চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চাকরি দেয়ার নাম করে এক ব্যক্তি টাকা আত্মসাৎ করায় হতাশায় এক যুবক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। শনিবার সকালে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সেই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
নিহত সুমন আলী (২৬) নিমতলা এলাকার আবুল কালাম আজাদের ছেলে।
গ্রেপ্তার সানাউল্লাহ (৪৫) একই এলাকার মৃত মহসিনের ছেলে।
আরও পড়ুন: পাবনায় কীটনাশক পান করে ২ কিশোরীর ‘আত্মহত্যা’
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, উপজেলার কলাদিয়ার এলাকায় একটি আম বাগানে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে; এমন খবর পেয়ে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে যুবক সুমন লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, প্রাথমিক তদন্তে জানা যায় যে সানাউল্লাহ একটি বিশেষ বাহিনীতে চাকরি দেয়ার কথা বলে সুমন আলীর কাছ থেকে আট লাখ ৭০ হাজার টাকা নেয়। এরপর চাকরি না হওয়ায় সেই টাকা ফেরত চায় সুমন। কিন্তু সানাউল্লাহ টাকা ফেরত না দিয়ে কালক্ষেপণ করতে থাকায় হতাশায় সুমন আলী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
আরও পড়ুন: পিরোজপুরে বিষপানে প্রেমিক যুগলের আত্মহত্যা
এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত সানাউল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।