পেট্রোলিয়াম
ভারতের কাছে সাশ্রয়ী মূল্যে জ্বালানি চায় বাংলাদেশ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ভারত থেকে সাশ্রয়ী মূল্যে আরও পেট্রোলিয়াম আমদানিতে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেছেন।
তিনি দিল্লিতে ভারতের পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এবং আবাসন, নগর বিষয়কমন্ত্রী হরদীপ পুরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সময় এই কথা জানান।
আরও পড়ুন: টেকসই অবকাঠামো উন্নয়নে ভূ-বৈজ্ঞানিক তথ্য ব্যবহার করতে হবে: নসরুল হামিদ
বৈঠকে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বুধবার বিদ্যুৎ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
নসরুল হামিদ ভারতের মন্ত্রীর সঙ্গে ডিজেল আমদানি, ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন, ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড (ইআইএল), জ্বালানি সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়ন, এলএনজি আমদানি, গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধান ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
তিনি বাংলাদেশের জ্বালানি খাতের সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।
ভারতীয় মন্ত্রী নসরুল হামিদকে আগামী ফেব্রুয়ারিতে ভারতের জ্বালানি সপ্তাহে আমন্ত্রণ জানান।
তিনি বলেন, জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে ভারত বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
তিনি বলেন, ‘বাংলাদেশ জ্বালানি বাজার খুলতে চাইলে ভারত প্রয়োজনীয় সহযোগিতা করবে,’ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের আধুনিকায়ন এবং মানবসম্পদ উন্নয়ন একসঙ্গে করা যেতে পারে।
বৈঠকে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, বিপিডিবি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ও বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আদানির ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ মার্চে জাতীয় গ্রিডে আসবে: নসরুল হামিদ
বিইআরসি খুচরা বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবে সিদ্ধান্তে বিলম্ব করলে, সরকার সিদ্ধান্ত নেবে: নসরুল হামিদ
১ বছর আগে
১২ কেজি এলপিজির দাম বাড়ল ১৬ টাকা
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কেজিতে ১ দশমিক ৩৩ টাকা বেড়েছে। ফলে এখন থেকে ১২ কেজির সিলিন্ডারের এলপিজি ১২৩৫ টাকায় বিক্রি হবে, যা আগে ১২১৯ টাকায় বিক্রি হতো। ১২ কেজিতে দাম বাড়ল ১৬ টাকা।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে নতুন দামে বিক্রি করা হবে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বুধবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে নতুন দাম ঘোষণা করে।
বিইআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ ব ম ফারুক জানান, ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত এলপিজির অন্য কন্টেইনার যৌক্তিকভাবে নতুন দামে বিক্রি করা হবে।
আরও পড়ুন: ১২ কেজি এলপিজির দাম কমল ৩৫ টাকা
ঘোষণা অনুযায়ী, মোটর গাড়ির জন্য অটো গ্যাসের দাম প্রতি লিটারে ৫৬.৮৫ টাকার পরিবর্তে বেড়ে হয়েছে ৫৭.৫৫ টাকা।
ফারুক বলেন, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম উল্লেখযোগ্য হারে কমলেও স্থানীয় বাজারে ডলারের দাম বেশি হওয়ায় নিম্নমুখী প্রবণতার পুরো সুবিধা পাচ্ছেন না ভোক্তারা। অপারেটরদের আন্তর্জাতিক বাজার থেকে এলপিজি আমদানি করতে হয়।
তিনি জানান, ওয়েটেড এভারেজ হারের ভিত্তিতে ১৬টি আমদানিকারক কোম্পানির এলসি সেটেলমেন্টের ভিত্তিতে ডলারের বিনিময় হার ১০৪.০২ টাকা ধরা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কমিশনের আলোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের ডলারের বিনিময় হার বেসরকারি আমদানিকারকদের জন্য প্রযোজ্য নয়।
আরও পড়ুন: বেসরকারি কোম্পানির এলপিজি সিলিন্ডারের দাম কমে ৮৪২ টাকা
চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর স্থানীয় বাজারে এলপিজির দাম সর্বোচ্চ এক হাজার ৪৩৯ টাকা (১২ কেজি) হয়ে যায়।
এই বছরের জানুয়ারিতে ১২ কেজি এলপিজির দাম সর্বনিম্ন এক হাজার ২২৫ টাকা ছিল। এর পর থেকে ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসে ক্রমাগত এলপিজির দাম বৃদ্ধি হয়।
বিইআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিশ্বব্যাপী সৌদি সিপির (কন্ট্রাক্ট প্রাইস) দাম কমেছে।
বাংলাদেশের বেসরকারি এলপিজি অপারেটররা মূলত সৌদি সিপির ভিত্তিতে মধ্যপ্রাচ্যের বাজার থেকে গ্যাস আমদানি করে।
বিইআরসি প্রথমবারের মতো হাইকোর্টের আদেশ মেনে চলার জন্য গণশুনানির পর ১২ এপ্রিল খুচরা-পর্যায়ে এলপিজির দাম নির্ধারণ করে।
আরও পড়ুন: প্রথমবার এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করল সরকার
২ বছর আগে
বিদ্যুৎ ও পেট্রোলিয়ামের দাম বাড়াতে আইএমএফের কোনো প্রস্তাব পাইনি: অর্থমন্ত্রী
ঋণ দেয়ার পূর্বশর্ত হিসেবে পেট্রোলিয়াম ও বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কোনো প্রস্তাব পাননি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা (আইএমএফ) বিদ্যুৎ ও পেট্রোলিয়ামের দাম বাড়ানোর বিষয়ে কোনো প্রস্তাব দেয়নি।’
বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পরপর দুই বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: আইএমএফের কাছে ঋণ চাইলেও অর্থনীতির অবস্থা খারাপ নয়: অর্থমন্ত্রী
আইএমএফ সাড়ে চার বিলিয়ন মার্কিন ডলার বেলআউট ঋণ দেয়ার পূর্বশর্ত হিসেবে বিদ্যুৎ ও পেট্রোলিয়ামের দাম বাড়ানোর প্রস্তাব করেছে- একটি সংবাদমাধ্যমের এমন প্রতিবেদনের বিষয়ে অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হয়।
দেশের স্বার্থে কোনো বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে সাংবাদিকদের পরামর্শ দেন তিনি।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা টাকা পাচার করেছে তারা যেন নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে তা ফেরত আনে সে ব্যাপারে সবার উৎসাহিত করা উচিত।
কালো টাকা সাদা করার জন্য সরকারের এমন পদক্ষেপের বিষয়ে নিজের অবস্থানের পক্ষে তিনি বলেন, সরকারি ব্যবস্থার কারণে টাকা কালো হয়।
অর্থমন্ত্রী বলেন, সবকিছু ঠিক পথে এগোচ্ছে। তাই কয়েক মাসের মধ্যে দেশের অর্থনীতি স্থিতিশীল অবস্থায় ফিরে আসবে।
তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, ইউরোপসহ বিশ্বের অনেক দেশই উচ্চ মুদ্রাস্ফীতির মধ্য দিয়ে যাচ্ছে।
২ বছর আগে
দেশে পেট্রোলিয়াম জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি বিভাগ
দেশে পর্যাপ্ত পেট্রোলিয়াম জ্বালানির মজুত রয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
বুধবার জ্বালানি বিভাগের এক ব্যাখ্যায় বলা হয়েছে, দেশে ৩২ দিন ব্যবহারের জন্য চার লাখ ৩১ হাজার ৮৩৫ মেট্রিক টন ডিজেল, ৪৪ দিন ব্যবহারের জন্য জেট-এ১ জ্বালানি ও ৩২ দিন ব্যবহারের জন্য ফার্নেস তেলের মজুত রয়েছে।
জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে এটি বলছে, একটি স্বার্থান্বেষী মহল জ্বালানি তেলের মজুত নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।
আরও পড়ুন: ব্যাংকগুলোকে বিদ্যুৎ ও জ্বালানি খরচ কমানোর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
পুরো পেট্রোল স্থানীয়ভাবে উৎপাদিত হয় এবং ৪০ শতাংশ অকটেনও দেশে উৎপাদিত হয়, যোগ করে জ্বালানি বিভাগ।
ছয় মাসের পেট্রোলিয়াম জ্বালানি আমদানির প্রক্রিয়া পাইপলাইনে রয়েছে।
‘আমরা দৃঢ়ভাবে বলছি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনে থাকা কোম্পানিগুলোর কাছে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে। বর্তমানে দেশে পেট্রোলিয়াম জ্বালানির কোনো ঘাটতি বা সংকট নেই। সংকটের কোনো আশঙ্কা নেই।’
২ বছর আগে
আগামী মাসে পেট্রোলিয়ামের দাম বাড়তে পারে: নসরুল হামিদ
সরকার আগামী মাস থেকে পেট্রোলিয়ামের দাম বাড়ানোর কথা ভাবছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
শুক্রবার তিনি ইউএনবিকে বলেন, ‘তবে পরিবহন ব্যবসা পরিচালকসহ সকল অংশীজনের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত আসবে।’
তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রতিদিন ৯০ কোটি টাকা লোকসান হচ্ছে। ডিজেল ও অকটেনের দামে সমন্বয় আসতে পারে।
তিনি বলেন, ‘এই ক্ষতি পূরণ করতে আমাদের জ্বালানির দামের সমন্বয় বিবেচনা করতে হবে। প্রতিবেশী ভারত ইতিমধ্যে প্রতি লিটারে ৫০ রূপি বাড়িয়ে দাম সমন্বয় করেছে।
আরও পড়ুন: পেট্রোলিয়ামের দাম বাড়ানোর বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসবে: অর্থমন্ত্রী
গত ৭ বছরে বিপিসির প্রায় ৫০ হাজার কোটি টাকার বিপুল মুনাফা সম্পর্কে প্রতিমন্ত্রী দাবি করেন, ইতিমধ্যে সেই লাভ লোকসানের সঙ্গে সমন্বয় করা হয়েছে।
সরকার সর্বশেষ ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করে এবং এটি ২০২১ সালের ৪ নভেম্বর থেকে কার্যকর হয়।
এদিকে বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, পেট্রোলিয়ামের দাম বাড়ানোর বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসবে।
তিনি বলেন, ‘যখনই সিদ্ধান্ত নেয়া হবে তখনই আপনাদের জানানো হবে।’
আরও পড়ুন: ব্যবসায়িক গ্রুপ থেকে সয়াবিন তেল, ডাল ও চিনি কিনবে টিসিবি
বুধবার অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) পরপর দুটি বৈঠকের ফলাফল সম্পর্কে ভার্চুয়ালি ব্রিফিং করার সময় সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে কোনো পণ্যের দাম বাড়লে সরকার সব সময় ভার বহন করার চেষ্টা করে।
কামাল বলেন, ‘কিন্তু যখন দাম অতিরিক্ত বেড়ে যায় তখন সরকার জনগণের সঙ্গে ভার ভাগ করে নেয়।’
তবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ২০১৫ সাল থেকে প্রায় ৫০ হাজার কোটি টাকা মুনাফা করেছে এমন তথ্যের জবাব দেননি তিনি।
মুস্তফা কামাল বলেন, সরকারের দৃষ্টিভঙ্গি মানুষকে কষ্ট কম দেয়া।
আরও পড়ুন: রাশিয়ার তেলের ক্রমবর্ধমান বাজার হয়ে উঠছে ভারত, চীন
২ বছর আগে
পেট্রোলিয়ামের দাম বাড়ানোর বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসবে: অর্থমন্ত্রী
পেট্রোলিয়ামের দাম বাড়ানোর বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, ‘যখনই সিদ্ধান্ত নেয়া হবে তখনই আপনাদের জানানো হবে।’
বুধবার অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) পরপর দুটি বৈঠকের ফলাফল সম্পর্কে ভার্চুয়ালি ব্রিফিং করার সময় সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে কোনো পণ্যের দাম বাড়লে সরকার সব সময় ভার বহন করার চেষ্টা করে।
আরও পড়ুন: পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনলে কোনো প্রশ্ন করা হবে না: অর্থমন্ত্রী
কামাল বলেন, ‘কিন্তু যখন দাম অতিরিক্ত বেড়ে যায় তখন সরকার জনগণের সঙ্গে ভার ভাগ করে নেয়।’
তবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ২০১৫ সাল থেকে প্রায় ৫০ হাজার কোটি টাকা মুনাফা করেছে এমন তথ্যের জবাব দেননি তিনি।
মুস্তফা কামাল বলেন, সরকারের দৃষ্টিভঙ্গি মানুষকে কষ্ট কম দেয়া।
আরও পড়ুন: বাজেট অর্থনীতিকে শক্তিশালী করবে: অর্থমন্ত্রী
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্প্রতি উন্মোচিত ২০২২-২৩ সালের জাতীয় বাজেটে ঘোষিত পদক্ষেপের প্রভাব দেশের শেয়ারবাজার দেখতে পাবে।
শেয়ারবাজারের জন্য বাজেটে অনেক কিছু রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী মাস থেকে বাজেট বাস্তবায়ন শুরু হবে এবং তারপর এর প্রভাব দেখতে পাবেন।
২ বছর আগে