পুঁজিবাজারের প্রথম দিনের লেনদেন শেষ হলো সূচকের পতনের মধ্য দিয়ে। ঢাকা-চট্টগ্রাম দুই বাজারের কমেছে সূচক। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (১৬ ফেব্রুয়ারি) প্রধান সূচক ডিএসইএক্স এবং শরীয়াভিত্তিক ডিএসইএস কমেছে ২ পয়েন্ট।
বাছাইকৃত শেয়ার কোম্পানি ব্লু-চিপ সূচক ডিএস-৩০ ২ পয়েন্ট বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। ডিএসইতে লেনদেন হওয়া ৪০৯ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৮, কমেছে ১৯৬ এবং অপরিবর্তিত আছে ৭৫ কোম্পানির শেয়ারের দাম।
ক্যাটাগরির হিসাবে তিন ক্যাটাগরিতেই দরপতন হয়েছে বেশিরভাগ কোম্পানির। ‘এ’ ক্যাটাগরির ৮৪ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দাম কমেছে ১০১ এবং অপরিবর্তিত আছে ৪৫ কোম্পানির শেয়ারের দাম।
আরও পড়ুন: পুঁজিবাজারে উত্থানের জোয়ারেও কমেনি মন্দ শেয়ারের দৌরাত্ম্য
‘বি’ ক্যাটাগরিতে দাম বেড়েছে ৩০, কমেছে ৩৮ এবং অপরিবর্তিত আছে ১১ কোম্পানির শেয়ারের দাম। জেড ক্যাটাগরিতে লেনদেন হওয়া ১০০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪, কমেছে ৫৭ এবং অপরিবর্তিত আছে ১৯ কোম্পানির শেয়ারের দাম।
লেনদেন হওয়া মিউচুয়াল ফান্ডের মধ্যে বেশিরভাগেরই দাম ছিল অপরিবর্তিত। ৩৭ মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বদলায়নি ২২ কোম্পানির, কমেছে ৯ এবং বেড়েছে ৬ কোম্পানির শেয়ারের দাম।
১১ সরকারি সিকিউরিটিজের মধ্যে দাম কমেছে ১০টিরই, বেড়েছে একটির। ৪ কর্পোরেট বন্ডের মধ্যে দাম বেড়েছে ১, অপরিবর্তিত ১ এবং কমেছে ২।
ডিএসই'র ব্লক মার্কেটে মোট ২৭ কোম্পানির ২৩ লাখ শেয়ার ১৬ কোটি ৭০ লাখ টাকায় লেনদেন হয়েছে। এরমধ্যে এসিআই লিমিটেড সর্বোচ্চ ৪ কোটি ১৯ লাখ টাকায় ২ কোটি ৬৯ লাখ শেয়ার বিক্রি করেছে।
সূচক কমলেও লেনদেন বেড়েছে ডিএসইতে। সারাদিনের লেনদেনে ডিএসইতে মোট ৪১৫ কোটি টাকার শেয়ার বেচাকেনা হয়েছে, যা গত কার্যদিবসে ছিল ৪০১ কোটি টাকা।
একদিনের লেনদেনে ৯ দশমিক ৯২ শতাংশ দাম বেড়ে শীর্ষে আছে বিডিকম অনলাইন লিমিটেড। অন্যদিকে ৯ দশমিক ৯২ শতাংশ দাম কমে তলানিতে নিউ লাইন ক্লোথিংস লিমিটেড।
আরও পড়ুন: পুঁজিবাজার: উত্থান দিয়ে সপ্তাহ শুরু
দিনের শুরুতে উত্থান হলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচকের পতন হয়েছে ২৪ পয়েন্ট। লেনদেন হওয়া ১৯০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৩, কমেছে ৯৩ এবং অপরিবর্তিত আছে ২৪ কোম্পানির শেয়ারের দাম।
সারাদিনে মোট সাড়ে ৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে সিএসইতে। এর মধ্যে ১০ শতাংশ দাম বেড়ে শীর্ষে আছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। অন্যদিকে ১০ শতাংশ দাম কমে তলানিতে ন্যাশনাল ফিড মিল লিমিটেড।