মহামারি করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেই বরিশালের ৯ উপজেলার ৫০টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও মেম্বার পদে ভোট গ্রহণ চলছে। তবে কেন্দ্রে ভোটারদের খুব একটা উপস্থিতি নেই।
সংশ্লিষ্টরা জানান, টানা বৃষ্টি এবং বৈরী আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি কম বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: খুলনার ৫ উপজেলার ৩৪ ইউনিয়নের ভোট গ্রহণ ২১ জুন
বরিশাল সদর উপজেলার তিন, বাবুগঞ্জের চার, গৌরনদীর সাত, বানারীপাড়া সাত, বাকেরগঞ্জে ১১, হিজলায় চার, মেহেন্দিগঞ্জে দুই, মুলাদীতে ছয় ও উজিরপুরে ৬ ইউনিয়ন চলমান এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯ লাখ ২০ হাজার ৪৬৩ জন। এর মধ্যে নারী ৪ লাখ ৫২ হাজার ৩৩০ ও পুরুষ ৪ লাখ ৬৮ হাজার ১৩৩ জন।
আরও পড়ুন: পৌরসভা নির্বাচন: ব্রাহ্মণবাড়িয়ায় মেয়র পদে লড়বেন ৬ জন
নয় উপজেলায় ৫০ ইউনিয়নে ভোট কেন্দ্রের সংখ্যা ৪৭৪ এবং ভোট কক্ষের সংখ্যা ২ হাজার ৯৬৮। এছাড়া বরিশাল জেলার সদর উপজেলার চরবাড়িয়া, মুলাদীর গাছুয়া, বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ও গৌরনদীর বাটাজোর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন: পৌরসভা নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপির
বরিশালের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথাও কোন গোলযোগ কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেউ কোনরকম অভিযোগও করেননি।