টিকাদান কর্মসূচি শুরুর নয় মাসের মধ্যে ১০০ কোটি করোনা টিকার ডোজ প্রয়োগের ইতিহাস তৈরি করল ভারত। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ভারত ‘অল্প সময়ের’ মধ্যে এই কৃতিত্ব দেখালো। এর আগে চীন গত জুন মাসে ১০০ কোটি কোভিড টিকা দেয়ার মাইলফলক স্পর্শ করেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মাইলফলককে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে একে ১৩০ কোটি ভারতীয়দের সম্মিলিত প্রচেষ্টার জয়’ বলে উল্লেখ করেছেন। এছাড়া তিনি চিকিৎসক, নার্স এবং যারা এই কৃতিত্ব অর্জনের জন্য কাজ করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
ভারতের স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মানদাভিয়া এক টুইটে বলেন, ‘অভিনন্দন ভারত! এ সাফল্য আমাদের দূরদর্শী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের ফল।’