টেক্সটাইল
রাজধানীতে টেক্সটাইল-গার্মেন্টস-প্রিন্টিং খাতের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু
রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে টেক্সটাইল, গার্মেন্টস ও প্রিন্টিং খাতের আন্তর্জাতিক প্রদর্শনী।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) প্রকৌশলী মোহাম্মদ মোজাফ্ফর হোসেন এই প্রদর্শনীর উদ্বোধন করেন।
সপ্তমবারের মতো এ প্রদর্শনীতে এশিয়া ও ইউরোপের ১২টি দেশ অংশ নিয়েছে। এসব দেশ থেকে বস্ত্র ও পোশাক শিল্প, ডিজিটাল প্রিন্টিং, সাইন ইন্ডাস্ট্রি, পেপার প্রিন্টিং ও প্যাকেজিং শিল্পের সঙ্গে জড়িত সব ধরনের যন্ত্রপাতি, টেকনোলজি, এক্সেসরিজ উৎপাদনকারী, সরবরাহকারী ও আমদানিকারকরা অংশ নিয়েছে।
আরও পড়ুন: চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে ইইউতে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ১১.৪৭%
এবিষয়ে রেডকার্পেট গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ ইমতিয়াজ বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দেশীয় ও বিদেশি প্রস্তুতকারক, ডিলার ও সরবরাহকারীরা তাদের কাঙ্ক্ষিত ক্রেতা হিসেবে বস্ত্র ও পোশাক খাতের প্রস্তুতকারক, রপ্তানিকারক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ‘বি টু বি’ (বিজনেস টু বিজনেস) সম্পর্ক স্থাপন করতে সক্ষম হবেন। আর তাই বাংলাদেশের বস্ত্র ও পোশাক শিল্প এবং সংশ্লিষ্ট খাতের সঙ্গে জড়িত সব ব্যবসায়ী, শিল্প মালিক, উদ্যোক্তা, টেকনিক্যাল এক্সপার্ট, ইঞ্জিনিয়ার ও মার্চেন্ডাইজারদের নাগালের মধ্যে বিশ্বের আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতির নতুনত্ব ও খুঁটিনাটি পৌঁছে দিতে এ ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নিট প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমই) সহসভাপতি মো. শহীদুল্লাহ আজিম, প্রকৌশলী মো. শফিকুর রহমান, ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টের সভাপতি মো. সাত্তার তালুকদার ও বাংলাদেশ সাইন ম্যাটেরিয়ালস অ্যান্ড মেশিনারিজ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সালাম।
প্রদর্শনী বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকে শনিবার (২৮ অক্টোবর) পর্যন্ত চলবে এবং প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত দর্শণার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
আরও পড়ুন: কৃষি ব্যবসা সংশ্লিষ্টদের সঙ্গে রপ্তানি সম্প্রসারণ ও এলসি নিয়ে আলোচনা রাষ্ট্রদূতের
রবির ৫ কোটি ৭৬ লাখ গ্রাহকের আস্থায় কর পরবর্তী মুনাফা ১০৬ কোটি টাকা
১ বছর আগে
রাজধানীর শ্যামপুরে টেক্সটাইল মিলের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর শ্যামপুরের একটি টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, বেলা ১১টা ২৩ মিনিটের দিকে পাকিজা টেক্সটাইলের চারতলা ভবনের নিচতলায় এ আগুনের সূত্রপাত হয়।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: মোংলা ইপিজেডের আগুন ২৪ ঘণ্টা পর পুরোপুরি নিয়ন্ত্রণে
সিলেটে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, একটিতে আগুন লেগে হেলপারের মৃত্যু
রাজধানীর গেন্ডারিয়ার আগুন নিয়ন্ত্রণে
১ বছর আগে
গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পে বৈচিত্র্য আনার আহ্বান এফবিসিসিআই সভাপতির
পরিস্থিতি উন্নয়নে গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের উদ্যোক্তাদের বিনিয়োগ ক্ষেত্রে বৈচিত্র্য আনার আহ্বান জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)এর সভাপতি মো. জসিম উদ্দিন।
শনিবার এফবিসিসিআই কার্যালয়ে আরএমজি, নিটওয়্যার ও সোয়েটার ইত্যাদি স্থায়ী কমিটির প্রথম বৈঠকে সভাপতি এ আহ্বান জানান।
তিনি বলেন, বেশিরভাগ উদ্যোক্তা কটনভিত্তিক পোশাক ও স্পিনিং খাতে বিনিয়োগ করতে আগ্রহী।তবে বিশ্ববাজারে এখন মানবসৃষ্ট ফাইবারের পোশাকের চাহিদা বাড়ছে,যেটার দামও বেশি।
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংককে সিএ লাইসেন্স দিলো আইসিটি বিভাগ
মো.জসিম উদ্দিন এসময় তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে উদ্যোক্তাদের মানবসৃষ্ট ফাইবারে বিনিয়োগের আহ্বান জানান।
তিনি উল্লেখ করেন, রপ্তানিকারকরা ধীরে ধীরে সস্তা বিদ্যুৎ, জ্বালানি ও শ্রমের সুবিধা হারাচ্ছেন।তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ মূলত তুলনামূলক সস্তা পোশাক রপ্তানি করে থাকে বলে মন্তব্য করেন তিনি।
জসিম উদ্দিন বলেন, প্রতিনিয়ত কাঁচামালের দাম বাড়ছে। তাই শিল্পের অগ্রগতি অব্যাহত রাখতে রপ্তানিকারকদের এখন উচ্চমূল্যের পোশাক রপ্তানিতে মনোযোগ দিতে হবে।
এসময় বাংলাদেশকে নতুনভাবে ব্র্যান্ডিং করার জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: ৬ মাসে গার্মেন্টস শ্রমিকদের ১৮ কোটি টাকা সহায়তা
২ বছর আগে
গ্যাসের দাম না বাড়াতে সরকারের প্রতি বিটিএমএ’র আহ্বান
গ্যাসের দাম না বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে টেক্সটাইল মালিকেরা বলেছেন, গ্যাসের দাম বাড়লে তাদের উৎপাদন খরচ বাড়বে।
তারা স্থানীয় উৎপাদন বৃদ্ধির মাধ্যমে গ্যাস সংকট মোকাবিলায় সরকারের প্রতি আহ্বান জানান।
শনিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এ আহ্বান জানান।
বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, ‘যদি গ্যাসের দাম আরও বাড়ানো হয়, তাহলে এটি স্থানীয় টেক্সটাইল প্রস্তুতকারকদের উপর বড় প্রভাব ফেলবে যারা রপ্তানিমুখী তৈরি পোশাক (আরএমজি) শিল্পে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সরবরাহ করে আসছে।
আরও পড়ুন: প্রত্যাখ্যানের পরও ফের গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব
তিনি দাবি করেন, গ্যাসের দাম বাড়ানো হলে তাদের উৎপাদন খরচ ২৫ শতাংশ বৃদ্ধি পাবে যা বিশ্ববাজারে দেশীয় টেক্সটাইলকে অ-প্রতিযোগিতা করে তুলবে।
তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে স্থানীয় টেক্সটাইল মিলাররা তীব্র গ্যাস সংকটের সম্মুখীন হচ্ছেন। ফলে তাদের উৎপাদন বন্ধ করতে বাধ্য হতে হচ্ছে।
বিটিএমএ সভাপতি বলেন, গত তিন মাস ধরে গ্যাস সংকটের কারণে, আমরা আশংকা করছি, স্থানীয় বাজারে টেক্সটাইল উৎপাদনে ১ দশমিক ৫ বিলিয়ন এবং রপ্তানি বাজারের জন্য দুই বিলিয়ন ক্ষতি হবে।
বিটিএমএ এসময় সরকারের কাছে পাঁচ বছরের একটি দীর্ঘমেয়াদী জ্বালানি নীতিও দাবি করেছেন ।
তারা বলেন, ২০১৯ সালে সর্বশেষ দাম বৃদ্ধির পর বর্তমানে টেক্সটাইল মিলগুলোকে প্রতি ইউনিট গ্যাসের জন্য ১৩ দশমিক ৮৫ টাকা দিতে হয়।
আরও পড়ুন: গ্যাসের দাম বৃদ্ধির পাঁয়তারা করছে সরকার: বিএনপি
২ বছর আগে
চট্টগ্রামে নতুন উৎপাদন ইউনিট চালু করলো অ্যাভেরি ডেনিসন
বাংলাদেশের চট্টগ্রামে আরও একটি উৎপাদন ইউনিট চালু করেছে অ্যাভেরি ডেনিসন। বন্দর নগরীর কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের (কেইপিজেড) দুই হাজার ৫২ বর্গমিটার আয়তন নিয়ে এই ইউনিটটি প্রতিষ্ঠা করা হয়।
স্থানীয় গ্রাহকদের চাহিদা মাফিক এবং উচ্চ গুণগত মান সম্পন্ন সেবা প্রদান এবং এর মাধ্যমে অ্যাভেরি ডেনিসন ও সংশ্লিষ্ট পোশাক প্রস্তুতকারক টেক্সটাইল ব্র্যান্ডের প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা বৃদ্ধি পাবে বলেও প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: রেলযোগে পার্সেল ভ্যানের প্রথম ২ চালান বেনাপোল বন্দরে
এ বিষয়ে দক্ষিণ এশিয়ায় অ্যাভেরি ডেনিসন আরবিআইএস-এর জেনারেল ম্যানেজার ও ভাইস প্রেসিডেন্ট কেনি লিউ বলেন, ‘আমরা স্থানীয় বাজার এবং বিশ্বব্যাপী গ্রাহকদের সেবা প্রদানে আমাদের সক্ষমতা বৃদ্ধি করেছি এবং এই উৎপাদন ইউনিট স্থাপন তেমনই উল্লেখযোগ্য একটি পদক্ষেপ। ইউনিটটির মাধ্যমে বর্তমান প্রগতিশীল বাজারে ইয়ংওয়ান এবং চট্টগ্রামের গ্রাহকদের চাহিদা দ্রুততার সাথে মেটাতে আমরা সক্ষম হবো। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা এবং আরও টেকসই পোশাক শিল্পের দিকে অগ্রসর হওয়াই এই অংশীদারিত্বের মূল লক্ষ্য।’
আরও পড়ুন: দেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে ওয়াশিংটনে স্টেকহোল্ডারদের সভা
কেইপিজেডে বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসবে অ্যাভেরি ডেনিসনকে স্বাগত জানিয়ে ইয়ংওয়ান কর্পোরেশন এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কিহাক সুঙ বলেন, ‘পোশাক ও টেক্সটাইলের জন্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্পে অংশীদারিত্ব করেছে অ্যাভেরি ডেনিসন ও ইয়ংওয়ান। কেইপিজেড এ বিনিয়োগের মাধ্যমে অ্যাভেরি ডেনিসন গ্রাহকদের ব্যবসায়িক খরচ কমিয়ে ও সময় বাঁচিয়ে সেরা মানের সেবা-সুবিধা প্রদান করতে পারবে।’
৩ বছর আগে