জমি দখল
ব্রাহ্মণবাড়িয়ায় জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত ১, নারীসহ আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঈদের দিনেও সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের কয়েক দফা সংঘর্ষে একজন নিহত ও নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে বর্তমান ইউপি সদস্য রব মিয়া ও সাবেক সদস্য আব্দুল হামিদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
এতে খাগালিয়া গ্রামের বাসিন্দা জামাল মিয়া (৪০) নিহত হন। নিহত জামাল মিয়া ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, খাগালিয়া গ্রামের বাসিন্দা ভলাকুট ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য রব মিয়া ও সাবেক সদস্য আব্দুল হামিদের পক্ষের লোকজনদের মধ্যে নতুন বাজার এলাকার সরকারি খাস জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এই জমি নিয়ে আদালতে উভয় পক্ষের মামলা চলমান আছে। শনিবার উভয় পক্ষের লোকজন জমিটি দখলে নিতে যায় এবং সংঘর্ষে জড়ায়।
সংঘর্ষের এক পর্যায়ে জামাল মিয়া টেঁটাবিদ্ধ হয়ে মারা যান।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সরকারি খাস জমি দখল নিতে গিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রব মিয়ার সমর্থক জামাল ঘটনাস্থলে টেঁটাবিদ্ধ হয়ে নিহত হন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় 'ভুল চিকিৎসায়' কলেজছাত্রের মৃত্যুর অভিযোগে আটক ৩
আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক, আদালতে ফিরছেন ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীরা
১ বছর আগে
ডিমলায় ভূয়া দলিল তৈরি করে জমি দখলকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
নীলফামারীর ডিমলায় উৎপাত বেড়েছে জমির ভুয়া দলিল তৈরি চক্রের। এসব ভুয়া দলিল চক্রের হাত থেকে রক্ষা পেতে মানববন্ধন ও সমাবেশ করেছে ভুক্তভোগীসহ এলাকাবাসী।
সোমবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার বাবুরহাট বাজারের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে চক্রটির হোতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, মহুবার হোসেন, মশিয়ার রহমান, ইউপি সদস্য হাফিজুর রহমান, মনছুর আলী প্রমুখ।
আরও পড়ুন: রাজধানীতে যৌন হয়রানির প্রতিবাদে পোশাক শ্রমিকদের মানববন্ধন
তারা বলেন,‘জাল দলিল চক্রের মূলহোতারা (মাজেদুল-রনজিৎ- হাফিজুল- ময়েন গং) ভুয়া দলিল তৈরি করে এলাকার নিরীহ মানুষের জমি দখলে নিয়ে ভোগদখল ও বিক্রি করছেন। প্রতিবাদ করলে উল্টো মারধর করে এবং মিথ্যা মামলা দিয়ে নানা প্রকার হয়রানি করে।’ তাদের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের সহায়তা চান তারা।
ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ বলেন, ভূমিদস্যুরা ভুয়া দলিল, ভূমি রেকর্ড ও পর্চা তৈরি করে নিরীহ মানুষের শত শত বিঘা জমি অবৈধভাবে দখল করে চলেছে। টাকার বিনিময়ে জাল দলিল বানিয়ে অন্যকেও জমি দখল করার ব্যবস্থা করে দিচ্ছে। এমন জালিয়াতির মাধ্যমে প্রতারক চক্রটি প্রকৃত ভূমি মালিকদের একের পর এক বিপদে ফেলে মোটা অংকের চাঁদা দাবি করছে। চাঁদা না পেলে মিথ্যা মামমলাসহ প্রাণ নাশের হুমকি দিচ্ছে। তাদের বিরুদ্ধে আদালতে মামলা করতে গিয়েও হয়রানির শিকার হতে হচ্ছে।’
ইউপি সদস্য হাফিজুর রহমান বলেন, ‘আমার ক্রয়কৃত সাত একর জমির ভুয়া দলিল করে জোরপূর্বক পাঁচ বছর ধরে দখল করে খাচ্ছে ভূমিদস্যুরা ।আমার মতো অনেকের জমি-জমা এভাবে জোর করে খাচ্ছে তারা।’
মহুবার হোসেন বলেন, ভূমির জাল কাগজপত্র, স্ট্যাম্প, সিলমোহর আছে তাদের কাছে। এমনকি জাল স্ট্যাম্প, ভূমি কার্যালয়ের কর্মকর্তাদের নামে নকল করা সিল ও জাল স্বাক্ষরের ব্যবস্থাও আছে। ভারত,পাকিস্তানসহ পুরোনো দিনের বিভিন্ন স্ট্যাম্পও আছে তাদের হাতে। এসব ব্যবহার করে দিনের পর দিন নিরীহ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে তারা।’
সমাবেশে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন উপজেলার তিপাড়া গ্রামের এক বৃদ্ধ মনছুর আলী। এসময় তিনি বলেন,‘আমার নয় শতক জমির ভুয়া দলিল তৈরি করে দখল করে নিয়েছে ওই জালিয়াত চক্র। শেষ বয়সে তাদের সঙ্গে লড়াই করে কুলাতে পারছি না।’
মানববন্ধন শেষে ওই জালিয়াত চক্রের সদস্যদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন,‘ইদানিং ডিমলা উপজেলায় এরকম একটি চক্রের সন্ধান পাওয়া যাচ্ছে। তারা বিভিন্নভাবে মানুষের ক্রয়কৃত সম্পত্তি জালিয়াতির মাধ্যমে দলিল প্রদর্শন করে ওই জমি নিজের বলে দাবি করছেন। ওই দলিল দিয়ে তারা বিভিন্নভাবে মামলা মোকদ্দমা করে নিরীহ মানুষকে হয়রানি করছেন। আজকে আমি বেশ কয়েকজন ভুক্তভোগী মানুষের কাছে অভিযোগ পেয়েছি। তারা বিভিন্ন নাম উল্লেখ করেই অভিযোগ করছেন।
ইতোমধ্যে অভিযুক্ত দুই জনকে গ্রেপ্তার করেছে ডিমলা থানা পুলিশ। বাকিদেরকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আশাকরি শিগগিরই তারা গ্রেপ্তার হবেন। পুরো সিন্ডিকেট নিয়ে তদন্ত চলমান আছে, চক্রটিকে যেন আমরা ডিমলা থেকে উৎখাত করতে পারি এজন্য আমরা সর্বদা সচেষ্ট আছি।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন,‘ইতোমধ্যে অভিযান চালিয়ে জাল-জালিয়াতের এ চক্রটির দুই সদস্যকে গত ১১ নভেম্বর গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে সাত দিনের রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বাউলদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন!
রাণীশংকৈলে শিক্ষক হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
১ বছর আগে
ঝিনাইদহে সংখ্যালঘুর জমি দখলের অভিযোগ
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝিনাইদহ সদর উপজেলার গান্নাবাজার এলাকায় সংখ্যালঘুর জমি দখলের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীরা হলেন,গান্না ইউনিয়নের পাইকপাড়া গ্রামের সুবোধ রায় ও তার ভাইয়ের ছেলে সুমিত রায়।
অভিযুক্ত হলেন, একই ইউনিয়নের খালকুলা গ্রামের আবুল হোসেনের ছেলে আলাউদ্দিন।
সংশ্লিষ্টরা জানান, পাইকপাড়া গ্রামের সুবোধ রায় ও তার ভাইয়ের ছেলে সুমিত রায় আর্থিক অনটনের কারণে পৈত্রিক সূত্রে পাওয়া ১৭ শতক জমির মধ্যে সাড়ে ৮ শতক জমি খালকুলা গ্রামের আলাউদ্দিনের কাছে বিক্রি করেন।ওই জমিতে সুবোধ রায়ের আরও দুই ভাইয়ের মালিকানা রয়েছে। জমি রেজিস্ট্রি করার সময় জমির দলিলে পূর্বপাশ উল্লেখ করা হয়।
আরও পড়ুন: আদালতের আদেশ অমান্য করে কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় জমির ক্রেতা আলা উদ্দিন জমির পশ্চিম পাশ দখলের চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে অমিত রায় ঝিনাইদহ আদালতে গত ৮ সেপ্টেম্বর একটি পিটিশন দাখিল করে।পরবর্তীতে আদালত আইনশৃঙ্খলা পরিস্থিত ভালো রাখতে জমিতে কোন প্রকার স্থাপনা বা কাজ না করার জন্য ১৪৪ ধারা জারি করে।এ বিষয়ে উভয়পক্ষকে নোটিশ দেয়া হয়।
অমিত রায় অভিযোগ,‘আদালত জমিতে ১৪৪ ধারা জারি করেছেন।কিন্তু আলাউদ্দিন ক্ষমতার জোরে আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে লোকজন নিয়ে জমিতে ঘর নির্মাণ করেছেন। আমরা তাকে কিছু বলতে গেলে আমাদের মারধর ও হত্যার হুমকি দিচ্ছেন।’
আরেক জমি বিক্রেতা সুবোধ রায়ের অভিযোগ,‘আমরা জমি বিক্রি করেছি পূর্বপাশে। কিন্তু আলাউদ্দিন ক্ষমতা দেখিয়ে পশ্চিম পাশ দখল করেছেন। এই জমিতে আমার অন্য ভাইদের মালিকানা রয়েছে। আমরা সংখ্যালঘু পরিবার হওয়ায় তার বিরুদ্ধে কিছু বলতে পারছি না।’
আরও পড়ুন: জমি দখলের চেষ্টা ও মারধরের মামলায় সাভারে যুবলীগের ৬ নেতা কারাগারে
অভিযুক্ত আলাউদ্দিন বলেন, ‘আমি জমি কিনেছি, তাই জমি দখল করে নিয়েছি। ১৪৪ ধারা আছে কি না তা আমার জানার দরকার নেই। ওরা বেশি কথা বললে আমি ওদের নামে মামলা করব।’
এ ব্যাপারে বেতাই চন্ডিপুর পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) খোরশেদ আলী বলেন,‘আদালত থেকে নোটিশ পাওয়ার পর উভয় পক্ষকে নোটিশ দেয়া হয়েছে। নোটিশ পাওয়ার পরও একটি পক্ষ তা অমান্য করে ঘর নির্মাণ করছিল। ঘটনা শোনার পর সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।’
৩ বছর আগে
ব্রাহ্মণবাড়িয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান রতন সরকারি খাঁস খতিয়ানভুক্ত জায়গাকে নিজের দাবি করে সেখানে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে।
এই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের কাছে গণস্বাক্ষর করা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকবাসী।
অঅরও পড়ুন: চট্টগ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা আটক
এছাড়া ঘর নির্মাণ কাজ বন্ধ করতে স্থানীয় ইউনিয়ন ভূমি কার্যালয়ের পক্ষ থেকে ওই জায়গায় লাল নিশান টানানো হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, নির্মাণাধীন শেখ হাসিনা সড়কের পাশে স্থানীয় সীমনা বাজার সংলগ্ন টান-মনিপুর গ্রামের সরকারি খাস খতিয়ানভুক্ত জায়গাটিতে ৪০ বছর আগে তদানীন্তন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) ক্যাম্প ছিল। বিডিআর ক্যাম্প বিলুপ্ত হওয়ার পর থেকে সেখানে ৩০টিরও বেশি স্থানীয় ভূমিহীন পরিবারকে আশ্রয় দেয়া হয়। এরপর থেকে জায়গাটি স্থানীয়ভাবে 'শিবির' নামে পরিচিতি পায়।
আরও পড়ুুন: তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু তুলছেন ইউপি চেয়ারম্যান!
সরেজমিনে দেখা গেছে, আশ্রয় শিবিরকে ঢেকে দিয়ে এর পশ্চিম অংশে সড়ক লাগোয়া ৩৩ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থ বিশিষ্ট- পাঁচটি টিনশেড ঘর তোলা হয়েছে। সিমেন্টের খুঁটি ব্যবহার করে উঠানো পাঁচটি ঘরেই টিন দিয়ে় চালা দেয়া হয়। তবে ঘরগুলোতে বেড়া নির্মাণের আগেই স্থানীয় ভূমি অফিসের লোকজন লাল নিশান টানিয়ে় দিয়ে়ছেন।
আশ্রয় শিবিরের বাসিন্দা মজিদা বেগম বলেন, “আমরা গরীব বইলা চেয়ারম্যান আমরার কথা চিন্তা করে নাই। আমরার থাকবার জাগা ঢাইক্কা দিয়া ঘর তুইল্লা ফালাইতাছে। এভাবে ঘর উঠাই ফেললে আমরার চলতে-ফিরতে অসুবিধা অইবো।’
স্থানীয় লক্ষীপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম জানান, এভাবে ঘর তুলে ঢেকে দেয়ার ফলে আশ্রয় শিবিরে থাকা দরিদ্র মানুষগুলো বিপাকে পড়বে। সরকারের উচিত চেয়ারম্যান কর্তৃক নির্মাণ করা ঘর অপসারণ করা।
আরও পড়ুন: গোয়ালন্দে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম: আ’লীগ নেতা আটক
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান রতনের দাবি, আরএস জরিপ অনুযায়ী এই জায়গাটি তার দাদার। ত্রিপুরার রাজা মানিক্য বাহাদুরের কাছ থেকে এই জায়গাটি খাজনা মূলে বন্দোবস্ত নিয়েছিলেন তার দাদা। তিনি বলেন, “রাজনৈতিক প্রতিপক্ষরা আমার পিছু লেগেছে। আসলে এখানে ঘর করাটা তারা সহ্য করতে পারছে না।”
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফ আহমেদ রাসেলকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
৩ বছর আগে
অর্ধশত বছর ধরে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জমি প্রভাবশালীদের দখলে
সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে একুশে পদকপ্রাপ্ত ও বাউল সম্রাট শাহ আব্দুল করিম বসবাস করতেন। অথচ এই বিশিষ্ট জনের জমি প্রায় ৫০ বছর ধরে দখল করে রেখেছে এলাকার প্রভাবশালী দখলদার জোতদাররা।
৩ বছর আগে
বোয়ালমারীতে বেদখলে কৃষি অফিসের ‘সিড স্টোর’
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের সিড স্টোরের পাকা ভবন গায়েব করে দিয়ে প্রভাবশালী মহল ওই জমি দখল করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
৩ বছর আগে
রাজশাহীতে ট্রেনের সামনে লাফিয়ে এক ব্যক্তির আত্মহত্যা
হাত-পা ভেঙে জমি দখল করে নেয়ায় রাজশাহীতে এমরুল হাসান (৪০) নামে এক ব্যক্তি ট্রেনের সামনে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।
৪ বছর আগে
পঞ্চগড়ে কর্মচারীর বিরুদ্ধে মালিকের জমি দখলের অভিযোগ
পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রসেয়া গ্রামের মৃত আমিরুজ্জামানের ঘরবাড়ি ও জমি দখলে নেয়ার অভিযোগ উঠেছে তারই কর্মচারী জসিমউদ্দিনের বিরুদ্ধে।
৪ বছর আগে
লালমনিরহাটে সংঘর্ষের ঘটনায় আহত একজনের মৃত্যু
লালমনিরহাট জেলার হাতীবান্ধায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বুধবার শামীম হোসেন নামে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
৪ বছর আগে