টিকাদান কর্মসূচি
এক কোটি টিকা দেয়ার লক্ষ্যে বিশেষ কর্মসূচি শুরু
দেশে একদিনে এক কোটি টিকা দেয়ার লক্ষ্যে নিবন্ধন ছাড়াই টিকাদানের বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সারাদেশে একযোগে এই কার্যক্রম শুরু হয়।
এই টিকা নিতে কোনো ধরনের নিবন্ধন করতে হবে না। এমনকি যারা নিবন্ধন করেও টিকা পাননি তারও এ কর্মসূচির মধ্যমে টিকা নিতে পারবেন।
স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: করোনা টিকার প্রথম ডোজ দেয়া অব্যাহত থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
তিনি জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ৯টার থেকে টিকাদানের কার্যক্রম চলমান থাকবে। সাধারণত টিকাদান ৩টা পর্যন্ত চললেও আজ এই কর্মসূচি লক্ষ্যপূরণ না হওয়া পর্যন্ত চলবে।
২ বছর আগে
২৬ ফেব্রুয়ারি এক কোটি টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
সরকার কমপক্ষে এক কোটি মানুষকে ২৬ ফেব্রুয়ারি টিকা দেয়ার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
এ উদ্যোগ বাস্তবায়ন করতে স্বাস্থ্যমন্ত্রী তার মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন বলে বৃহস্পতিবার পিআইডির এক হ্যান্ডআউটে বলা হয়েছে।
বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয় যে যদি লক্ষ্যমাত্রার ৯০ শতাংশ মানুষকে টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসা যায় তাহলে সংক্রমণ ও মৃত্যু হার দুই-ই কমতে পারে।
বৈঠকে এ টিকাদান কর্মসূচি বাস্তবায়নে বেশ কিছু পরিকল্পনা নেয়া হয়েছে।
আরও পড়ুন: করোনার মধ্যেও দেশের রেমিট্যান্স খাত ঊর্ধ্বগতিতে আছে: স্বাস্থ্যমন্ত্রী
পরিকল্পনা অনুযায়ী, ভাসমান জনগোষ্ঠীর যারা এখনও টিকা নেয়নি তাদের টিকাদান কর্মসূচির আওতায় আনতে বিভিন্ন উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনের ওয়ার্ড বা সরকার মনোনীত এলাকা থেকে কমপক্ষে এক কোটি মানুষ বাছাই করা হবে।
এদিন বিভিন্ন পর্যায়ে (উপজেলা, পৌরসভা ও সিটি ওয়ার্ড) ছয় দশমিক ৫৫ মিলিয়ন টিকা প্রদান করা হবে।
এছাড়া বিভিন্ন কারখানা, বাজার, রেস্তোরাঁ, নৌকা, লঞ্চ, জাহাজ, ইটভাটা ও অন্যান্য ভাসমান সম্প্রদায়ের শ্রমিকসহ বিশেষ সম্প্রদায়কে সাড়ে তিন মিলিয়ন টিকা দেয়া হবে।
এ দিন টিকা নেয়ার জন্য টিকার নিবন্ধন বা জন্ম সনদ লাগবে না।
আরও পড়ুন: স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
লক্ষ্যমাত্রার ৭৫ শতাংশ মানুষ টিকার আওতায়: স্বাস্থ্যমন্ত্রী
২ বছর আগে
দেশে করোনায় মৃত্যু ২৮ হাজার ছাড়াল
দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। এই সময় শনাক্ত হয়েছে আরও ১৯৭ জন। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার এক জনে। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৭৭ হাজার ৪৪৩ জনে পৌঁছেছে।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ১৩২ নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার এক দশমিক ০৩ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৩৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৭৮ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২২৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪২ হাজার ২৭৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ।
আরও পড়ুন: বাংলাদেশকে ২০ লাখ ৬০ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকা দিল ফ্রান্স
বিশ্ব পরিস্থিতি
বিশ্বব্যাপী ব্যাপক হারে টিকাদান কর্মসূচি চলমান থাকলেও করোনা আক্রান্তের সংখ্যা ২৬ কোটি ৫৩ লাখ ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৬ কোটি ৫৩ লাখ ৩১ হাজার ৪৫৩ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫২ লাখ ৪৮ হাজার ৪৯২ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৯০ লাখ ৫১ হাজার ১৪০ জন এবং মৃত্যুবরণ করেছেন সাত লাখ ৮৮ হাজার ২০২ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৫ হাজার ৫৭০ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২১ লাখ ৩৮ হাজার ২৪৭ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৬ লাখ ২৪ হাজার ৩৬০ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৭০ হাজার ৫৩০ জনে।
আরও পড়ুন: বাংলাদেশকে আরও ১৮ লাখ ডোজ ফাইজার টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র
ডেল্টার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ওমিক্রন প্রতিরোধ করতে হবে: ডব্লিউএইচও
২ বছর আগে
করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্ত কমেছে
দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময় শনাক্ত হয়েছে ১৫১ জন। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯১৮ জনে। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৭২ হাজার ২৭৮ জনে পৌঁছেছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এর আগের দিন শুক্রবার একই সময় ব্যবধানে করোনায় পাঁচজন মারা যান এবং আক্রান্ত হয়েছিলেন ২২১ জন।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার এক দশমিক ১১ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৮৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৭৮ শতাংশ।
আরও পড়ুন: বিশ্বে করোনা আক্রান্ত ২৫ কোটি ১৮ লাখ ছাড়াল
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৯২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৬ হাজার ৩০৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ।
বিশ্ব পরিস্থিতি
বিশ্বব্যাপী ব্যাপক হারে টিকাদান কর্মসূচি চলমান থাকলেও করোনা আক্রান্তের সংখ্যা ২৫ কোটি ২৪ লাখ ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৫ কোটি ২৪ লাখ ৪২ হাজার ৫৪৫ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫০ লাখ ৮৭ হাজার ৩৬৬ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৬৯ লাখ ৭৪ হাজার ৯৭৭ জন এবং মৃত্যুবরণ করেছে সাত লাখ ৬১ হাজার ৬৯১ জন।
আরও পড়ুন: করোনা মোকাবিলায় বাংলাদেশের ৫ সুপারিশ
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১০ হাজার ৪৯১ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ১৯ লাখ ৩৯ হাজার ১৯৬ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৪ লাখ ১৪ হাজার ১৮৬ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৬২ হাজার ৬৯০ জনে।
আরও পড়ুন: দেশে করোনায় মৃত্যু শূন্যের কাছাকাছি
৩ বছর আগে
১০০ কোটি ডোজ টিকা দেয়ার মাইলফলকে ভারত
টিকাদান কর্মসূচি শুরুর নয় মাসের মধ্যে ১০০ কোটি করোনা টিকার ডোজ প্রয়োগের ইতিহাস তৈরি করল ভারত। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ভারত ‘অল্প সময়ের’ মধ্যে এই কৃতিত্ব দেখালো। এর আগে চীন গত জুন মাসে ১০০ কোটি কোভিড টিকা দেয়ার মাইলফলক স্পর্শ করেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মাইলফলককে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে একে ১৩০ কোটি ভারতীয়দের সম্মিলিত প্রচেষ্টার জয়’ বলে উল্লেখ করেছেন। এছাড়া তিনি চিকিৎসক, নার্স এবং যারা এই কৃতিত্ব অর্জনের জন্য কাজ করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
ভারতের স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মানদাভিয়া এক টুইটে বলেন, ‘অভিনন্দন ভারত! এ সাফল্য আমাদের দূরদর্শী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের ফল।’
আরও পড়ুন: বন্যায় ভারত ও নেপালে মৃতের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে
কোভিড-১৯: বিশ্বে একদিনে সাড়ে ৮ হাজারের বেশি প্রাণহানি
৩ বছর আগে
সারাদেশে গণটিকা কার্যক্রম শুরু
করোনাভাইরাস নিয়ন্ত্রণের পদক্ষেপ হিসেবে সারাদেশে ছয়দিনে ৩৫ লাখ মানুষকে টিকা দেয়ার লক্ষ্য নিয়ে শনিবার থেকে গণটিকা কর্মসূচি শুরু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম শুক্রবার গণমাধ্যমকে বলেন, সারাদেশে চার হাজার ৬০০টি ইউনিয়নে, এক হাজার ৫৪টি পৌরসভায় এবং সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে একযোগে কোভিড টিকাদান পরিচালিত হবে।
তিনি বলেন, টিকাদান কর্মসূচি সফল করতে ৩২ হাজার ৭০৬ জন টিকাদানকারী এবং ৪৮ হাজার ৪৫৯ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হয়েছে।
ডা. খুরশিদ বলেন, ২৫ বছরের বেশি বয়সীদের টিকা দেয়া হবে, তবে বয়স্ক, নারী এবং শারীরিক প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেয়া হবে।
তিনি বলেন, ‘প্রায় ৩৫ লাখ মানুষকে টিকা দেয়া হবে এবং দুর্গম এলাকায় বসবাসকারীদেরও এই কর্মসূচির আওতায় আনা হবে।’
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ৭ থেকে ৯ আগস্ট সিটি করপোরেশন এলাকায়, ৮ ও ৯ আগস্ট ইউনিয়ন ও পৌরসভার বাদ পড়া ওয়ার্ডে এবং ৭ থেকে ৯ আগস্ট সিটি করপোরেশন এলাকায় টিকাদান কর্মসূচি চলবে। দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে ৮ ও ৯ আগস্ট টিকা কার্যক্রম চালু থাকবে। ১০ থেকে ১২ আগস্ট বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর ৫৫ বছর বয়সীদের মধ্যে কোভিড-১৯ টিকা কার্যক্রম পরিচালিত হবে।
আরও পড়ুন: দেশে টিকার কোন সংকট নেই: পররাষ্ট্রমন্ত্রী
কুমিল্লায় গণ টিকাদান শুরু
চীন থেকে আসবে সাড়ে ৭ কোটি ডোজ টিকা: স্বাস্থ্যমন্ত্রী
৩ বছর আগে
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ১৩ কোটির ওপরে
বিশ্ব জুড়ে প্রতিদিনই ভয়াবহভাবে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। বর্তমানে বিশ্বে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে ১৩ কোটি ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, সোমবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে ১৩ কোটি ৫৮ লাখ ৬৯ হাজার ৭০৪ জন।
আরও পড়ুন: চীনা টিকার কার্যকারিতা কম, দেশটির কর্মকর্তাদের স্বীকারোক্তি
অন্যদিকে, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ লাখ ৩৫ হাজার ২৭১ জন।
করোনার আঘাতে সবচেয়ে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১১ লাখ ৯৬ হাজার ১১৯ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫ লাখ ৬২ হাজার ৬৪ জন মানুষ।
গত জানুয়ারি মাস থেকেই দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল করোনার নতুন ঢেউ মোকাবিলা করছে। দেশটিতে প্রতিনিয়ত বাড়ছে করোনা রোগীর সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনা আক্রান্ত হয়ে ১ হাজার ৮০৩ জন রোগীর মৃত্যুর পর দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৫৩ হাজার ১৩৭ জনে।
এছাড়াও দেশটিতে ২৪ ঘণ্টায় নতুনভাবে সংক্রমিত হয়েছে ৩৭ হাজার ১৭ জন এবং দেশটির মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৪ লাখ ৮২ হাজার ২৩ জন।
অপরদিকে,প্রতিবেশী দেশ ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৮০৫ জন। দেশটিতে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ১ লাখ ৬৯ হাজার ২৭৫ জন।
বাংলাদেশ পরিস্থিতি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, করোনা সংক্রমণের কারণে সারা দেশে রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৮ জন, যা এ পর্যন্ত দেশের একদিনের মৃত্যুর রেকর্ড। এর আগে গত শনিবার দেশে ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেন ৭৭ জন।
বর্তমানে দেশে করোনা সংক্রমণের কারণে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৭৯৩ জনে এবং মোট মৃত্যুর হার ১.৪৫ শতাংশ।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের করোনায় মৃত্যু ৫ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে: জেএইচইউ
গত বছরের মার্চের ১৮ তারিখ বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী মারা যায়। এ বছরের জানুয়ারিতে ৫৬৮ জন,ফেব্রুয়ারিতে ২৮১ জন এবং মার্চে ৬৩৮ জন করোনা রোগী মারা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ৫ হাজার ৮১৯ জন রোগী সংক্রমিত হয়েছে। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৮৪ হাজার ৭৫৬ জনে।
করোনার সাম্প্রতিক ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনার জন্য সরকার ৫ এপ্রিল হতে ৭ দিনের লকডাউন ঘোষণা করে। পরবর্তীতে দোকান ও বিপণিবিতান খোলা রাখার এবং সিটি করপোরেশন এলাকাতে যানচলাচলের অনুমতি দেয়।
আরও পড়ুন: কোভিড-১৯: দেশে একদিনে রেকর্ড ৭৮ মৃত্যু, শনাক্ত ৫৮১৯
চলমান টিকাদান কার্যক্রম
সরকার ফেব্রুয়ারির ৭ তারিখ হতে সারাদেশে টিকাদান কার্যক্রম শুরু করে। বর্তমানে বাংলাদেশ করোনা মোকাবিলায় অ্যাস্ট্রাজেনেকার টিকাটি ব্যবহার করছে, যা ভারতের সেরাম ইন্সটিটিউট হতে সংগ্রহ করা হয়।
৩ বছর আগে
কোভিড টিকা: দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে ৭ এপ্রিল
আগামী ৭ এপ্রিল থেকে করোনার টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
৩ বছর আগে
করোনা: ২৪ ঘণ্টায় দেশে টিকা নিয়েছেন আড়াই লাখেরও বেশি মানুষ
দেশব্যাপী চলমান টিকাদান কর্মসূচিতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনার টিকা নিয়েছেন দুই লাখ ৬১ হাজার ৯৪৫ জন। যাদের মধ্যে পুরুষ এক লাখ ৬৪ হাজার ৯৩৬ জন এবং নারী ৯৭ হাজার নয়জন।
৩ বছর আগে
করোনা: ২৪ ঘণ্টায় দেশে টিকা নিয়েছেন সোয়া দুই লাখেরও বেশি মানুষ
দেশব্যাপী চলমান টিকাদান কর্মসূচিতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনার টিকা নিয়েছেন দুই লাখ ২৬ হাজার ৭৫৫ জন। যাদের মধ্যে পুরুষ এক লাখ ৪৫ হাজার ২০৩ জন এবং নারী ৭১ হাজার ৫৫২ জন।
৩ বছর আগে