙ্গুয়া গ্রামের মৃত আব্দুল মান্নান মোল্লার ছেলে সুমন মোল্লা (২৪)।
বর্তমানে তার লাশ সৌদির একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে বলে পরিবার জানিয়েছে।