স্বাস্থ্য কমপ্লেক্সে
জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা, গাড়িতে আগুন
সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ১২টার পর এ ঘটনা ঘটে।
শনিবার (২১ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাহউদ্দিন মিয়া।
আরও পড়ুন: জৈন্তাপুরে ট্রাক খাদে পড়ে নিহত ২, আহত ৭
ডা. সালাউদ্দিন মিয়া বলেন, গভীর রাতের হামলায় কর্তব্যরত চিকিৎসক আহত হয়েছেন। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার জন্য বরাদ্দ দেওয়া সরকারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, অ্যাম্বুলেন্স ভাঙচুরসহ হাসপাতাল কক্ষ ভাঙচুর ও সম্পদ নষ্ট করা হয়েছে।
তিনি আরও জানান, কর্তব্যরত ডাক্তারকে মারধর ও হাসপাতালের গ্যারেজে থাকা একটি নতুন জিপ গাড়িও জ্বালিয়ে দিয়েছেন তারা।
আরও পড়ুন: জৈন্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী খুন
ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে সালাউদ্দিন মিয়া বলেন, কর্তব্যরত ডাক্তারকে মারধর ও দুইটি গাড়ি গ্যারেজে ছিল। তারা গ্যারেজের তালা ভেঙে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করেছেন আর অপরটি সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়া হয়েছে। এছাড়া হাসপাতালের আসবাবপত্র ও জরুরি বিভাগের বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে আমরা আইনগত ব্যবস্থা নেব।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, আবেগের বশবর্তী হয়ে নিহতের স্বজনরা এমনটি করেছেন। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।
আরও পড়ুন: জৈন্তাপুরে অটোরিকশায় বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
১১ মাস আগে
খুলনায় ছুরিকাঘাতে কলেজছাত্রের মৃত্যুর অভিযোগ
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কলেজছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফুলতলা এম এম কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
নিহত আলিফ হোসেন এম এম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং ফুলতলা উলজেলার পায়গ্রাম কসবা গ্রামের আবু তাহের টুটুলের ছেলে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার বলেন, ‘অজ্ঞাত পরিচয়ের ৫ থেকে ৬ জন সন্ত্রাসী ছুরি দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।’
তিনি বলেন, নিহতের লাশ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় এখনও কোনো আসামি শনাক্ত করা যায়নি। হত্যাকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে, ছুরিকাঘাতে বন্ধুকে হত্যা
রাজধানীতে ‘ছুরিকাঘাতে’ দন্ত চিকিৎসক নিহত
২ বছর আগে
খাগড়াছড়ির ৪ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স হস্তান্তর
খাগড়াছড়ি জেলার চার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চারটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশের কাছে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত অ্যাম্বুলেন্সগুলো জেলার দীঘিনালা, পানছড়ি, লক্ষীছীড় ও মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেয়া হয়।
আরও পড়ুন: খাগড়াছড়িতে নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ বাড়ছে, দুই সপ্তাহে ৩ শিশুর মৃত্যু
হস্তান্তর অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ, ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা, ডা. অর্নব চাকমা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: খাগড়াছড়িতে বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, সরকার স্বাস্থ্য সেবাকে জনগণের কাছে পৌঁছে দেয়ার জন্য নিরলসভাবে কাজ করছে। হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন স্থাপন করা হয়েছে। আইসিইউ ইউনিট তৈরি প্রক্রিয়াধীন। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হাসপাতালে হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা, অক্সিজেন কনসেন্ট্রেটর, অক্সিজেন সিলিন্ডারসহ সার্বিক সহযোগিতা করে সেবার মান উন্নয়নের কাজ চলছে।
৩ বছর আগে
লক্ষ্মীপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১
জেলার রামগতিতে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
৪ বছর আগে