পিষ্ট
গোপালগঞ্জে হাতির পায়ে পিষ্ট হয়ে মাহুতের মৃত্যু
গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় হাতির পায়ে পিষ্ট হয়ে নজরুল ইসলাম (৩৫) নামে এক মাহুতের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে পোলসাইর গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত নজরুল কুড়িগ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে হাতি দিয়ে চাঁদা তুলে জীবিকা নির্বাহ করতেন।
আরও পড়ুন: টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু
স্থানীয় জানায়, সকালে টাকা তোলার সময় হঠাৎ মাহুতকে শুর দিয়ে পেঁচিয়ে আছাড় মারে হাতিটি। আছাড় মারার পর হাতিটি একাধিকবার মাহুতের বুকের ওপর পাড়া দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, স্থানীয়রা হাতি ও হাতির অপর মাহুতকে আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক হাতি ও অপর মাহুতকে আটক করে।
তিনি আরও বলেন, নজরুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান আছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা।
আরও পড়ুন: চট্টগ্রামে বন্য হাতির আক্রমণে নারীসহ ২ জনের মৃত্যু
২ মাস আগে
বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জান্নাতুল মাওয়া নামে এক শিশু মারা গেছে।
রবিবার ফেনী সদর উপজেলার কসকা এলাকায় দুপুরে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-ভটভটি সংঘর্ষে যুবকের মৃত্যু
জান্নাতুল সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের হাজারীবাড়ির সালিম উল্যাহ হাজারীর মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ফেনীর ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন: কুমিল্লায় যুবলীগ সভাপতি হত্যা: ৯ জনের মৃত্যুদণ্ড ও ৯ জনের যাবজ্জীবন
৭ মাস আগে
নীলফামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নীলফামারীর ডোমারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টায় ডোমার-দেবিগঞ্জ সড়কে ডোমার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জাহাঙ্গীর হোসেন (৫০) পঞ্চগড়ের বোদা উপজেলার খয়েরপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে এবং সেলিম জাহাঙ্গীর (৪০) দেবীগঞ্জ উপজেলার ঢাঙ্গীর হাট গ্রামের আবু বাকি বিল্লাহর ছেলে। নিহতরা সম্পর্কে চাচা-ভাইজতা।
আরও পড়ুন: সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত
স্থানীয়রা জানায়, ব্যবসায়িক কাজে দেবীগঞ্জ থেকে মোটরসাইকেলে করে ডোমার অভিমুখে যাচ্ছিলেন জাহাঙ্গীর ও সেলিম। এসময় ডোমার থেকে দেবীগঞ্জগামী মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন জাহাঙ্গীর হোসেন। আহত সেলিম জাহাঙ্গীরকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. শাওন বলেন, আহত সেলিম জাহাঙ্গীরকে বিকাল সাড়ে ৪টায় মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
আরও পড়ুন: গাজীপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে ১০ বছরের শিশু নিহত, আহত ১
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ চৌধুরী বলেন, বিকাল ৪টায় দুর্ঘটনাটি ঘটে। জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে এবং সেলিম জাহাঙ্গীরকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
তিনি আরও বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
১ বছর আগে
যশোরে নিজেদের ট্রলির চাকায় পিষ্ট হয়ে ভাই-বোনের মৃত্যু
যশোর সদরে নিজেদের মালবাহী ট্রলি চাকায় পিষ্ট হয়ে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার জিরাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-ট্রলিচালক কামাল হোসেনের মেয়ে জাহিয়া খাতুন (৪) ও জামাল হোসেনের ছেলে আবু হুরায়রা (২)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
জাহিয়া খাতুনের বাবা কামাল হোসেন বলেন, প্রতিদিনের মত বাড়ি থেকে ট্রলি নিয়ে মাটি টানার উদ্দেশ্যে বের হচ্ছিলাম। তখন খেয়াল করিনি পেছনে কেউ আছে কি না। যখন গাড়ি পেছনের দিকে নিতে যাই তখন বাঁধা অনুভব করছিল। বারবার পেছনের দিকে গাড়ি নিতে যাচ্ছিলাম। তখন না গেলে গাড়ি থেকে নেমে দেখি আমার শিশু বাচ্চা জাহিয়া আর ভাইয়ের ছেলে পিষ্ট হয়ে চাকার সঙ্গে এঁটে আছে।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ট্রলি যখন চালু করা হয় তখন গাড়ির ব্যাপক আওয়াজ হয়, সেই আওয়াজের মধ্যে তাদের চিৎকার শুনতে পাইনি। মৃত্যুর আগে কতই না যন্ত্রণা পেয়েছে আমাদের কলিজার টুকরারা।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পারিবারিক একটা দুর্ঘটনার শিকার হয়েছে দুই শিশু। স্বজনদের কোন অভিযোগ না থাকায় শিশু দুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পড়ুন: সিরাজগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা মামলা: ২ ছেলেসহ মা গ্রেপ্তার
সিরাজগঞ্জে ৭ বছরের শিশুর লাশ উদ্ধার
২ বছর আগে