রাঙামাটির কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এছাড়া আরও এক পর্যটক এখনও নিঁখোজ রয়েছেন। বুধবার বিকাল ৫টায় কাপ্তাইয়ের সীতাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লোকাস বৈদ্য (১৯) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা গ্রামের অপু বৈদ্যের ছেলে এবং চট্টগ্রাম ইসলামিয়া কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। নিঁখোজ ব্যক্তির নাম অপূর্ব সাহা (১৮)।
নৌবাহিনীর ডুবুরি দলের উদ্ধার অভিযান এখনও চলছে।এছাড়া অপর একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
জানা যায়,চট্টগ্রামের আন্দরকিল্লা থেকে ছয় বন্ধু কাপ্তাইয়ে বেড়াতে এসে বুধবার বেলা তিনটার দিকে কর্ণফুলী নদীতে গোসল করতে নামে। এসময় তারা ছয়জনই পানিতে তলিয়ে যায়। এদের মধ্যে তিনজন পাড়ে উঠতে সক্ষম হয়। বাকি তিনজনকে খুঁজে পাওয়া যায় না। খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা ৩টা ১০ মিনিটের দিকে ঘটনাস্থলে এসে মুমূর্ষু অবস্থায় একজনকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা সদর হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন: ফুলবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
উপজেলা সদর হাসপাতালের চিকিৎসক জানান, আহত ব্যক্তি বর্তমানে সুস্থ আছেন।
কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পরিদর্শক নুরুল করিম বলেন, ছয় বন্ধু কাপ্তাইয়ে বেড়াতে এসে কর্ণফুলী নদীতে গোসল করতে নামে। তাদের মধ্যে তিনজন সাঁতরিয়ে উঠতে পারলেও তিনজন নদীর পানিতে তলিয়ে যায়। একজনকে জীবিত ও একজনের লাশ উদ্ধার করলেও অপর একজনকে উদ্ধারে কাজ চলছে।
উল্লেখ্য, গত বছর একই এলাকায় গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়।