হতাহত
‘ছাত্র আন্দোলনে হতাহতদের পাশে আছে জাতি’
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকার সবসময় তাদের পাশে আছে। সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও দানশীল ব্যক্তিরা আহতদের পাশে এসে দাড়িয়েছেন।’
বুধবার (২১ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের খোঁজ-খবর নেওয়া ও তাদের আর্থিক সহায়তা প্রদান শেষে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।
আরও পড়ুন: আহত বিজিবি সদস্য ও শিক্ষার্থীদের দেখতে পিলখানা হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা
গোটা জাতিই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের পাশে আছে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের ভরণপোষণের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া বেসরকারি হাসপাতালে যারা চিকিৎসাধীন, তাদেরও আমরা নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রেখেছি। তাদের চিকিৎসার ব্যয়ও সরকার বহন করবে।’
ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘হতাহতদের সাহায্যের জন্য প্রধান উপদেষ্টার উদ্যোগে একটি ফাউন্ডেশন গঠনের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ ফাউন্ডেশনের মাধ্যমে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।’
তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসার ব্যয়ভার সরকার বহন করছে। ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে যারা রয়েছেন তাদের চিকিৎসার প্রয়োজনে সব ব্যয় সরকার বহন করবে।’
এছাড়া আহতদের মধ্যে কাউকে যদি দেশের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করার প্রয়োজন হয় তার ব্যবস্থাও সরকার করবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন, আস-সুন্নাহ ট্রাস্টের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ ও সহসমন্বয়ক তানভীর আহমদ।
উল্লেখ্য, আস-সুন্নাহ ট্রাস্টের উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত ২০ জনকে ১০ লাখ ৮০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এ ট্রাস্ট থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় ইতোমধ্যে ৫ কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছে।
এ ফাউন্ডেশন পরবর্তীতে আরও ৫ কোটি টাকা আর্থিক সহায়তা দেবেন।
আরও পড়ুন: নতুন করে ইটভাটার অনুমোদন দেওয়া হবে না: উপদেষ্টা
প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
৪ মাস আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার: স্বাস্থ্য মন্ত্রণালয়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসকল ছাত্র-জনতা আহত হয়েছেন সরকারি হাসপাতালে তাদের বিনামূল্যে চিকিৎসাসহ যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করবে সরকার।
শনিবার (১৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।
এতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের ব্যাপারে অনুসন্ধান করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে। কমিটি কর্মপন্থা নির্ধারণে রবিবার(১৮ আগস্ট) বৈঠকে বসবে।
আরও পড়ুন: চার দফা দাবিতে 'প্রতিরোধ সপ্তাহ' ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
বিজ্ঞপ্তিতে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসা বিল গ্রহণ না করার অনুরোধ জানানো হয়েছে।
প্রয়োজনে এ সকল বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতার সকল বিল সরকার বহন করবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন: মানুষের জন্য কল্যাণকর প্রকল্প নিয়ে কাজ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়
৪ মাস আগে
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে আগুন
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একটি প্রাইভেটকারে আগুন লেগেছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঈদুল ফিতরের দিন বিকেল সোয়া ৫টার দিকে কুড়িল বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকার (অঞ্চল-০৩) উপসহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে বিকেল পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান তিনি।
৮ মাস আগে
বেইলি রোডের অগ্নিকাণ্ডে হতাহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে হতাহতদের কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষ থেকে করা রিটের শুনানি নিয়ে সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
আরও পড়ুন: কোন কোন আদালতে লোহার খাঁচা রয়েছে জানতে চান হাইকোর্ট
আদালতের রুলে বহুতল ভবন, কারখানা ও স্থাপনায় অগ্নিনিরোধক কক্ষ ও সিঁড়ি স্থাপনের কেন নির্দেশ দেওয়া হবে না এবং অগ্নিনির্বাপক প্রতিরোধ আইন ও বিল্ডিং কোড আইনে কেন এবিষয়গুলো অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা কেন অবৈধ ঘোষণা করা হবে না- রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
এছাড়া হাইকোর্ট তার আদেশে ২০২৩-২৪ বর্ষে বহুতল ভবনে কতটি অগ্নিকাণ্ড ঘটেছে এবং কী পরিমাণ প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে জানাতে রাজউক ও ফায়ার সার্ভিসের প্রতি নির্দেশ দিয়েছেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন ও ব্যারিস্টার অনিক আর হক।
এর আগে গত রবিবার জনস্বার্থে মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনের ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যাওয়া তানজিনা নওরিন এসার বড় ভাই ও সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুস সাকিব তুষ্টি রিট আবেদনটি দায়ের করেন। রিটে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, রাজউকের চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের মেয়রসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।
গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ‘গ্রিন কেজি কটেজ’ ভবনে লাগা আগুনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪৪ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। দুজনের মরদেহ ঢাকা মেডিকেলে রয়েছে। গতকাল তাদের ডিএনএ নমুনা নেওয়া হয়েছে।
অন্যদিকে, শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১৪ জনের মধ্যে বাসায় ফিরেছেন ১১ জন। এখনো ভর্তি আছেন তিনজন। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও দুজন।
আরও পড়ুন: বিনোদনে হাতি ব্যবহার বন্ধে হাইকোর্টে রিট
হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন নুর
৯ মাস আগে
বাংলাদেশে হতাহত ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নিন: মিয়ানমারকে বাংলাদেশ
বাংলাদেশে হতাহতের কারণ হতে পারে এমন 'যেকোনো অগ্রহণযোগ্য পরিস্থিতি' বন্ধে সব ধরনের ব্যবস্থা নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
রাখাইন থেকে পালিয়ে আসা ব্যক্তিদের আর কোনো অনুপ্রবেশ এবং সীমান্তবর্তী এলাকায় আকাশসীমা লঙ্ঘন না করার বিষয়ে বাংলাদেশ তার অবস্থান দৃঢ় করেছে।
মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল ও গুলিতে বাংলাদেশি নাগরিকদের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় মঙ্গলবার সকালে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ঘটে যাওয়া ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আরও পড়ুন: মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (মিয়ানমার উইং) মিয়া মো. মাইনুল কবির রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক বৈঠকে মিয়ানমারের রাষ্ট্রদূতের কাছে এই প্রতিবাদলিপি হস্তান্তর করেন।
মিয়ানমারের রাষ্ট্রদূতকে আরও স্মরণ করিয়ে দেওয়া হয়- রাখাইন রাজ্যের সুরক্ষা ও নিরাপত্তা সম্ভাব্য প্রত্যাবর্তনকারীদের প্রধান উদ্বেগের বিষয়।
উপযুক্ত সময়ে প্রত্যাবাসন শুরু করতে পরিস্থিতির উন্নয়নে মিয়ানমার সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন: সীমান্তে উত্তেজনা: মিয়ানমারের রাষ্ট্রদূতকে যা বলল ঢাকা
২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যদের কথা উল্লেখ করে তাদের ফিরিয়ে নিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। বাংলাদেশের সব সমস্যার শান্তিপূর্ণ সমাধানের নীতির ওপরও গুরুত্বারোপ করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জবাবে মিয়ানমারের রাষ্ট্রদূত বাংলাদেশের উদ্বেগের বিষয়টি জরুরি ভিত্তিতে তাদের কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন।
তিনি বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বিজিপি সদস্যদের দ্রুততম সময়ে ফিরিয়ে নেওয়ার বিষয়ে তার সরকারের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
আরও পড়ুন: মিয়ানমার পরিস্থিতি নিয়ে যা বলল মার্কিন দূতাবাস
১০ মাস আগে
নেপালে ভূমিকম্পে হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালে শুক্রবার ভূমিকম্পে দেড় শতাধিক মানুষের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘নেপালে বহু মূল্যবান জীবন কেড়ে নেওয়া এবং বহু মানুষ আহত হওয়া একটি বিধ্বংসী ভূমিকম্পের খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত ও দুঃখিত।’
রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে সাম্প্রতিক ভূমিকম্পে দেশটির প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচণ্ডকে একটি শোকপত্র পাঠিয়েছেন শেখ হাসিনা।
স্বাক্ষরিত চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের জনগণও গভীর শোক প্রকাশে তার সঙ্গে যোগ দিয়েছে।
আরও পড়ুন: জিনাতুন নেসা তালুকদারের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোকপ্রকাশ
তিনি বলেন, ‘আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি যারা তাদের প্রিয় পরিবারের সদস্য এবং তাদের বন্ধুদের হারিয়েছেন। আমরা আন্তরিকভাবে ভূমিকম্পে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেন, বাংলাদেশের জনগণ এই কঠিন সময়ে ভ্রাতৃত্বের চেতনায় নেপালের জনগণের পাশে রয়েছে।
আরও পড়ুন: ড. সালিমুল হকের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক
১ বছর আগে
রাতে রুশ হামলায় হতাহত হয়েছেন বেশ কিছু বেসামরিক নাগরিক: ইউক্রেনীয় কর্মকর্তা
ইউক্রেনের সম্মুখভাগে ও দেশের অন্যান্য অংশে রুশ বাহিনীর অব্যাহত গোলাবর্ষণে দেশটির দুই বেসামরিক নাগরিক নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (২১ অক্টোবর) ইউক্রেনের স্থানীয় কর্মকর্তারা এই তথ্য জানান।
মেয়র ওলেক্সান্ডার ভিলকুলের টেলিগ্রাম পোস্টে জানানো হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শহর ক্রিভি রিহে শুক্রবার সন্ধ্যায় একটি শিল্প কারখানায় আঘাত হানে রুশ ক্ষেপণাস্ত্র। এতে ৬০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তির স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার ভোরে ভিলকুলের দেওয়া তথ্যানুসারে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন রাতে একই স্থানে আবারও আঘাত হানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং আগুনের সূত্রপাত হয়। তবে স্থানটি ইউক্রেন-রাশিয়ার যুদ্ধবিধ্বস্ত কি না সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি ভিলকুল। দ্বিতীয়বারের হামলায় কেউ হতাহত হননি বলেও উল্লেখ করেছেন তিনি।
আরও পড়ুন: ইউক্রেনের কাখোভকা বাঁধ ধ্বংস, নিহতের সংখ্যা বেড়ে ১৭
ইউক্রেনের গভর্নর ওলেক্সান্ডার প্রোকুদিন শনিবার জানিয়েছেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে রুশ বাহিনীর 'ব্যাপক গোলাবর্ষণে' এক বেসামরিক নাগরিক নিহত ও একজন আহত হয়েছেন।
টেলিগ্রাম পোস্টে প্রোকুদিন বলেন, রুশ সেনারা মর্টার, কামান, ট্যাংক, ড্রোন ও একাধিক রকেট লঞ্চার ব্যবহার করে প্রদেশটির কিছু আবাসিক এলাকাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের আভদিভকা শহরে গত কয়েকদিনের গোলাবর্ষণে এক বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে শনিবার স্থানীয় ভারপ্রাপ্ত গভর্নর ইহর মোরোজ জানিয়েছেন।
আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাপ্তির আহ্বান প্রধানমন্ত্রীর
গত কয়েক সপ্তাহ ধরে কিয়েভের বাহিনী রুশ হামলা ঠেকানোর চেষ্টা করায় রুশ ও ইউক্রেনীয় বাহিনী আভদিভকাকে তীব্র লড়াই করছে। রুশ সেনাদের ছোড়া ড্রোন, ক্ষেপণাস্ত্র, মর্টার ও আর্টিলারি শেল প্রদেশের অন্যান্য অংশেও আঘাত হেনেছে বলে জানান মোরোজ।
উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের কুপিয়ানস্ক শহরের কাছে দুটি গ্রামের বাড়িতে রুশ গোলাবর্ষণে আহত ৩৯ বছর বয়সী এক বেসামরিক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে শনিবার জানিয়েছেন স্থানীয় গভর্নর ওলেহ সিনিহুবভ। রুশ বাহিনী কয়েক সপ্তাহ ধরে কুপিয়াঙ্ক ও লাইমান শহরের নিকটবর্তী এলাকা পুনরুদ্ধারের জন্য আক্রমণ চালিয়ে আসছে।
শুক্রবার রাতে উত্তর সুমি ও দক্ষিণ জাপোরিঝিয়া প্রদেশে রুশ হামলার কথা জানিয়েছে স্থানীয় ইউক্রেনীয় কর্তৃপক্ষও। তবে হতাহতের কোনো উল্লেখ করেননি।
আরও পড়ুন: ইউক্রেনে ক্যাফেতে রুশ হামলায় ৫১ জন নিহত
১ বছর আগে
ভারতে ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৩ জুন) সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: সাবেক মহিলা লীগ নেত্রী তসলিমার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শোকবার্তায় জানানো হয়েছে, ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমি গভীর শোক জানাচ্ছি। একই সঙ্গে আহতদেরও দ্রুত আরোগ্য কামনা করছি।
শোকবার্তায় প্রধানমন্ত্রী দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
কল্যাণী কাজীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
১ বছর আগে
বরিশালে অগ্নিকাণ্ডে ৮ বসতঘর পুড়ে ছাই
বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর নতুনবাজার আদি শ্মশান এলাকায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আটটি ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। তবে এই ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে নতুনবাজার আদি শ্মশান এলাকার নিরোদ বাড়ৈর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী ঘরগুলোতে। এতে নিরোদ বাড়ৈ, সেলিম, তপন, সুনীল, তরুন ঘোষ, পেয়ারা বেগম, কালু ও জামালের ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
আরও পড়ুন: গাজীপুরে শিক্ষাসফরের বাসে আগুন, আহত ১০
তারা জানান, খুব সকালে এই ঘটনা ঘটায় অনেকেই ঘুমিয়ে ছিলেন, তাই কোনো পরিবারের লোকজনই পুড়ে যাওয়া ঘর থেকে কোনো মালামাল বের করতে পারেনি। তবে ফায়ার সার্ভিস চলে আসায় পার্শ্ববর্তী আরও অন্তত ৩০ থেকে ৪০টি ঘর রেহাই পায়। কিন্তু আংশিক ক্ষতি হয়েছে বেশ কয়েকটি ঘরের।
ফায়ার সার্ভিস বরিশালের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন বলেন, খুব সকালে যখন আগুন লাগে। তখন প্রায় সকলেই ঘুমিয়ে ছিলেন। আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আরও পড়ুন: নাটোরে আগুনে পুড়ে ২ সন্তানসহ মায়ের মৃত্যু, আহত বাবা
১ বছর আগে
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
কুমিল্লার ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার বাস ও থ্রি-হুইলারে সংঘর্ষে দু’জন নিহত ও দু’জন আহত হয়েছেন।
নিহতরা হলেন-সিরাজ হকের ছেলে জয়নাল আবেদীন (৩৫) ও সদর দক্ষিণ উপজেলার আলফু মিয়ার ছেলে ইমরান হোসেন (৩০)। তারা ব্যাটারিচালিত থ্রি-হুইলারের যাত্রী ছিলেন।
আরও পড়ুন: মীরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সকাল ৮টার দিকে উপজেলার বেলতলী এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ইকোনো পরিবহনের একটি বাসটি থ্রি-হুইলারটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: আগস্টে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১৯
তিনি জানান, দুর্ঘটনায় চার যাত্রীর মধ্যে দু’জন ঘটনাস্থলেই নিহত হন এবং আরও দুজন আহত হন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ওসি জানান, বাসটি জব্দ করেছে পুলিশ। চালককে আটকের চেষ্টা চলছে।
২ বছর আগে