গ্যাসের দাম না বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে টেক্সটাইল মালিকেরা বলেছেন, গ্যাসের দাম বাড়লে তাদের উৎপাদন খরচ বাড়বে।
তারা স্থানীয় উৎপাদন বৃদ্ধির মাধ্যমে গ্যাস সংকট মোকাবিলায় সরকারের প্রতি আহ্বান জানান।
শনিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এ আহ্বান জানান।
বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, ‘যদি গ্যাসের দাম আরও বাড়ানো হয়, তাহলে এটি স্থানীয় টেক্সটাইল প্রস্তুতকারকদের উপর বড় প্রভাব ফেলবে যারা রপ্তানিমুখী তৈরি পোশাক (আরএমজি) শিল্পে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সরবরাহ করে আসছে।
আরও পড়ুন: প্রত্যাখ্যানের পরও ফের গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব
তিনি দাবি করেন, গ্যাসের দাম বাড়ানো হলে তাদের উৎপাদন খরচ ২৫ শতাংশ বৃদ্ধি পাবে যা বিশ্ববাজারে দেশীয় টেক্সটাইলকে অ-প্রতিযোগিতা করে তুলবে।
তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে স্থানীয় টেক্সটাইল মিলাররা তীব্র গ্যাস সংকটের সম্মুখীন হচ্ছেন। ফলে তাদের উৎপাদন বন্ধ করতে বাধ্য হতে হচ্ছে।
বিটিএমএ সভাপতি বলেন, গত তিন মাস ধরে গ্যাস সংকটের কারণে, আমরা আশংকা করছি, স্থানীয় বাজারে টেক্সটাইল উৎপাদনে ১ দশমিক ৫ বিলিয়ন এবং রপ্তানি বাজারের জন্য দুই বিলিয়ন ক্ষতি হবে।
বিটিএমএ এসময় সরকারের কাছে পাঁচ বছরের একটি দীর্ঘমেয়াদী জ্বালানি নীতিও দাবি করেছেন ।
তারা বলেন, ২০১৯ সালে সর্বশেষ দাম বৃদ্ধির পর বর্তমানে টেক্সটাইল মিলগুলোকে প্রতি ইউনিট গ্যাসের জন্য ১৩ দশমিক ৮৫ টাকা দিতে হয়।