রাজধানীতে বিলবোর্ড ভেঙে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীবাজারে সোহরাওয়ার্দী কলেজের সামনে এই ঘটনা ঘটে।
আহত সুমাইয়া মোস্তফা প্রাপ্তী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোবাইল বিপনন কোম্পানি স্যামসাংয়ের বিলবোর্ডটি জরাজীর্ণ অবস্থায় থাকায় হঠাৎ ভেঙে পড়ে। এসময় ঘটনাস্থলে থাকা দুজন আহত হন। পরে তারা আহত দুজনকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় আহত জবি শিক্ষার্থীর মৃত্যু
আহত প্রাপ্তীর বন্ধু মুন হাসান বলেন, প্রাপ্তি রাতে তার মেসের সামনেই একটি দোকান থেকে খাবার কিনতে গিয়ে ছিল। ফেরার সময় হঠাৎ করেই বিলবোর্ড ভেঙে পড়ে এবং আহত হন।
এই বিষয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক নিউটন হাওলাদার বলেন, আমরা ন্যাশনাল মেডিকেল থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গিয়েছিলাম। সেখানে সিটিস্ক্যান করা হয়েছে। নিরিবিলি পরিবেশের জন্য তাকে আমরা ন্যাশনাল মেডিকেলে নিয়ে এসেছি। আপাতত সে আশঙ্কামুক্ত।
আরও পড়ুন: জবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর তদন্তের দাবি
তিনি বলেন, পরবর্তীতে এমন ঘটনা যেনো না ঘটে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা বিলবোর্ডের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।