চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাহিরুল ইসলাম (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বোয়ালিয়া ইউপির বাগডাংগা বিলের কাছে রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন জব্দ করা হয়েছে বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার জাহিরুল ইসলাম উপজেলার চৌডালা ইউপির নন্দলালপুর এলাকার সাদিকুল ইসলামের ছেলে। তার নামে ১৩টি মামলা রয়েছে।
র্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানি কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ র্যাবের একটি দল অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে বোয়ালিয়া ইউপির বাগডাংগা বিলের কাছে থেকে জাহিরুল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার জাহিরুল দুটি অস্ত্র মামলা, একটি বিস্ফোরক আইনে মামলা, তিনটি মাদক মামলা, দুটি চুরি মামলা ও পাঁচটি ডাকাতি মামলাসহ মোট ১৩টি মামলার আসামি।
র্যাব জানায়, গ্রেপ্তারের সময় জাহিরুলের কাছ থেকে দুটি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: নরসিংদীতে তরুণীকে হেনস্তা: অভিযুক্ত নারী ৩ দিনের রিমান্ডে
স্ত্রীকে হত্যা করে পাহাড়ে আত্মগোপন, অবশেষে স্বামী গ্রেপ্তার