কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় হুমকি-ধামকির পরে এক কলেজছাত্রীর বাড়িতে সপ্তাহের ব্যবধানে দুইবার আগুন দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক প্রেমিকের বিরুদ্ধে।
শনিবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার নন্দনালপুর ইউনিয়নের বড়ুরিয়া গ্রামে এঘটনা ঘটে। এতে গোয়ালঘর, তিনটা ষাঁড় ও প্রায় ১৫ লাখ টাকা ক্ষতির প্রাথমিক ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: যশোরে রাতে বিআরটিসির বাসে আগুন
রবিবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা গেছে, গোয়ালঘর পুড়ে গেছে। পুড়ে যাওয়া একটা গরু বাঁধা রয়েছে। বাড়ির বিভিন্ন জায়গায় আগুনের চিহ্ন রয়েছে।
এসময় ওই কলেজ ছাত্রীর বাবা বলেন, নন্দনালপুর ইউনিয়নের এলংগী গ্রামের ভ্যানচালক বিল্লাল শেখের ছেলে সম্রাট শেখ দীর্ঘদিন ধরে আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে পথেঘাটে বিরক্ত করে আসছে। মাঝেমাঝে বিয়ের জন্য বাড়িতে লোক পাঠায়। কিন্তু আমরা বিয়েতে রাজি না হওয়ায় প্রায়ই হুমকি দিত। গেল কয়েক বছর ধরে সম্রাট সৌদি আরবে চলে গেছে। সেখান থেকে সম্রাট নিয়মিত ফোনে আমার মেয়েকে হত্যা ও আমার ঘরবাড়ির জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে।
তিনি আরও বলেন, একপর্যায়ে শনিবার রাত ১টার দিকে আমার গোয়ালঘর, বসতঘরের প্রবেশপথ ও রান্নাঘরে আগুন জ্বলে উঠে। এসময় আমাদের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণ আনলেও পুড়ে গেছে গোয়ালঘর, গোয়ালঘরে থাকা দুই মণ রসুনের বীজ, শ্যালোইঞ্জিন ও প্রায় ১০ লাখ টাকা মূল্যের তিনটা গরু।
আরও পড়ুন: খিলগাঁওয়ে বাসে আগুন, যাত্রী দগ্ধ