কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সারাদেশে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা।
হিন্দু বিশ্বাস অনুসারে, দেবী দুর্গা বিসর্জনের মাধ্যমে দেবালয়ের (স্বর্গ) কৈলাসে স্বামীর বাড়িতে ফিরে গিয়েছেন।
উৎসবের শেষ পর্ব দেবীর বিসর্জন দেখতে রাজধানীতে হাজার হাজার মানুষ আজ নগরীর বছিলা এলাকায় বুড়িগঙ্গা নদীতে ভিড় করেছে।
শহরের বিভিন্ন এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বীরা ‘শঙ্খ’, ‘খোল’, ‘ঢাক’এর মতো বাদ্যযন্ত্রের সুরে দুর্গার স্তুতি গাইতে গাইতে প্রতিমা বহনকারী ট্রাক নিয়ে ঘাটে আসে।
পরের বছর দুর্গার প্রত্যাবর্তনের শুভেচ্ছা জানিয়ে ভক্তদের প্রতিমা বিসর্জনের মাধ্যমে দেবী মা ও তার সন্তানদের (লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ) বিদায় দিতে দেখা গেছে।
আরও পড়ুন: বিজয়া দশমী: দেবী দুর্গাকে বিদায় জানাতে প্রস্তুত বাংলাদেশ!