ফরিদপুরের ভাঙ্গায় সিত্রাং এর তাণ্ডবে দুই বাসের ওপর একটি বিশালাকৃতির বিলবোর্ড ভেঙে পড়েছে। সে সময় বাসের ভেতরে থাকা চালক ও হেলপারদের স্থানীয় লোকজন উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
মঙ্গলবার দুপুরে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিম উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করছেন।
এর আগে সোমবার (২৪ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে বিশাল আকৃতির একটি বিলবোর্ড ঝড়ের সময় বাস দুটির ওপর আছড়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত ভাঙ্গা চৌরাস্তা ফ্লাইওভারের চতুর্দিকে অসংখ্য বিলবোর্ড অপরিকল্পিতভাবে ঝুঁকিপূর্ণ স্থানে বসানো হয়েছে। এসব বিলবোর্ড সামান্য বাতাসে মাঝেমধ্যেই ভেঙে পড়ার নজির রয়েছে।
অত্যাধুনিক হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গা চৌরাস্তা একটি দৃষ্টিনন্দন স্থান। প্রতিদিন এখানে হাজারো বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও দূর-দূরান্তের পর্যটক ভিড় জমায়। অত্যাধুনিক এই সড়কটির চারপাশে বিভিন্ন ভবনের ছাদে অপরিকল্পিতভাবে ঝুঁকিপূর্ণ স্থানে বসানো হয়েছে শত শত বিলবোর্ড। এসব বিলবোর্ড থেকে এক শ্রেণির সুবিধাভোগী গোষ্ঠী মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহানুর রহমান বলেন, প্রচণ্ড ঝোড়ো বাতাসে বড় একটি বিলবোর্ড দুটি বাসের ওপর ভেঙ্গে পড়ে। বাস দুটির ক্ষতি হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিম উদ্দিন জানান, অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণের জন্য আমরা ইতোমধ্যেই রোড এন্ড হাইওয়েকে নির্দেশনা দিয়েছি। তারা বিলবোর্ড সরাতে কয়েকদিন আগে মাইকিং করছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড না সরানো হলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।