গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় হাতির পায়ে পিষ্ট হয়ে নজরুল ইসলাম (৩৫) নামে এক মাহুতের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে পোলসাইর গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত নজরুল কুড়িগ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে হাতি দিয়ে চাঁদা তুলে জীবিকা নির্বাহ করতেন।
আরও পড়ুন: টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু
স্থানীয় জানায়, সকালে টাকা তোলার সময় হঠাৎ মাহুতকে শুর দিয়ে পেঁচিয়ে আছাড় মারে হাতিটি। আছাড় মারার পর হাতিটি একাধিকবার মাহুতের বুকের ওপর পাড়া দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, স্থানীয়রা হাতি ও হাতির অপর মাহুতকে আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক হাতি ও অপর মাহুতকে আটক করে।
তিনি আরও বলেন, নজরুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান আছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা।
আরও পড়ুন: চট্টগ্রামে বন্য হাতির আক্রমণে নারীসহ ২ জনের মৃত্যু