রাঙামাটি
কর্ণফুলিতে ডুবে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১
রাঙামাটির কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এছাড়া আরও এক পর্যটক এখনও নিঁখোজ রয়েছেন। বুধবার বিকাল ৫টায় কাপ্তাইয়ের সীতাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লোকাস বৈদ্য (১৯) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা গ্রামের অপু বৈদ্যের ছেলে এবং চট্টগ্রাম ইসলামিয়া কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। নিঁখোজ ব্যক্তির নাম অপূর্ব সাহা (১৮)।
নৌবাহিনীর ডুবুরি দলের উদ্ধার অভিযান এখনও চলছে।এছাড়া অপর একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
জানা যায়,চট্টগ্রামের আন্দরকিল্লা থেকে ছয় বন্ধু কাপ্তাইয়ে বেড়াতে এসে বুধবার বেলা তিনটার দিকে কর্ণফুলী নদীতে গোসল করতে নামে। এসময় তারা ছয়জনই পানিতে তলিয়ে যায়। এদের মধ্যে তিনজন পাড়ে উঠতে সক্ষম হয়। বাকি তিনজনকে খুঁজে পাওয়া যায় না। খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা ৩টা ১০ মিনিটের দিকে ঘটনাস্থলে এসে মুমূর্ষু অবস্থায় একজনকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা সদর হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন: ফুলবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
উপজেলা সদর হাসপাতালের চিকিৎসক জানান, আহত ব্যক্তি বর্তমানে সুস্থ আছেন।
কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পরিদর্শক নুরুল করিম বলেন, ছয় বন্ধু কাপ্তাইয়ে বেড়াতে এসে কর্ণফুলী নদীতে গোসল করতে নামে। তাদের মধ্যে তিনজন সাঁতরিয়ে উঠতে পারলেও তিনজন নদীর পানিতে তলিয়ে যায়। একজনকে জীবিত ও একজনের লাশ উদ্ধার করলেও অপর একজনকে উদ্ধারে কাজ চলছে।
উল্লেখ্য, গত বছর একই এলাকায় গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সাঁতার প্রতিযোগিতায় নেমে পানিতে ডুবে কমিশনারের মৃত্যু
১৩৩২ দিন আগে
রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় গোয়েন্দা সংস্থার ২ সদস্য নিহত
রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় গোয়েন্দার সংস্থার দুই সদস্য নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টায় রাঙামাটি শহরের পাবলিক হেল্থ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আবু দাউদ (২৮)ও ঈসা রুহুলুল্লাহ (২৫)।
প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে ওই দুই আরোহী বনরূপা থেকে ভেদভেদী যাওয়ার পথে পাবলিক হেল্থ এলাকায় আসলে প্রথমে সিএনজির সাথে মোটরসাইকেলটি ধাক্কা লেগে রাস্তায় পরে যায়। পরে চট্টগ্রাম থেকে আসা পাহাড়ীকার চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ঘটনারস্থলে রয়েছেন এবং লাশ দুটি রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি জানিয়েছেন।
পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত
ঈদের ছুটিতে ভ্রমণের পূর্ব প্রস্তুতি এবং দুর্ঘটনা এড়াতে কিছু সতর্কতা
১৩৪৭ দিন আগে
চমেক হাসপাতালে হাজতির মৃত্যু
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাঙামাটি কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে হাসপাতালের ২৪নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত কাঈসাং মারমা (৫৬) রাঙামাটির চন্দ্রঘোনা থানার রাইখালী এলাকার চাইহ্লা প্রু মারমার ছেলে।
আরও পড়ুন: এক ঘণ্টার ব্যবধানে চট্টগ্রাম কারাগারে ২ হাজতির মৃত্যু
চমেক হাসপাতালে দায়িত্বরত পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, মাদক মামলার এই আসামি কাঈসাং মারমা গত ১৯ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে তাকে চমেক হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে ২৪নং ওয়ার্ডে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে অসুস্থ হাজতির মৃত্যু
লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
১৩৪৯ দিন আগে
রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে মানসিক প্রতিবন্ধীর মৃত্যু
রাঙামাটি জেলার কাপ্তাইয়ে বুধবার বন্য হাতির আক্রমণে এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে ১ জনের মৃত্যু
কাপ্তাই পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহিনুর রহমান জানান, ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং বুধবার রাত ৯টার দিকে কাপ্তাই নৌ সড়ক এলাকায় ঘোরাঘুরি করার সময় বন্য হাতি তাকে পদদলিত করে হত্যা করে।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
১৩৫২ দিন আগে
ঢাকায় ৪৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড
ঢাকায় বুধবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। রাজধানীতে শিলাবৃষ্টিসহ বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ কিলোমিটার।
হঠাৎ এমন বৃষ্টিতে শহরের কিছু অংশে পানি জমে যায় এবং যানজটের সৃষ্টি হয়। এসময় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অফিস ও স্কুলগামীরা।
ঢাকা ছাড়াও রংপুর, নওগাঁ, কুড়িগ্রাম, দিনাজপুর, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, হাতিয়া, সন্দ্বীপ, রাঙামাটি, ফরিদপুর ও রাজবাড়ী জেলাসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী বয়ে গেছে।
আরও পড়ুন: দেশের উত্তরাঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
সারাদেশে শিলাবৃষ্টিসহ বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ৫৫ কিলোমিটার।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেছেন, গত মধ্যরাতে রংপুর জেলায় সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যেখানে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৮ কিলোমিটার।
তিনি আরও বলেন, দেশের অনেক স্থানে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসের কারণে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে দুই নম্বর সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার ঢাকা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী, ফরিদপুর, নোয়াখালী, হাতিয়াসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, পশ্চিমাঞ্চলীয় নিম্নচাপটি উপ-হিমালয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী নিম্নাংশ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আরও পড়ুন: ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
১৩৫৩ দিন আগে
রাঙামাটিতে পাহাড় ধসে ২ শ্রমিক নিহত
রাঙামাটির কাউখালীতে পাহাড় কেটে বাড়ি নির্মাণের সময় পাহাড় ধসে দুজন নির্মাণশ্রমিক মারা গেছেন। শুক্রবার সকালে উপজেলার বেতবুনিয়ার মনাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত শ্রমিকেরা হলেন- দক্ষিণ পাড়ার মৃত কবির আহমদ মিস্ত্রির ছেলে মো.পেয়ার মোহাম্মদ (৫০) এবং বেনুবনের অঞ্জন বড়ুয়ার ছেলে সুফল বড়ুয়া (৩৮।
আরও পড়ুন: চট্টগ্রামে পাহাড় ধসে শিশুর মৃত্যু
জানা গেছে, বেতবুনিয়ার মাইল্যাছোলা এলাকায় স্থানীয় সাধন বড়ুয়ার বাড়িতে পাহাড় কেটে দেয়াল নির্মাণের কাজ করছিলেন ওই শ্রমিকেরা। হঠাৎ পাহাড় ধসে পড়ে এবং ওই শ্রমিকেরা ধসে পড়া মাটির নিচে চাপা পড়েন। এরপর স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।
বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক বিকাশ সরকার জানান, খবর পেয়ে বেতবুনিয়া ফাঁড়ির পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে নিহত দুজনের লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠান।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এস শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ বা মামলা করেনি। কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের ৫ জন নিহত
কক্সবাজারে পাহাড় ধসে ২ রোহিঙ্গা নিহত
১৩৫৭ দিন আগে
৩ দিনব্যাপী বৈসাবি উৎসব শুরু আজ
করোনার কারণে দুই বছরের মলীন উদযাপনের পর মঙ্গলবার থেকে শুরু হয়েছে খাগড়াছড়ি ও রাঙামাটির পার্বত্য জেলায় বসবাসকারী বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী নববর্ষ উৎসব ‘বৈসাবি’।
'বৈসাবি' শব্দটি ত্রিপুরা সম্প্রদায়ের বৈশুক, মারমাদের সাংগ্রাই এবং চাকমা সম্প্রদায়ের বিজু উৎসবের বাংলা সংক্ষিপ্ত রূপের সংমিশ্রণ।
দুই জেলার চাকমা ও ত্রিপুরা সম্প্রদায়ের সদস্যরা তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী বিজু উৎসবের প্রথম দিন 'ফুল বিজু'তে চাঙ্গি নদী ও বিভিন্ন খালে ফুল বিসর্জন করেন।
ঐতিহ্যবাহী পোশাক পরে যুবতী ও শিশুরা সকালে নদীতে ফুল ডুবিয়ে মা গঙ্গার কাছে আশীর্বাদ কামনা করেছে। এসময় করোনা এবং আগের বছরের সমস্ত হতাশা ও দুঃখের দ্রুত অবসানের জন্য প্রার্থনা করা হয়।
প্রতি বছর, রাঙামাটিতে বসবাসকারী ১৩টির মতো জাতিগত সম্প্রদায় বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু, জল উৎসব এবং বাংলা নববর্ষের মতো উৎসব উদযাপন করে।
আরও পড়ুন: রাঙামাটিতে ৫ দিনব্যাপী বৈসাবি মেলা আয়োজন
উৎসবের আগে রাঙামাটিতে ৫ দিনব্যাপী মেলা শুরু হয় ৫ এপ্রিল থেকে, যেখানে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৩ এপ্রিল, 'মুল বিজু', 'বৈশু' বা 'বিশু' নামে পরিচিত উৎসবের দ্বিতীয় দিন। উৎসবের মূল আকর্ষণ হল 'পাচন' নামে একটি দেশীয় খাবার যা প্রতিটি বাড়িতে রান্না করা হয়।
বাংলা নববর্ষ উদযাপনের দিন ১৪ এপ্রিল থেকে শুরু হবে মারমা সম্প্রদায়ের ‘জলকেলি’ নামে তিন দিনব্যাপী পানি নিক্ষেপ উৎসব।
জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে এবারও আয়োজন করা হয়েছে জমকালো জলকেলি উৎসব।
আরও পড়ুন: বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার পেলেন ড. আতিউর রহমান
১৩৬১ দিন আগে
রাঙামাটিতে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য আটক
রাঙামাটির নানিয়ারচর উপজেলার খারিকক্ষ্যং এলাকা থেকে শুক্রবার ভোরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আটক প্রশান্ত তঞ্চঙ্গ্যা (৫২) ইউপিডিএফের সক্রিয় সদস্য।
নানিয়ারচর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রুবাইয়াত হুসাইন পিএসসি জানান, শুক্রবার ভোররাতে খারিকক্ষ্যং এলাকার গুইছড়িতে অভিযান চালিয়ে প্রশান্তকে আটক করা হয়।
এসময় তার কাছে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ওয়াকি-টকি, চারটি নোটবুক ও চাঁদাবাজি রশিদের একটি কপি জব্দ করা হয়।
প্রশান্ত চাঁদাবাজি ও খুনের সঙ্গে জড়িত বলে জানান ওই কর্মকর্তা।
পরে তাকে রাঙামাটি থানায় হস্তান্তর করা হয়।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, আটক প্রশান্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন: কেরানীগঞ্জে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেপ্তার
ফরিদপুরে অনলাইন জুয়ারি আটক
১৩৬৫ দিন আগে
৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া অফিস আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিন বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) এক বুলেটিনে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তবে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এছাড়া সিলেট বিভাগ এবং রাঙামাটি ও রাজশাহী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ দুর্বল হওয়ার সম্ভাবনা
সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
বুলেটিনে আরও বলা হয়েছে, পশ্চিমাঞ্চলীয় নিম্নচাপটি উপ-হিমালয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
ইতোমধ্যে, দক্ষিণপূর্ব- বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরের উপর গভীর নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে মিয়ানমার উপকূল অতিক্রম করে (পাথেইনের কাছে)। পরে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এবং উত্তর-উত্তরপূর্ব দিকে আরও অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।
আরও পড়ুন: বিশ্বে সবচেয়ে দূষিত দেশের তালিকায় শীর্ষে বাংলাদেশ
১৩৮১ দিন আগে
রাঙামাটিতে ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা
রাঙামাটিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে জেলা সদর হাসপাতালের প্রবেশ মুখে এই ঘটনা ঘটে।
নিহত জয় ত্রিপুরা (২৫) শহরের দেবাশীষ নগরের বাসিন্দা খোকন মনি ত্রিপুরার ছেলে ও জেলা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক।
আরও পড়ুন: গাইবান্ধায় ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা ‘খুন ’
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, রাত আড়াইটার দিকে রাঙামাটি সদর হাসপাতালের প্রবেশ মুখে জয় ত্রিপুরা দাঁড়িয়ে ছিল। এসময় কয়েকজন দুর্বৃত্তরা হঠাৎ এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে মাটিতে পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
আরও পড়ুন: মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত
ওসি জানান, কে বা কারা তাকে হত্যা করেছে এখনও জানা যায়নি। হত্যাকারীদের চিহ্নিত করতে তদন্ত চলছে।
১৩৮৭ দিন আগে