সন্তান প্রসব
চিকিৎসা না পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের খোলা মাঠেই সন্তান প্রসব!
চিকিৎসা না পেয়ে রংপুরের কাউনিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের খোলা মাঠে সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।
পরে মা ও নবজাতক শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।
আরও পড়ুন: রংপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নবজাতকসহ নিহত ৩
উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাহেদ সাব্বির আহমেদ জানান, পীরগাছার অন্নদানগর চালনিরপাড় গ্রামের রিতু আক্তারের (২০) প্রসব ব্যথা উঠলে বাড়িতে সন্তান জন্মের জন্য চেষ্টা করেন পরিবারের লোকজন।
কিন্ত বাড়িতে না হওয়ায় শুক্রবার বেলা ১২ টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তারা।
চিকিৎসক ও নার্সরা ওই নারীকে পরীক্ষা নিরীক্ষা করেন। ওই নারীর গর্ভে সন্তানের অবস্থান উল্টো থাকার বিষয়টি স্বজনদের জানান তারা।
পরে রোগীর স্বজনরা তাকে রংপুরে মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেন। কিন্তু রোগীর স্বজনরা হাসপাতালের মাঠে গাড়ির জন্য অপেক্ষা করার এক পর্যায়ে বেলা দেড়টার দিকে ওই নারী স্বাস্থ্য কমপ্লেক্সের খোলা মাঠেই ছেলে সন্তান জন্ম দেন।
পরে নার্সরা ওয়ার্ড থেকে নেমে এসে মা ও সদ্য জন্ম হওয়া শিশুকে ওয়ার্ডে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
তবে রোগীর স্বজনরা জানান, হাসপাতালের চিকিৎসক ও নার্স তাদের বলেন যে এই রোগীর ডেলিভারি এখানে হবে না। রংপুরে নিয়ে যেতে হবে। বাধ্য হয়ে রোগীকে রংপুর নিয়ে যেতে অ্যাম্বুলেন্স খুঁজতে থাকেন। কিন্তু হাসপাতালের খোলা মাঠে সন্তান প্রসব হয়।
হাসপাতালে আসা অনেকেই চিকিৎসক ও নার্সের অবহেলাকে দায়ী করে বলেন, চিকিৎসক ও নার্সরা চেষ্টা করলে খোলা মাঠে সন্তান জন্মের ঘটনা ঘটতো না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. মীর হোসেন বলেন, আমি বিষয়টি শোনার পরপরই ব্যবস্থা গ্রহন করেছি। মা ও শিশু হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তি আছেন এবং তারা দুইজনেই সুস্থ্য আছেন।
এ ঘটনায় কর্তব্যে অবহেলা নয়, অদক্ষতাকে দায়ী করে নার্সদের কোনো গাফিলতি থাকলে সে বিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ডা. মীর হোসেন।
আরও পড়ুন: রংপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষ: ২ হাজার জনের বিরুদ্ধে মামলা
রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ৫০
২ বছর আগে
চলন্ত ট্রেনে নবজাতকের জন্ম
রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেসে এক নবজাতকের জন্ম হয়েছে। শুক্রবার বেলা পোনে ১২টার দিকে মা পারুল নবজাতক ছেলে সন্তানের জন্ম দেন। মা ও শিশু দুজনই সুস্থ আছেন।
ঢাকা ডিভিশাল কর্মাশিয়াল অফিসার (ডিসিও) শওকত জামিল মহসীন ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চলন্ত ট্রেনে সন্তান প্রসব
তিনি জানান, নবজাতক সন্তানের মা পারুলের বাড়ি রাজশাহী, তার স্বামী ঢাকায় থাকেন। মা পারুল একাই আসছিলেন, এই সময় তার প্রসব বেদনা উঠলে তিনি রেলওয়ের যাত্রীদের কাছে সহযোগিতা চান এবং তিনি সন্তানের জন্ম দেন।
আরও পড়ুন: ৯৯৯ এ ফোন: চলন্ত ট্রেন থেকে গুরুতর অসুস্থ নারীকে উদ্ধার
ডিসিও শওকত জামিল মহসীন জানান, ট্রেনটি ঢাকায় পৌঁছেনোর পর বাবা টিটু ঢাকা রেলওয়ে স্টেশনে মা ও ছেলে সন্তানকে গ্রহণ করেন।
২ বছর আগে
কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে ‘ধর্ষণ’, সন্তান প্রসব
কুমিল্লার দেবিদ্বারে বুদ্ধি প্রতিবন্ধি নারীকে ধর্ষণ ও সন্তান প্রসবের ঘটনায় এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
অভিযুক্ত মোঃ সোহাগ (২৫) দেবিদ্বার পৌরসভার ৯ নং ওয়ার্ড বারেরা কাজী বাড়ির মোঃ মফিজের ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
আরও পড়ুন: সিলেটে প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২
রবিবার র্যাব সূত্রে জানা যায়, সোহাগ ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বুদ্ধি প্রতিবন্ধী নারীকে একাধিকবার ধর্ষণ করে। বিভিন্ন সময়ে ধর্ষণে সে গর্ভবতী হয়ে পড়ে। গত ১১ জুলাই ধর্ষণের শিকার ওই নারী ছেলে সন্তান প্রসব করে। বিষয়টি নিয়ে সমাধান না হওয়ায় র্যাবের নিকট অভিযোগ দায়ের করে ভুক্তভোগীর পরিবার।
আরও পড়ুন: মাঠ থেকে ছাগল আনতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রী
র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, অভিযোগের প্রেক্ষিতে র্যাব শনিবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার বারেরা এলাকা থেকে অভিযুক্ত ধর্ষক মো. সোহাগকে আটক করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে বলেছে র্যাব দাবি করে।
৩ বছর আগে
চলন্ত ট্রেনে সন্তান প্রসব
পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনে করে দিনাজপুর যাওয়ার পথে এক অন্তঃসত্ত্বা নারী কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
বর্তমানে ওই মাকে দিনাজপুর জেনারেল হাসপাতালে গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
সন্তান প্রসবকারী মুক্তি পারভিন (২৫) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ হাজীপাড়া গ্রামের মুনসুর আলীর স্ত্রী।
সিলেটে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় তদন্ত কমিটি
রবিবার সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ স্টেশন থেকে দিনাজপুর যাওয়ার সময় দ্রুতযান এক্সপ্রেসে সন্তান প্রসব করেন মুক্তি পারভিন।
ট্রেনে এ নতুন অতিথির আগমনে আন্তঃনগর দ্রুতযান ট্রেনটি নির্ধারিত সময়ের ১৩ মিনিট পর দিনাজপুর স্টেশন ছেড়ে যায়।
মুক্তির স্বামী মুনসুর আলী জানান, এটা তাদের দ্বিতীয় সন্তান। তাদের ২ বছর বয়সী আরও একটি কন্যা সন্তান রয়েছে। তিনি সন্তানসম্ভবা স্ত্রীকে দিনাজপুর মিশন হাসপাতালে চিকিৎসা করাতেন। আগামী ৮ এপ্রিল সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ ছিল। তাই রবিবার সকালে স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ স্টেশনে পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেসে দিনাজপুরে যাচ্ছিলেন। পথে স্ত্রী মুক্তি পারভিনের প্রসব বেদনা শুরু হয়। এ সময় ট্রেনে থাকা নারী যাত্রীদের সহায়তায় মুক্তি পারভিন নিরাপদে নরমালি সন্তান প্রসব করেন।
সিলেটে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, রেলযোগাযোগ বন্ধ
তিনি জানান, ট্রেন এসে দিনাজপুর স্টেশনে পৌঁছালে স্টেশন সুপারিন্টেনডেন্ট জিয়াউর রহমান সিদ্ধান্ত দেন, প্রসূতি মা ও নবজাতক নিরাপদ না হওয়া পর্যন্ত ট্রেন দিনাজপুর স্টেশন ছেড়ে যাবে না। পরে জিআরপি পুলিশ, স্টেশন মাস্টার নারগিস বেগম ও স্থানীয় প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীর সহযোগিতায় মা ও নবজাতককে সযত্নে ট্রেন থেকে নামানো হয়। বিনা ভাড়ায় অ্যাম্বুলেন্স যোগে তাদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ।
এছাড়া হাসপাতালের পক্ষ থেকে প্রসূতি মা ও নবজাতক মেয়ে মিতালীকে এক গুচ্ছ ফুল, ডালাভর্তি ফল, বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও নতুন জামা কাপড় উপহার দেয়া হয়েছে।
এ বিষয়ে স্টেশন মাস্টার জিয়াউর রহমান বলেন, `আমরা সব ধরনের সহযোগিতা দিয়ে মা ও শিশুকে নিরাপদে হাসপাতালে ভর্তি করিয়েছি।‘
ইঞ্জিন লাইনচ্যুত: গাজীপুরে দেড় ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল
কোটচাঁদপুরে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, ১০ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক
হাসপাতালের ডাক্তার সোহেল রানার বরাত দিয়ে মনসুর আলী জানান, প্রসূতি মা ও নবজাতক মিতালীকে গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তারা দুজনেই সুস্থ রয়েছেন।
৩ বছর আগে
ফেনীতে একসাথে চার সন্তানের জন্ম দিলেন জান্নাতুল
ফেনী শহরের একটি বেসরকারি হাসপাতালে স্বাভাবিকভাবে একসাথে চার সন্তানের জন্ম দিয়েছেন জান্নাতুল ফেরদৌস (২৪) নামে এক নারী। চার নবজাতকের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার তরী গরুকাটা হাজারী বাড়ির রাজমিস্ত্রি ফরহাদের স্ত্রী।
মা ও নবজাতকরা সুস্থ থাকায় শুক্রবার বিকালে বাড়ি নিয়ে যান স্বজনরা।
আরও পড়ুন: একসাথে চার সন্তান প্রসব করলেন নোয়াখালীর বৃষ্টি
এর আগে মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দেবীপুরে প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ল্যাপারোস্কোপি ইনস্টিটিউটে ভর্তি হন গৃহবধূ জান্নাতুল এবং চার সন্তান জন্ম দেন।
হাসপাতাল সূত্র জানায়, স্বাভাবিকভাবে একসাথে চার সন্তান প্রসব করান গাইনী বিশেজ্ঞ ডা. আবদুল কাইয়ুম।
আরও পড়ুন: কুমিল্লায় এক প্রসূতির ৫ সন্তান প্রসব
ডা. আবদুল কাইয়ুম বলেন, ‘আল্ট্রাসনোগ্রাফির রিপোর্টের আলোকে জান্নাতুল ফেরদৌসের স্বজনরা বলেছিলেন তিন বাচ্চা রয়েছে। একে একে তিন সন্তান প্রসব করেন ওই মা। পরে আরও এক সন্তান প্রসব করেন তিনি।
গৃহবধূ জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আমি সুস্থ আছি। আল্লাহ আমাকে এ চার সন্তান দান করেছেন।’
আরও পড়ুন: গাইবান্ধায় হাসপাতালে ঠাঁই না পেয়ে রাস্তায় সন্তান প্রসব
নবজাতকদের বাবা ফরহাদ বলেন, ‘আশা করি চার সন্তান লালন-পালনে কোনো সমস্যা হবে না। আল্লাহ সুস্থ রাখলে পরিবারের সবাই মিলে লালন-পালন করবো।’
৩ বছর আগে
শরীয়তপুরে হাসপাতালে চিকিৎসা না পেয়ে পথে সন্তান প্রসবের অভিযোগ
শরীয়তপুরে সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে বেসরকারি হাসপাতালে যাওয়ার পথে এক নারীর সন্তান প্রসব হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ বছর আগে
হাসপাতালের সিঁড়ির নিচে সন্তান প্রসব!
সিরাজগঞ্জে হাসপাতালের প্রধান ফটকে সন্তান প্রসবের এক সপ্তাহের ব্যবধানে এবার সিঁড়ির নিচে সন্তান প্রসব করেছেন আরেক প্রসূতি।
৫ বছর আগে