ভারতের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় পাঞ্জাবের ‘লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি’ তে স্থাপিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু কর্নার।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সম্মতি অনুযায়ী বঙ্গবন্ধু কর্নার ধীরে ধীরে একটি সেন্টার হিসেবে রূপান্তরিত হবে বলে জানা গেছে।
মঙ্গলবার বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান এবং উক্ত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অশোক মিত্তালের মধ্যে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুনঃ তুরস্কে বঙ্গবন্ধুর ডাকটিকেট অবমুক্ত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই উদ্যোগ নেয়া হয়েছে।
বঙ্গবন্ধু কর্নারে থাকবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ছাড়াও বঙ্গবন্ধু এবং বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং আর্থ-সামাজিক উন্নয়ন সংশ্লিষ্ট অন্যান্য বই। এছাড়াও থাকবে বঙ্গবন্ধু ও বাংলাদেশের তথ্য আদান-প্রদানের জন্য অডিও-ভিজ্যুয়াল ইন্টারফেস।
আরও পড়ুনঃ দক্ষিণ কোরিয়ার ইয়নসে বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন