বিএনপির বহিষ্কৃত নেতার পক্ষে আওয়ামী লীগ নেতার মনোনয়নপত্র ক্রয় নিয়ে নারায়ণগঞ্জে ক্ষোভ তৈরি হয়েছে। এমনকি `আওয়ামী লীগের সমর্থনে’ ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বির্তকিত এই নেতা।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলা নির্বাচন রির্টানিং অফিসারের কার্যালয় থেকে বহিষ্কৃত বিএনপি নেতা মনিরুল আলম সেন্টুর পক্ষে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন মনোনয়নপত্র ক্রয় করেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের তদন্ত ‘আইওয়াশ’: বিএনপি
জানা গেছে, বিএনপি নেতা মনিরুল আলম সেন্টুকে নৌকার প্রার্থী করা হচ্ছে। তার নাম আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়েও পাঠানো হয়েছে। এমন খবরে যখন স্থানীয় আওয়ামী লীগসহ জেলাজুড়ে তোলপাড় চলছিল, তখন কুতুবপুর আওয়ামী লীগের সভাপতির এমন কাণ্ডে ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করেছেন দলটির তৃণমূল। অনেক নেতাই জসিম উদ্দিনদেরকে `আওয়ামী লীগের বিষফোঁড়া’ বলে মন্তব্য করেছেন।
তারা বলেন, `জসিম উদ্দিনরা কখনই জাতির জনকের আদর্শ নিয়ে রাজনীতি করতে আসেনি। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মীও নন। তারা নির্দিষ্ট একটি গোষ্ঠীর আজ্ঞাবহ হিসেবে কাজ করে যাচ্ছেন। তারা দলের থেকে ব্যক্তি স্বার্থটাকেই বড় করে দেখছেন। একজন ব্যক্তির হয়ে তারা কাজ করছেন। এটা দলের নেতার কাজ হতে পারে না।’
আরও পড়ুন: নারায়ণগঞ্জের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় খাদ্যমন্ত্রীর শোক
এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের নেত্রী সবসময় বলেছেন, আমাদের প্রকৃত একশ কর্মী হলেই যথেষ্ট। হাইব্রিড এক হাজার দরকার নেই। তারপরও তারা কীভাবে একজন বিএনপি নেতাকে নৌকার প্রার্থী হিসেবে ভাড়া করে নিয়ে আসছে! আমাদের দলের কী এতটাই করুণ অবস্থা?’