জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চীনের প্রতিরক্ষামন্ত্রীর শ্রদ্ধা
রাজধানীর ধানমন্ডি-৩২-এ মঙ্গলবার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন চীনের স্টেট কাউন্সিলর ও প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি।
স্মৃতি রক্ষার্থে রাখা দর্শনার্থীদের বইয়ে স্বাক্ষরও করেন তিনি।
আরও পড়ুন: ঢাকায় চীনের প্রতিরক্ষামন্ত্রী
এ সময় সফররত চীনা মন্ত্রীর সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং উপস্থিত ছিলেন।
চীনের স্টেট কাউন্সিলর ও প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি মঙ্গলবার সকালে এক সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে পৌঁছান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা প্রতিরক্ষামন্ত্রীকে স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিংও উপস্থিত ছিলেন।
তিনি বিকাল ৩টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সাথে সাক্ষাত করবেন।
সফররত চীনের স্টেট কাউন্সিলর সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সাথেও বৈঠক করবেন।
এর আগে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ২০১৯ সালের নভেম্বরে চীন সফর করেছিলেন।
২০১৮ সালের ১৯ মার্চ চীনের কংগ্রেসে জেনারেল ফেঙ্গিকে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়।
আরও পড়ুন: ভ্যাকসিন সহযোগিতা: চীন নেতৃত্বাধীন ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী
কোভিড-১৯ টিকা নিয়ে চীনের সাথে আলোচনার সময়ে এই সফরটি হচ্ছে।
এই মাসের শুরুতে ভারতীয় সেনাবাহিনীর চিফ অব আর্মি স্টাফ জেনারেল মনোজ মুকুন্দ নরবানও বাংলাদেশ সফর করেছেন।
চীনের প্রতিরক্ষামন্ত্রী ফেঙ্গি বেইজিংয়ের যাওয়ার আগে মঙ্গলবার ঢাকা থেকে শ্রীলঙ্কার কলম্বো যাওয়ার সম্ভাবনা রয়েছে।
১৭১৮ দিন আগে
বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না: তোফায়েল
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছি। জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না। ১৯৭১ সালে ৩০ লাখ শহীদের বিনিময়ে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি।’
শনিবার দুপুর ১২টার দিকে ভোলা সরকারি স্কুল মাঠে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: একাত্তরের পরাজিত শক্তি আবার মাথাচারা দিয়েছে: তোফায়েল
তোফায়েল আহমেদ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু টুঙ্গিপাড়ায় ঘুমিয়ে আছেন। আর কোন দিন আসবেন না। কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যু হয়নি। যতদিন বাংলাদেশ থাকবে। যতদিন বাংলার মাটি ও মানুষ থাকবে। ততদিন বাঙালি জাতির হৃদয়ের মনের মনিকোঠায় জাতির পিতা চিরদিন বিরাজ করবে।’
তিনি বলেন, জাতির পিতার লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা। এই লক্ষ্য বুকে ধারণ করে পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি উপলব্ধি করেছিলেন, এই পাকিস্তান বাঙালিদের জন্য হয় নাই। একদিন বাংলার ভাগ্য নিয়ন্তা বাঙালিদেরকেই হতে হবে।
আরও পড়ুন: এখন গ্রামে গেলে শহর মনে হয়: তোফায়েল
আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য বলেন, ‘জাতির পিতা ছিলেন বিচক্ষণ নেতা। জেল জুলুম অত্যাচার মৃত্যুকে তিনি পরোয়া করতেন না। বার বার ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যুকে অলিঙ্গন করেছেন। কিন্তু মাথা নত করেননি।’
তোফায়েল বলেন, ‘জাতির পিতাকে হত্যার পরে তার নাম নেয়া যেত না। ৭ মার্চের ভাষণ আমরা মাইকে প্রচার করতে পারতাম না। স্বৈরশাসক জিয়াউর রহমান বাঁধা দিতেন। কিন্তু আজ বঙ্গবন্ধুকে নিয়ে অনেক আলোচনা করা হয়। তিনি আন্তর্জাতিক বিশ্বে একজন মহান নেতা।’
তিনি বলেন, ‘২০৪১ সালের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। সেদিন আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াব।’
আরও পড়ুন: বিএনপি ভুলের রাজনীতি করে চলেছে: তোফায়েল
জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে সভায় ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, ভোলা পুলিশ সুপার সরকার মো. কায়সার, পৌর মেয়র মো. মনিরুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজিত হাওলাদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও মো. ইউনুস প্রমুখ বক্তব্য দেন।
১৭৪৯ দিন আগে
গান্ধী শান্তি পুরস্কার পেলেন বঙ্গবন্ধু
ভারত সরকার সোমবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার ২০২০ এ ভূষিত করেছ।
১৭৫৪ দিন আগে
নড়াইলে তারেক রহমানের ২ বছরের কারাদণ্ড
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুরুচি ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগে নড়াইলে দায়ের করা মানহানির মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়াম্যান তারেক রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
১৮০০ দিন আগে
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে বিজয় পরিপূর্ণতা অর্জন করে: তোফায়েল
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের বিজয়ের পরিপূর্ণতা অর্জন করে।
১৮২৫ দিন আগে
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস রবিবার পালিত হচ্ছে।
১৮২৫ দিন আগে
পবিত্র ঈদে মিলাদুন্নবী শুক্রবার
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে শুক্রবার সারা দেশে উদযাপিত হবে মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যুদিবস পবিত্র ঈদে মিলাদুন্নবী।
১৮৯৮ দিন আগে
বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদ কারাগারে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (অব.) আব্দুল মাজেদকে মঙ্গলবার কারাগারে পাঠিয়েছে আদালত।
২১০৩ দিন আগে
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মঙ্গলবার
যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার সারা দেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে।
২১২৫ দিন আগে
‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্র স্পন্সর করছে সিকদার গ্রুপ
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ নির্মাণে পাঁচ কোটি টাকা স্পন্সর করছে সিকদার গ্রুপ।
২১৮৯ দিন আগে