গোমস্তাপুর
গোমস্তাপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাইফুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ এপ্রিল) রাতে উপজেলার রোকনপুর সীমান্তে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
সাইফুল ইসলাম রোকনপুর নগরপাড়া গ্রামের হাসান আলীর ছেলে।
রাধানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মতিউর রহমান বলেন, গরু আনার জন্য মঙ্গলবার রাতে রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে যায় সাইফুলসহ কয়েকজন। এ সময় ইটাঘাটা বিওপির টহলরত বিএসএফ সদস্যদের ছোঁড়া গুলিতে সাইফুল নিহত হয়।
তিনি আরও বলেন, সাইফুলে লাশ ভারতের অভ্যন্তরে রয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী যোবায়ের আহমেদ বলেন, স্থানীয় জন প্রতিানিধিদের মাধ্যমে বিএসএফের গুলিতে সাইফুলের নিহতের বিষয়টি জেনেছি।
তিনি আরও বলেন, সাইফুলে লাশ ভারতের অভ্যন্তরে রয়েছে।
এদিকে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার মোবাইলে যোগায়োগ করা হলে তাকে পাওয়া যায়নি।
আরও পড়ুন: রাজধানীর বকশীবাজারে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাসের ধাক্কায় এসবির কর্মচারী নিহত
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
৭ মাস আগে
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার রহনপুর কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম (২৫) সদর উপজেলার পলশা এলাকার তরিকুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: নাটোরে ট্রেনে কাটা পড়ে নারীসহ ৩ জনের মৃত্যু
স্থানীয় সূত্রে জানা গেছে, রহনপুর থেকে খুলনাগামী মহানন্দা ট্রেনে রহনপুর কলেজ মোড়ের রেললাইনে এ দুর্ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে।
আমনুরা জংশন রেল পুলিশের উপপরিদর্শক (এসআই) আতিয়ার রহমান জানান, ধারণা করা হচ্ছে রহনপুর রেল স্টেশন থেকে সকাল ৬ টা ২০ মিনিটে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা ট্রেনে এ দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে আমনুরা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
এছাড়া লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: লাইনে বসে মোবাইল দেখতে গিয়ে ট্রেনে কাটা পড়ল যুবক
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২ বাকপ্রতিবন্ধী
১ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ, এনজিও পরিচালক আটক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক এনজিওর নির্বাহী পরিচলককে আটকের দাবি করেছে পুলিশ। বৃস্পতিবার সকালে উপজেলার চৌডালা ব্রিজ চত্বর থেকে তাকে আটক করা হয়।
আটক মাসুদ রানা মধুমতি উন্নয়ন সংস্থা নামে একটি এনজিওর নির্বাহী পরিচালক। তার বাড়ি শিবগঞ্জ উপজেলায়।
আরও পড়ুন: রাজশাহীতে হেরোইনসহ ইউপি সদস্য আটক
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে থানা পুলিশের একটি দল উপজেলার চৌডালা ব্রিজ চত্বর এলাকায় মাসুদ রানাকে আটক করে তল্লাশি চালায়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। এসময় তিনি অস্ত্রের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
আটকের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে ১৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
১ বছর আগে
মোবাইল গেম খেলতে না দেয়ায় স্কুলছাত্রের ‘আত্মহত্যা’
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোবাইল ফোনে গেম খেলতে না না দেয়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে জানা গেছে। রবিবার সকালে উপজেলার রহনপুর পৌরসভার প্রসাদপুর মহল্লায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: চুরির অপবাদে নির্যাতন, অপমানে তরুণের আত্মহত্যা!
নিহত শাহ আলম (১৭) রহনপুর পৌরসভার প্রসাদপুর মহল্লার কাবির আলীর ছেলে ও ৮ম শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: দুবাইয়ে ফেসবুক লাইভে এসে প্রবাসীর আত্মহত্যা!
স্থানীয়রা জানান, রবিবার সকাল ৭টার দিকে শাহ আলম ঘুম থেকে উঠে মোবাইল ফোনে গেম খেলতে শুরু করে। তা দেখতে পেয়ে ফোনটি নিয়ে নেয় তার মা। এর পরপরই সবার অজান্তে শাহ আলম গলায় গামছা পেঁচিয়ে ঘরের সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন বিষয়টি থানার পুলিশকে জানায়।
আরও পড়ুন: বখাটের অপমান সইতে না পেরে কিশোরীর আত্মহত্যা!
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে।
২ বছর আগে
চাকরি না পেয়ে হতাশায় যুবকের ‘আত্মহত্যা’, গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চাকরি দেয়ার নাম করে এক ব্যক্তি টাকা আত্মসাৎ করায় হতাশায় এক যুবক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। শনিবার সকালে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সেই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
নিহত সুমন আলী (২৬) নিমতলা এলাকার আবুল কালাম আজাদের ছেলে।
গ্রেপ্তার সানাউল্লাহ (৪৫) একই এলাকার মৃত মহসিনের ছেলে।
আরও পড়ুন: পাবনায় কীটনাশক পান করে ২ কিশোরীর ‘আত্মহত্যা’
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, উপজেলার কলাদিয়ার এলাকায় একটি আম বাগানে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে; এমন খবর পেয়ে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে যুবক সুমন লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, প্রাথমিক তদন্তে জানা যায় যে সানাউল্লাহ একটি বিশেষ বাহিনীতে চাকরি দেয়ার কথা বলে সুমন আলীর কাছ থেকে আট লাখ ৭০ হাজার টাকা নেয়। এরপর চাকরি না হওয়ায় সেই টাকা ফেরত চায় সুমন। কিন্তু সানাউল্লাহ টাকা ফেরত না দিয়ে কালক্ষেপণ করতে থাকায় হতাশায় সুমন আলী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
আরও পড়ুন: পিরোজপুরে বিষপানে প্রেমিক যুগলের আত্মহত্যা
এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত সানাউল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
২ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত আপন ( ২৫) ওই এলাকার একরামুলের ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে লেবুডাঙ্গা গ্রামের একরামুলের ছেলে আপন তার ঘরে বিদ্যুতের কাজ করছিল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে নারায়ণগঞ্জে ৩ জায়ের মৃত্যু
লাইনে সংস্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু
২ বছর আগে
গোমস্তাপুরে ১৩ মামলার আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র জব্দ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাহিরুল ইসলাম (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বোয়ালিয়া ইউপির বাগডাংগা বিলের কাছে রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন জব্দ করা হয়েছে বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার জাহিরুল ইসলাম উপজেলার চৌডালা ইউপির নন্দলালপুর এলাকার সাদিকুল ইসলামের ছেলে। তার নামে ১৩টি মামলা রয়েছে।
র্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানি কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ র্যাবের একটি দল অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে বোয়ালিয়া ইউপির বাগডাংগা বিলের কাছে থেকে জাহিরুল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার জাহিরুল দুটি অস্ত্র মামলা, একটি বিস্ফোরক আইনে মামলা, তিনটি মাদক মামলা, দুটি চুরি মামলা ও পাঁচটি ডাকাতি মামলাসহ মোট ১৩টি মামলার আসামি।
র্যাব জানায়, গ্রেপ্তারের সময় জাহিরুলের কাছ থেকে দুটি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: নরসিংদীতে তরুণীকে হেনস্তা: অভিযুক্ত নারী ৩ দিনের রিমান্ডে
স্ত্রীকে হত্যা করে পাহাড়ে আত্মগোপন, অবশেষে স্বামী গ্রেপ্তার
২ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টারের ধাক্কায় বৃদ্ধা নিহত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ধানবোঝাই ট্রাক্টারের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার রাধানগর ইউপির নগরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাবিয়া বিবি (৭৩) ওই এলাকার আব্দুর রাকিবের স্ত্রী।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, মাবিয়া বিবি সকাল সাড়ে ১০টার দিকে তার এক মেয়ের সঙ্গে রাস্তা পার হচ্ছিলেন। এসময় ধান বোঝাই একটি ট্রাক্টারের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী নিহত
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩
২ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭
চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৭ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন নজরুল ইসলাম, ফয়েজ, নাজমুল হক, জসিম উদ্দিন, নাদিম কালু, মোয়াজ্জেম হোসেন রিপন, আব্দুল কাইয়ুম, কামাল হোসেন মরু, আনারুল ইসলাম, শফিকুল ইসলাম, বিশাল, ফয়সাল, রাজু আহম্মেদ, জাইদুল ইসলাম, রোকসানা বেগম, আনারুল ইসলাম, মুসলেমা বেগম।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, সোমবার রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আদালতে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক ৯ জন ও ৮ জন বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত।
গ্রেপ্তার সবাইকে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
আরও পড়ুন: রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার
বগুড়ায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার
৩ বছর আগে