প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালে শুক্রবার ভূমিকম্পে দেড় শতাধিক মানুষের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘নেপালে বহু মূল্যবান জীবন কেড়ে নেওয়া এবং বহু মানুষ আহত হওয়া একটি বিধ্বংসী ভূমিকম্পের খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত ও দুঃখিত।’
রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে সাম্প্রতিক ভূমিকম্পে দেশটির প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচণ্ডকে একটি শোকপত্র পাঠিয়েছেন শেখ হাসিনা।
স্বাক্ষরিত চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের জনগণও গভীর শোক প্রকাশে তার সঙ্গে যোগ দিয়েছে।
আরও পড়ুন: জিনাতুন নেসা তালুকদারের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোকপ্রকাশ
তিনি বলেন, ‘আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি যারা তাদের প্রিয় পরিবারের সদস্য এবং তাদের বন্ধুদের হারিয়েছেন। আমরা আন্তরিকভাবে ভূমিকম্পে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেন, বাংলাদেশের জনগণ এই কঠিন সময়ে ভ্রাতৃত্বের চেতনায় নেপালের জনগণের পাশে রয়েছে।
আরও পড়ুন: ড. সালিমুল হকের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক