ইউনিয়ন পরিষদের নির্বাচন
এক ইউনিয়নের সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যানসহ সকল সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হোসেন জানান, গত ১১ নভেম্বর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ওইদিন যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যের ১৩টি পদে একক প্রার্থী থাকায় সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর এ ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল।
আরও পড়ুন: বরিশালে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ভ্যানচালকের মৃত্যু, আটক ৩
নির্বাচিতরা হলেন, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম তুষার, সাধারণ সদস্য পদে নাজিম উদ্দিন, কবির হোসেন, শাহজালাল সরকার, অরুন মিয়া, বিপ্লব মিয়া, নজরুল ইসলাম, আহাদ আলী, মো. মজনু মিয়া, কামরুল হাসান ও সংরক্ষিত নারী সদস্য পদে আসমা আক্তার, আমেনা খাতুন ও মিনা আক্তার।
আরও পড়ুন: নির্বাচনে জয়ী হওয়ার একদিন পরে চাঁদপুরে ইউপি সদস্যের মৃত্যু
উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ১১টিতে আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিতব্য হবে। তবে, ভোটের আগেই সেখানকার আটটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিত আট জনের মধ্যে সাত জনই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং বাকি একজন স্বতন্ত্র প্রার্থী ।
২ বছর আগে
বহিষ্কৃত বিএনপি নেতার মনোনয়ন ক্রয় করলেন আ’লীগ নেতা
বিএনপির বহিষ্কৃত নেতার পক্ষে আওয়ামী লীগ নেতার মনোনয়নপত্র ক্রয় নিয়ে নারায়ণগঞ্জে ক্ষোভ তৈরি হয়েছে। এমনকি `আওয়ামী লীগের সমর্থনে’ ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বির্তকিত এই নেতা।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলা নির্বাচন রির্টানিং অফিসারের কার্যালয় থেকে বহিষ্কৃত বিএনপি নেতা মনিরুল আলম সেন্টুর পক্ষে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন মনোনয়নপত্র ক্রয় করেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের তদন্ত ‘আইওয়াশ’: বিএনপি
জানা গেছে, বিএনপি নেতা মনিরুল আলম সেন্টুকে নৌকার প্রার্থী করা হচ্ছে। তার নাম আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়েও পাঠানো হয়েছে। এমন খবরে যখন স্থানীয় আওয়ামী লীগসহ জেলাজুড়ে তোলপাড় চলছিল, তখন কুতুবপুর আওয়ামী লীগের সভাপতির এমন কাণ্ডে ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করেছেন দলটির তৃণমূল। অনেক নেতাই জসিম উদ্দিনদেরকে `আওয়ামী লীগের বিষফোঁড়া’ বলে মন্তব্য করেছেন।
তারা বলেন, `জসিম উদ্দিনরা কখনই জাতির জনকের আদর্শ নিয়ে রাজনীতি করতে আসেনি। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মীও নন। তারা নির্দিষ্ট একটি গোষ্ঠীর আজ্ঞাবহ হিসেবে কাজ করে যাচ্ছেন। তারা দলের থেকে ব্যক্তি স্বার্থটাকেই বড় করে দেখছেন। একজন ব্যক্তির হয়ে তারা কাজ করছেন। এটা দলের নেতার কাজ হতে পারে না।’
আরও পড়ুন: নারায়ণগঞ্জের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় খাদ্যমন্ত্রীর শোক
এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের নেত্রী সবসময় বলেছেন, আমাদের প্রকৃত একশ কর্মী হলেই যথেষ্ট। হাইব্রিড এক হাজার দরকার নেই। তারপরও তারা কীভাবে একজন বিএনপি নেতাকে নৌকার প্রার্থী হিসেবে ভাড়া করে নিয়ে আসছে! আমাদের দলের কী এতটাই করুণ অবস্থা?’
৩ বছর আগে
খুলনার ৩৪ ইউপির ২১টিতে নৌকার প্রার্থী জয়ী
খুলনার পাঁচ উপজেলার ৩৪ ইউনিয়নের মধ্যে ২১টিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। বাকি আটটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও চারটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। এছাড়া একটি ইউনিয়নে চেয়ারম্যান পদের ফলাফল স্থগিত রয়েছে।
রিটার্নিং কর্মকর্তা সূত্র জানায়, কয়রা উপজেলার আমাদি ইউনিয়নে আওয়ামী লীগের জিয়াউর রহমান, বাগালী ইউনিয়নে আওয়ামী লীগের মো. আবদুস সামাদ গাজী, মহেশ্বরীপুর ইউনিয়নে আওয়ামী লীগের শাহনেওয়াজ শিকারী, মহারাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. আবদুল্লাহ আল মাহমুদ, উত্তর বেদকাশী ইউনিয়নে আওয়ামী লীগের মো. নুরুল ইসলাম সরদার, দক্ষিণ বেদকাশী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আছের আলী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: ইউপি নির্বাচন: বাগেরহাটে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ
দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাব্বির আহমেদ, দাকোপ সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিনয় কৃষ্ণ রায়, কৈলাশগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের মিহির মন্ডল, সুতারখালী ইউনিয়নে আওয়ামী লীগের মাসুম আলী ফকির, কামারখোলা ইউনিয়নে আওয়ামী লীগের পঞ্চানন কুমার মন্ডল, তিলডাঙ্গা ইউনিয়নে স্বতন্ত্র জালাল উদ্দিন গাজী, বাজুয়াইউনিয়নে আওয়ামী লীগের মানস কুমার রায়, বানিশান্তা ইউনিয়নে আওয়ামী লীগের সুদেব কুমার রায় নির্বাচিত হয়েছেন। এর আগে দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নে আওয়ামী লীগের শেখ যুবরাজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নে স্বতন্ত্র আসলাম হালদার, বালিয়াডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী শেখ মো. আসাবুর রহমান, আমীরপুর ইউনিয়নে আওয়ামী লীগের জি এম মিলন নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: মোংলায় নির্বাচনী সহিংসতায় নারী নিহত, আহত ৪
দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মো. মফিজুল ইসলাম, বারাকপুর ইউনিয়নে আওয়ামী লীগের গাজী জাকির হোসেন, দিঘলিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মো. হায়দার আলী মোড়ল, সেনহাটী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী জিয়া গাজী, আড়ংঘাটা ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী এস এম ফরিদ আকতার, যোগীপোল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মো. সাজ্জাদুর রহমান লিংকন নির্বাচিত হয়েছেন।
পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে আওয়ামী লীগের মো. আবদুল মান্নান গাজী, রাড়লী ইউনিয়নে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ, গড়ইখালী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আবদুস সালাম, গদাইপুর ইউনিয়নে আওয়ামী লীগের শেখ জিয়াদুল ইসলাম জিয়া, চাঁদখালী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী শাহজাদা মো. আবু ইলিয়াস, দেলুটি ইউনিয়নে আওয়ামী লীগের রিপন কুমার মন্ডল, লতা ইউনিয়নে আওয়ামী লীগের কাজল কান্তি বিশ্বাস, লস্কর ইউনিয়নে আওয়ামী লীগের কে এম আরিফুজ্জামান, কপিলমুনি ইউনিয়নে আওয়ামী লীগের মো. কওছার আলী জোয়াদ্দার নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: বাগেরহাটের ৬৫ ইউনিয়নে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু
কয়রা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হযরত আলী জানান, ব্যালট পেপার ছিনিয়ে নেয়ায় কয়রা সদর ইউনিয়নের ৪ নং কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেয় হলে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদের ফলাফল স্থগিত রাখা হয়েছে।
৩ বছর আগে
করোনার ঝুঁকি নিয়েই বরিশালে চলছে ভোটগ্রহণ
মহামারি করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেই বরিশালের ৯ উপজেলার ৫০টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও মেম্বার পদে ভোট গ্রহণ চলছে। তবে কেন্দ্রে ভোটারদের খুব একটা উপস্থিতি নেই।
সংশ্লিষ্টরা জানান, টানা বৃষ্টি এবং বৈরী আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি কম বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: খুলনার ৫ উপজেলার ৩৪ ইউনিয়নের ভোট গ্রহণ ২১ জুন
বরিশাল সদর উপজেলার তিন, বাবুগঞ্জের চার, গৌরনদীর সাত, বানারীপাড়া সাত, বাকেরগঞ্জে ১১, হিজলায় চার, মেহেন্দিগঞ্জে দুই, মুলাদীতে ছয় ও উজিরপুরে ৬ ইউনিয়ন চলমান এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯ লাখ ২০ হাজার ৪৬৩ জন। এর মধ্যে নারী ৪ লাখ ৫২ হাজার ৩৩০ ও পুরুষ ৪ লাখ ৬৮ হাজার ১৩৩ জন।
আরও পড়ুন: পৌরসভা নির্বাচন: ব্রাহ্মণবাড়িয়ায় মেয়র পদে লড়বেন ৬ জন
নয় উপজেলায় ৫০ ইউনিয়নে ভোট কেন্দ্রের সংখ্যা ৪৭৪ এবং ভোট কক্ষের সংখ্যা ২ হাজার ৯৬৮। এছাড়া বরিশাল জেলার সদর উপজেলার চরবাড়িয়া, মুলাদীর গাছুয়া, বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ও গৌরনদীর বাটাজোর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন: পৌরসভা নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপির
বরিশালের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথাও কোন গোলযোগ কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেউ কোনরকম অভিযোগও করেননি।
৩ বছর আগে