চলতি সংসদের ১২তম অধিবেশন বৃহস্পতিবার শুরু হবে।
বেলা ১১টায় অধিবেশন বসবে। তবে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় অধিবেশন সংক্ষিপ্ত আকারে বসবে।
গত ১৫ মার্চ রাষ্ট্রপতি আবদুল হামিদ ২০২১ সালের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেন।
একাদশ জাতীয় সংসদের ১১ম অধিবেশন গত ২ ফেব্রুয়ারি মূলতবি করা হয়। ৫৮ দিন পর ১২তম অধিবেশন শুরু হতে যাচ্ছে।
সংসদ সবিচালয়ের এক নোটিফিকেশনে বলা হয়েছে, সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি আবদুল হামিদ ১২তম অধিবেশন আহ্বান করেছেন।
সংবিধান অনুসারে, এক অধিবেশন শেষে এবং পরবর্তী অধিবেশনের প্রথম কার্যদিবসের মধ্যবর্তী ব্যবধান ৬০ দিনের বেশি হবে না।
আরও পড়ুন: সংসদে মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল পাস
চাঁদপুর ও কিশোরগঞ্জে বিশ্ববিদ্যালয় নির্মাণে সংসদে দুটি বিল পাস