প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে এ বিষয়ে বিদেশ যেতে ইচ্ছুক শ্রমিকদের মাঝে সচেতনতা বাড়াতে ব্যাপক প্রচারের নির্দেশ দেন তিনি।
এছাড়া বিদেশে যাওয়ার জন্য জমি বিক্রি না করে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেয়ার জন্য বিদেশ যেতে ইচ্ছুক শ্রমিকদের উৎসাহিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।
সোমবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে মন্ত্রিসভার এক ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্বকালে এসব নির্দেশনা দেন। সভায় সংশ্লিষ্ট অন্যরা সচিবালয় থেকে যুক্ত ছিলেন।
সভাশেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য প্রক্রিয়া ভেরি প্রিসাইজ ও ট্রান্সপারেন্ট করে দিতে বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নামে সড়ক হবে চট্টগ্রামে
তিনি বলেন, ‘যারা বিদেশ যেতে ইচ্ছুক তাদেরকে প্রকৃত কর্তৃপক্ষ, কত টাকা খরচ হবে, টাকার প্রয়োজন হলে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেয়া যাবে- এসব বিষয়ে অবহিত করতে গণমাধ্যমে ব্যাপক প্রচার চালানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। চাকরির নিশ্চয়তা পত্র ছাড়া ব্যাংক ঋণ দেয় না। তাই তারা নিরাপদ থাকবেন...। প্রতারিত হবেন না।’
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে ১০০টি শিল্প পার্ক নির্মিত হচ্ছে। এসব জায়গায় কয়েক হাজার শ্রমিকের প্রয়োজন হবে। এ বিষয়টিও যেন প্রচার করা হয় সে ব্যাপারেও সভায় কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশে ভালো বেতনে চাকরি পেতে চাকরিপ্রার্থীদের তাদের সক্ষমতা বাড়াতে এবং শিল্প পার্কের চাহিদা জেনে প্রশিক্ষণ নেয়ার জন্য বলা যেতে পারে।
আরও পড়ুন: লবিস্ট নিয়োগে খরচ করা প্রতি পয়সার হিসাব দিতে হবে বিএনপিকে: প্রধানমন্ত্রী