সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ১২টার পর এ ঘটনা ঘটে।
শনিবার (২১ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাহউদ্দিন মিয়া।
আরও পড়ুন: জৈন্তাপুরে ট্রাক খাদে পড়ে নিহত ২, আহত ৭
ডা. সালাউদ্দিন মিয়া বলেন, গভীর রাতের হামলায় কর্তব্যরত চিকিৎসক আহত হয়েছেন। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার জন্য বরাদ্দ দেওয়া সরকারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, অ্যাম্বুলেন্স ভাঙচুরসহ হাসপাতাল কক্ষ ভাঙচুর ও সম্পদ নষ্ট করা হয়েছে।
তিনি আরও জানান, কর্তব্যরত ডাক্তারকে মারধর ও হাসপাতালের গ্যারেজে থাকা একটি নতুন জিপ গাড়িও জ্বালিয়ে দিয়েছেন তারা।
আরও পড়ুন: জৈন্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী খুন
ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে সালাউদ্দিন মিয়া বলেন, কর্তব্যরত ডাক্তারকে মারধর ও দুইটি গাড়ি গ্যারেজে ছিল। তারা গ্যারেজের তালা ভেঙে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করেছেন আর অপরটি সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়া হয়েছে। এছাড়া হাসপাতালের আসবাবপত্র ও জরুরি বিভাগের বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে আমরা আইনগত ব্যবস্থা নেব।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, আবেগের বশবর্তী হয়ে নিহতের স্বজনরা এমনটি করেছেন। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।
আরও পড়ুন: জৈন্তাপুরে অটোরিকশায় বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত